|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
ছোট ছোট দুঃখ ব্যাথা 
জমানো যত কষ্ট ।
শুধু শুধু ভারি করে ,
দুচোখের পাতা স্পষ্ট ।  
পৃথিবী তুমি আর কষ্ট দিওনা 
সইতে পারছেনা মন ।
এত বড় ভুবন তবু 
নেইকো আপন জন ।  
এমন কেন ওগো পৃথিবী , 
তোমার মানুষগুলো । 
সদাই দেখি বেচাকেনা করে , 
দুখীর দুঃখগুলো।
 ২৬ টি
    	২৬ টি    	 +৮/-০
    	+৮/-০  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৪০
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৪০
ইসিয়াক বলেছেন: মন ভালো নেই ...
২|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৪
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৪
নুরহোসেন নুর বলেছেন: খুশির ছন্দে ভরে উঠুক কবির বিরহী ব্যথা কাতর মন,
শুভ কামনা রইলো।
  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৯
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৩|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৬
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৬
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর 
  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০১
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু
৪|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৮
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৫৮
জগতারন বলেছেন: 
এমন কেন ওগো পৃথিবী ,
তোমার মানুষগুলো ।
সদাই দেখি বেচাকেনা করে ,
দুখীর দুঃখগুলো।
কবি ভাই; 
তথ্য নিয়া দেখিবেন;
বাংলা সাহিত্যসহ পৃথিবীর প্রায় সকল ভাষার 
কবি সকল একপ্রকার কষ্টকর জীবন যাপন করিয়াছেন।
এর মধ্যে আমাদের 'ঠাকুর' সাহেব বাদ।
তিনি সোনার চামুচ মুখে নিয়া জন্মাইছিলেন আবার
দেশের প্রশাসন বা সৌভ্যক্রমে সেই সোনার চামুচ নিয়াই সুনামের সাথে পরলোগত হইয়াছেন।
আপনার জন্য আমার প্রার্থন রহিল; ভালো থাকুন ও প্রাণবন্ত থাকুন কামনা করি।
  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৩
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আমার প্রিয় স্বপন ভাই ।
৫|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:২৯
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:২৯
আমার গল্প বলেছেন: অসাধারণ ছিল
  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:৩১
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:৩১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকুন । সুস্থ থাকুন
৬|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:২০
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: বেচা কেনার আরেক নাম জীবন।
  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:২৯
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:২৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৭|  ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৪২
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৪২
ওমেরা বলেছেন: যার কেউ নেই তার আল্লাহ আছে তাই মন খারাপ করিয়েন না, সব ঠিক হয়ে যাবে।
  ১৭ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:০৮
১৭ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:০৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু 
শুভকামনা রইলো। 
সুপ্রভাত
৮|  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ২:২৮
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ২:২৮
আরোগ্য বলেছেন: সুখদুঃখ জীবনে নদীর স্রোতের মত। আমি মনে করি দুঃখ অনেক মূল্যবান সম্পদ, এটাকে খুব যত্নে আগলে রাখতে হয়। সুখ তো সবার সাথে ভাগ করা যায় কিন্তু দুঃখের ভাগিদার পাওয়া মুশকিল। বিশেষ কারও জন্য জমা রাখা উচিত।
  ১৭ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:১০
১৭ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:১০
ইসিয়াক বলেছেন: ছোট ভাইয়া ভালো থেকো ।
ধন্যবাদ 
সুপ্রভাত
৯|  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ২:৩৪
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ২:৩৪
ল বলেছেন: দুঃখগুলো সুখে রুপান্তরিত হোক।।।
চমৎকার
  ১৭ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:১২
১৭ ই নভেম্বর, ২০১৯  ভোর ৬:১২
ইসিয়াক বলেছেন: আপনার জীবন আরো বেশী খুশী আনন্দে ভরে উঠুক ।
সদা সুখে থাকুন। 
শুভকামনা ও দোয়া রইলো।
১০|  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:১৯
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:১৯
শিখা রহমান বলেছেন: ছন্দে ছন্দে মন কেমনিয়া কথা বলে গেলেন। 
ভালো থাকুন প্রিয় কবি। ছন্দেরা আনন্দে থাকুক সবসময়।
  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৪
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। 
আপনার সব কথা কেমন যেন কবিতা হয়ে যায় । 
শুভকামনা রইলো।
১১|  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:০২
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ 
শুধু ধন্যবাদ??
কোক বার্গার হবে না??
  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৫
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৫
ইসিয়াক বলেছেন: বেশি বেশি জাঙ্ক ফুড খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 
জেনে শুনে কি বিষ পান করবেন ?
১২|  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৮
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৮
নীল আকাশ বলেছেন: এই পৃথিবীতে সুখ ভাগ করে নেয়া যায় কিন্তু দুঃখগুলি শুধু নিজেকেই ভোগ করে যেতে হয়।
  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৬
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৬
ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন নীল আকাশ ভাইয়া ।  
শুভকামনা রইলো।
১৩|  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৫১
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৫১
সোহানী বলেছেন: অনেক ভালোলাগলো ........
  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৩
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু। 
শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৩৮
১৬ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: হঠাৎ করে কেন এমন নিঃসঙ্গতা বুঝলাম না। একাকিত্বের অবসান ঘটুক..
মায়াবী মন ছন্দময় হয় উঠুক কামনা করি।