|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
নতুন প্রানের বার্তা নিয়ে এলো হিম কুয়াশার ঘোর 
আঁধো আলো ছায়া ,শুনশান দিক,  শিশির সিক্ত ভোর । 
ভোর বিহানে আযানের ধ্বনি ছড়িয়ে প্রভাত আসে ,
বড় মায়ময় সেই সে লগন মোহময় চারপাশে । 
নামায শেষে গাছিরা ফেরে ,টাটকা খেজুর রস ,
উঠলে ওঠে হাসি ফোটে , হাসে রসের কলস !  
ছোট ছোট স্বপ্নগুলো সব প্রাণ পায় প্রতিদিন, 
শত দুঃখেরও কৃষকের হাসিটি থাকে সদা অমলিন ।  
সরিষা ফুলের ছোট ছোট মুখ হেসে হেসে কথা কয়, 
নব রবি কিরনে আলোর চিহ্ন ধীরে ধীরে  দেখা যায় । 
ঝরা  শিউলি খুটে তুলে খোকা, খুকু গাঁথে ফুলের মালা ।  
মুখরিত হয়ে ওঠে সুর তোলে  গ্রাম্য পাঠশালা ।  
আগুনের আঁচে জড়াজড়ি করে শিশু করে কলরব, 
কিচির মিচির ডেকে চলে কোথা কে জানে দুষ্ট  পাখী সব ।
জলরঙে আঁকে শিশির বিন্দু, ঘাসের উপর জলছবি ,
কাঁপা কাঁপা হাতে লিখে চলে কাব্য ,প্রকৃতি নামক কবি ।
 ১৬ টি
    	১৬ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪৫
১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪৫
ইসিয়াক বলেছেন: হাবিব স্যার আপনাদের ভালো লাগায় আমার ভালো লাগা । 
মন্তব্যে মুগ্ধতা
২|  ১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪১
১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: টাটকা খেজুরের রসের মত তৃপ্তি পেলাম কবি। ++
  ১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪৯
১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৪৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো কবি। 
শুভেচ্ছা নিবেন ।
৩|  ১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৫২
১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৫২
শিখা রহমান বলেছেন: কবিতাটা পড়লে আসলেই বাতাসে শীতের গন্ধ, ভাপাপিঠা ভোর চলে আসে। দৃশ্যপটগুলো সুন্দর এঁকেছেন কবি।
শুভকামনা প্রিয় কবি। আসন্ন শীতের শুভেচ্ছা রইলো। 
  ১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৫৯
১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৫৯
ইসিয়াক বলেছেন: কারো কারো মন্তব্য পেতে ভালো লাগে আপনি  তেমন ই তাদের একজন, প্রিয় কবি ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা ও মন্তব্যে মুগ্ধতা রইলো ।
৪|  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৪২
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: গাছিরা আমৃত্যু দরিদ্র জীবনযাপন করে।
  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১১
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১১
ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন বন্ধু।
৫|  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৫০
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবসুন্দর হয়েছে ভাইয়া
  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১২
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
৬|  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৬
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:১৬
মাকার মাহিতা বলেছেন: আপনার এহেন কাব্য প্রতিভায় আমি মুগ্ধ!
  ১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
১৭ ই নভেম্বর, ২০১৯  বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম। 
কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা এবং মন্তব্যে অশেষ মুগ্ধতা।  
শুভকামনা রইলো
৭|  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০০
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০০
নার্গিস জামান বলেছেন: খুব খুব খুব ভালো 
  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৬
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ৯:০৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন। সুস্থ থাকুন
৮|  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:৫০
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১০:৫০
নুরহোসেন নুর বলেছেন: আমার প্রিয় ঋতু শীত।
আপনার কবিতায় শীতের স্মৃতি পুর্নিমার চাঁদের মত আলো ছড়াচ্ছে।
-একবার শখের বশে খেঁজুর গাছে উঠেছিলাম রস পাড়ার পরিবর্তে রসের কলস ভেঙ্গে  গাছীর দৌড়ানি খেয়ে আর ওমুখো হইনি।
পরে অবশ্য গাছী এক কলস রস আমাদের বাড়ীতে পাঠিয়েছিলি আমি খাইনি।
কবিতায় মুগ্ধতা ছুয়ে গেল!
  ১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৩
১৭ ই নভেম্বর, ২০১৯  রাত ১১:০৩
ইসিয়াক বলেছেন: অভিজ্ঞতায় ভালো লাগা।  
কবিতা পাঠে ও লাইকে কৃতজ্ঞতা ।
ভালো থাকবেন প্রিয় ।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৩৬
১৭ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:৩৬
হাবিব বলেছেন: আপনার লেখা বেস্ট কবিতা। দু:খিত, লাইক একটার বেশি দিতে পারলাম না