|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
এই তুমি কি আমায় ভালোবাসবে ? 
এক আকাশ অবাক হয়ে তুমি চাইলে আমার পানে ।
ধীরে ধীরে তোমার অমন ফর্সা মুখখানিওমনি লজ্জায় লাল ।
আমি চেয়ে রই ,তুমি কি ভুল বুঝলে ?
নিজের অজান্তে খোলা মুখ হা ,বুক চরম ঢিপঢিপ  
চোখ হলো নিষ্পলক ....
তুমি বললে এসব বলতে নেই।
আমি বললাম কি বলতে নেই ? 
তুমি হাতের ওড়না পেচিয়ে নিজের আঙ্গুলে
অজান্তে বিব্রত হলে .।
পলকে মুখখানি ঘুরিয়ে বললে ,
প্রেম ভালোবাসার কথা ..
আমি তোমায় বলতে চাই যে ।
কি ? 
ভালোবাসি । ভালোবাসি তোমায়!!!
মিথ্যে আশ্বাস নয়তো ? 
মায়াময় তোমার চোখ খোঁজে আমার চোখে ভরসা ।
আমি সেই চোখে চোখ রেখে নিশ্বাস আটকে বললাম 
একটুও মিছে নয় প্রিয় ....
ভালোবাসি শুধু ভালোবাসি তোমায় । 
বিকালের  গোধূলিবেলায় তুমি আঁধো আলো ছায়াতে- 
ওড়নায় মুখ ঢাকলে ...
আমি আশ্বস্ত হলাম এবং বরাবরের মতো তোমার প্রেমে পড়লাম।
 ২৩ টি
    	২৩ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৪
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন: স্বপ্নের শঙ্খচিল  আপনাকে আমার ব্লগে স্বাগতম । যদি আমার ভুল না হয়ে থাকে তো এটা আপনার প্রথম মন্তব্য । যা হোক 
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । 
সময়ের টানে সত্য কখন মিথ্যা হয়ে যায়, জানি না
শুধুই বিব্রত বোধ করি !!!  
ঠিক ই বলেছেন ।   
 ভালোবাসা কখনো ফুরায় না ,
যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন । 
বর্তমান বাস্তবতায় মানুষের জীবন বড় বেশি স্বার্থের শৃঙ্খলে  বন্দী । ভালোবাসা এখন দুরাশা রুপে ধরা দিয়েছে ।
২|  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:০১
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:০১
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভালোবাসার কবিতা।
সুন্দর।
শুভেচ্ছা।
  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ সাজি আপনাকে । 
শুভেচ্ছা রইলো
৩|  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৭
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: অলসের বিলাসিতা হলো কবিতা।
  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
ইসিয়াক বলেছেন: এসো আজ না হয় বিলাসি হই 
তোমার ঠোঁটে ঠোঁট রেখে পিয়াসী হই ।।   
   
  
  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:০২
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:০২
ইসিয়াক বলেছেন: এই মন্তব্য করে আমি একা একা ই হাসছি সেই ধরে।
এটা কি বললাম!!!!!!!!!
৪|  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৯
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালোবাসা ছড়িয়ে পড়ুক ! ++
  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন: আবারো বলি
শুভ জন্মদিন । 
 
৫|  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৪
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৮
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৮
ইসিয়াক বলেছেন: আপনার জন্য ......
 
৬|  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৪২
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হা হা হা ... কি যে বলব আপনাকে। কাঁদাবেন মনে হয়।
  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৪৯
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: এবার আমি ভাবছি কি কমেন্ট করবো.....।।  
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা। 
বেশি বেশি কবিতা ,গল্প ও রাশিয়ান শৈশবের গল্প চাই। 
 অশেষ ভালো লাগা।
৭|  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৫
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: বাহ !
  ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:০০
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন: বাবুর তাহলে এবার মনে ধরেছে !!!!
৮|  ১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:০৯
১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১২:০৯
হাবিব  বলেছেন: ভালোবাসি না বলেও ভালোবাসা যায়....... 
সারা জীবন হাত না ধরেও পাশে থাকা যায়......
তবে সেটা কি অসমাপ্ত ভালোবাসা?
  ১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৩
১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৩
ইসিয়াক বলেছেন: উত্তর জানা কি জরুরি.......?
ভালোবাসা অসীম । 
মনের কথা না বলতে পারলে তখন ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়।
দূরত্ব সেখান থেকে তৈরি হতে পারে .....।
স্পর্শ না করেও ভালোবাসা চলতে পারে। 
তাদের ক্ষেত্রে যারা মনকে গুরুত্ব দেয় শরীর কে  নয়।আর সেটাই প্রকৃত ভালোবাসা । 
ভালোবাসা এমন এক অনুভূতি যেখানে আবেগ বাধ মানে না। মন কথা শোনে না।
আবার শুধু মাত্র চোখের দেখাতে সে শান্ত হয়ে যায়। 
নিজের করে পাওয়া না পাওয়া গৌন মাত্র। 
সত্যি ভালোবাসা এমন ই তো হয়।
৯|  ১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:১৪
১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:১৪
কিরমানী লিটন বলেছেন: ভালোবাসার কবিতায় - ভালোবাসা রইলো। খুব ভালো লাগলো কবি- শুভকামনা সব সময়.....
  ১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:২১
১৮ ই নভেম্বর, ২০১৯  দুপুর ২:২১
ইসিয়াক বলেছেন: লিটন ভাই 
আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রেরনা দেয় । 
অনেক ধন্যবাদ ভাইয়া 
শুভকামনা রইলো
১০|  ১৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৭
১৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:১৭
নুরহোসেন নুর বলেছেন: আমি বার বার প্রেমে পড়বো,
 আজীবন প্রেমে পড়বো।
আপনি কবিতা লিখেন বলে....
  ১৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:২৯
১৮ ই নভেম্বর, ২০১৯  রাত ৮:২৯
ইসিয়াক বলেছেন: হা হা হা ......।মন্তব্যে অনুপ্রাণিত ।
শুভসন্ধ্যা
১১|  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৬
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৬
নার্গিস জামান বলেছেন: সুন্দর
  ১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৮
১৯ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৪৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু । অনুপ্রাণিত হলাম । 
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:২২
১৮ ই নভেম্বর, ২০১৯  সকাল ৮:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসি । ভালোবাসি তোমায়!!!

মিথ্যে আশ্বাস নয়তো ?
.....................................................................
সময়ের টানে সত্য কখন মিথ্যা হয়ে যায়, জানি না
শুধুই বিব্রত বোধ করি !!!
...................................................................................