নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

বিরহিনী রাধা

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০


চোখের জলে রাই কিশোরি
যমুনার তীরে,
প্রতি নিশিতে প্রদীপ হাতে,
আসে ফিরে ফিরে ।

হৃদয় মন উথাল পাতাল
শ্যাম কতো দূরে,
দেহ মন জুড়াইতো রাধার
শ্যামের বাঁশি সুরে।

কৃষ্ণ তাহার ব্যস্ত এখন
অন্যত্র কোথা।
তার বিরহে রাই বিনোদীনি,
কি করে সইবে ব্যাথা ।

তার বিরহে কাঁদে পাখি,
কাঁদে গাছের পাতা।
বৃন্দাবনের আকাশ বাতাস
সর্বত্র বিষন্নতা ।

এলোচুলে রাধারানি
বাধে বুকে আশা।
কানু তাহার ফিরবে ঠিক
নয়কো দূরাশা ।

দেহ জ্বলে, মন উতলা
কান্দে বিনোদিনী,
প্রেম বিরহে কাতর সদা
রাধা অভাগিনী।

কি করে ভুলে গেল কাণু,
ভাবে অভিমানে।
কত কথা কত স্মৃতি,
মনের গহীনে ।

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ!

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
যেখানে থাকুন ভালো থাকুন। সুস্থ থাকুন ্

২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

নুরহোসেন নুর বলেছেন: কদম গাছ, বাঁশি, রাঁধা-কৃষ্ণ যখন অল্প অল্প প্রেম বোঝা শুরু করেছি তখন এগুলোকেই বুঝতাম।
যুমনাকে মনে করতাম প্রেমের নদী সেখানে প্রেম মাছের মত ভেসে বেড়ায়!
এখন প্রতিটা মুহুর্ত রাঁধার বিরহ শোক অনুধাবন করছি।
-ভাল লাগলো, একটি বিরহী কবিতা পুরনো কিছু কথা মনে করিয়ে দিলো।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

ইসিয়াক বলেছেন: আপনাদের ভালো লাগায় আমার প্রচেষ্টা কিছুটা হলেও স্বার্থক ।
শুভকামনা রইলো

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯

নার্গিস জামান বলেছেন: কি সুন্দর :)

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার উপস্থাপন। পাঠে মুগ্ধ!
+

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৮

ইসিয়াক বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে আমি বাকরুদ্ধ।
মন্তব্যে অনেক ভালো লাগা।
শুভরাত্রি।

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

ইসিয়াক বলেছেন: সাজ্জাদ ভাই আপনার ভালো লেগেছে জেনে আমার ভালো লাগলো ।
শুভকামনা রইলো

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার শুভকামনা কৃতজ্ঞতার সাথে গৃহীত হলো । ভালো থাকুন সব সময়।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

ইসিয়াক বলেছেন: আন্তরিকতায় মুগ্ধতা।

৭| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: লাইক লাগবে বন্ধু?

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩

ইসিয়াক বলেছেন: আমার লাইকের সাধ মিটে গেছে........

৮| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: কাণু কি??

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৬

ইসিয়াক বলেছেন: ভগবান শ্রী কৃষ্ণের ১০৮ নাম আছে তার মধ্যে
শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।

যশোদা রাখিল নাম যাদু বাছাধন।।
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।
সুবল রাখিল নাম ঠাকুর কানাই
শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই

কানু হচ্ছে ঠাকুর কানাই এর কথ্য বূপ

৯| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০১

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর প্রকাশ । ভালো লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ।
শুভকামনা রইলো

১০| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু
শুভকামনা রইলো ।

১১| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

নগরসাধু বলেছেন: দারুন!

তৃতীয় স্তবকে যেন একটু হোচট খেলাম পাঠে :)

শ্রী কৃষ্ন কীর্তনে ভাললাগা জানবেন।








২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

১২| ২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: শ্রী কৃষ্ণের ১০৮ নাম আছে
তাই আজ প্রথম জানলাম।

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

ইসিয়াক বলেছেন: আসছে রাধা কৃষ্ণ[প্রেম পর্ব]
সন্ধ্যায় পোষ্ট দেব ।

১৩| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: বিরহে কাতর রাধা ভালো লাগলো।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে ........।
ভালো থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.