নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
তুমি কৃষ্ণ আমি রাধা,
আমি তোমার বিনোদিনী
তোমার চির সখি আমি
মনোমোহিনী ।
মাথার কেশ খুলে দিলাম ,
শ্যাম তোমার ও চরণে ।
ধন্য কর সখা আমায়,
সার্থক মিলনে ।
শুক্ল পক্ষের পূর্ণিমার চাঁদে
ঝলমলে জোছনা ।
মোহময়ী রুপে সাজে
স্রোতসীনি যমুনা ।
সেই সাথে সাজে দেখ ,
রাধিকার কুঞ্জবন।
কৃষ্ণ সঙ্গ জুড়ায় এখন,
রাধার দুঃখী মন ।
পায়ে আলতা মেখে দেখো,
টুকটুকে রঙ লাল।
অঙ্গে পরিয়া বিলাস ব্যসন,
নানা অলংকার।
প্রেমাস্পদ তোমার লাগি
জীবন করিলাম দান।
তোমায় তুষ্ট করিতে সদা
চঞ্চল আমার প্রাণ।
বিরহিনী রাধা
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ।
শুভকামনা রইলো।
২| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
আসোয়াদ লোদি বলেছেন: ছন্দ চমৎকার। তবে বর্ণনা সংক্ষিপ্ত মনে হল। অন্যান্য পর্ব আসবে ..?
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
ইসিয়াক বলেছেন: আসোয়াদ লোদি বলেছেন: ছন্দ চমৎকার। তবে বর্ণনা সংক্ষিপ্ত মনে হল। অন্যান্য পর্ব আসবে ..?
হ্যাঁ আরো পর্ব আসবে... । আজকের পর্বের কবিতার নিচে আগের পর্বের লিঙ্ক দেয়া আছে ।
সঙ্গে থাকুন ।
শুভকামনা রইলো।
৩| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩১
রাজীব নুর বলেছেন: এত রস আসে কোথা থেকে?
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১
ইসিয়াক বলেছেন: কে জানে ?.........
৪| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: আবেগ ছিল। কিন্তু না আজ আর ভালো বলতে পারলাম না। হোম ওয়ার্ক এর অভাব চোখে পড়লো। বেশ কিছু টাইপো বড্ড চোখে লাগছে। এগুলো ঠিক করলে তবেই পোস্টে লাইক বাটনে ক্লিক করতে আবার আসব। হাহাহা...
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯
ইসিয়াক বলেছেন: আজ মনটা একটু এলো মেলো .......দেখছি
৫| ২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
নার্গিস জামান বলেছেন: সুন্দর
২২ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
রূপম রিজওয়ান বলেছেন: বরাবরের মতই দারুণ!
একরাশ মুগ্ধতা।