নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ঝুমকো লতা

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২


একদিন পথে যেতে যেতে কাশবনের ধারে।
নদী যেখানে তীর ছুঁয়েছে গভীর মমতায়।
দেখি ফুটে আছে এক জংলি ফুল।
-নাম কি তোমার ?
আমার প্রশ্নে ফুলটি হেসে তাকালো।
তবে সে তার নাম বলতে পারলো না,
শুধু চেয়ে রইলো।
আমি তার নাম দিলাম ঝুমকো লতা।
সশব্দে ঘোষনা করলাম, পাহাড়ি বালিকা আমি তোমাতে মুগ্ধ!
তোমার রঙ, রূপ, সুগন্ধ!
শুধুই মুগ্ধতা!
আমি ভাবছি,কেউ খোঁজ রাখেনি কেন তোমায়?
সে এবার লাজরাঙা হাসি দিয়ে ভুবন ভোলালো।
মাথা একটু নাড়লো কি ?
নাকি বাতাসে নড়ে গেল!
ঝুমকো লতা, আমার হৃদয়স্পর্শ করে গেলে।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫

নুরহোসেন নুর বলেছেন: ঝুমকো লতা....
হৃদয় ছুয়ে গেল!

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

ইসিয়াক বলেছেন: আপনার মন্তব্যে ও হৃদয় ছুয়ে গেল।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২২

জুন বলেছেন: আপনার কবিতাটি আমার হৃদয়কেও স্পর্শ করে গেলো ইসিয়াক।
+

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৬

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা নেবেন আপু ।
আপনার মন্তব্য , সেটাতো আমার কাছে অন্যরকম ভালো লাগা ।
শুভকামনা রইলো।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: বাতাসে মাথা নড়ার কথা নয়।
মাথার চুল নড়তে পারে।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

ইসিয়াক বলেছেন: মাথা বলতে ফুলের উপরিভাগের কথা বলা হয়েছে ।
পথিকের কল্পনা আরকি......।হে হে হে ..।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

সোনালী ডানার চিল বলেছেন:

কতকিছুর খোজ অনেকেই রাখে না।
কবিতা সুন্দর হয়েছে। শুভকামনা রইল-

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

ইসিয়াক বলেছেন: সোনালী ডানার চিল আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

নেক্সাস বলেছেন: সুন্দর কবিতা।

আমার উক্তিতে না হয়ে আমার প্রশ্নে হলে পড়তে ভালো লাগতো।

২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

ইসিয়াক বলেছেন: নেক্সাস আপনাকে আমার ব্লগে স্বাগতম।
সুন্দন মতামতের জন্য অশেষ কৃতজ্ঞতা ।
শুভকামনা রইলো

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ,ভায়া! বরাবরের মতই খাসা।শব্দ খুব চমৎকার গাঁথেন আপনি।চলতে থাকুক...
কবিতায়++

কৃষ্ণকলি উপাখ্যানের পরের কিস্তি আজ আসছে?

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

ইসিয়াক বলেছেন: একটু সময় নেব, আসবে খুব তাড়াতাড়ি ।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৯

মিরোরডডল বলেছেন: খুব সুন্দর

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৪

ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা রইলো।
শুভসকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.