নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

সে ও আমার ব্যক্তিগত নিঃসঙ্গতা

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪


তোমার সাথে সময় কাটানো আমার
অভ্যাসে পরিণত হয়েছিলো যেন ,
রাত জেগে স্কাইপে চ্যাট
সকাল সকাল ফোনালাপ ,
যখন তখন বসে ফেসবুক ঘাটাঘাটি,
টুইটারে মিষ্টিমিষ্টি টুইট।
টক ঝাল মিষ্টি এবেলা ওবেলা,
ইনস্টাগ্রামে তোমার পিকগুলো
আমার অসাধারণ লাগে!!

ফেসবুকে পরিচয় তোমার সাথে ,
সেই সূত্র ধরে দেখা,মতের মিল...
দীর্ঘ পথ জুড়ে অকারনে হেঁটে চলা
এক কাপ চা শেয়ারে খাওয়া..।
অথবা চিপসের প্যাকেট নিয়ে মিষ্টি খুনসুটি,
কত কথা শেয়ার ব্যক্তিগত অব্যক্তিগত..।

এত কিছুর ভীড়ে তোমার ঠিকানাটা
নেওয়া হলোনা। মনে হয়েছিলো কোন কারণে
তুমি হারাবার নও।
হঠাৎ একদিন দেখি তোমার ফেসবুকের
সবুজ বাতি আর জ্বলেনা।
জ্বলেনা তো আর জ্বলেনা ই না।
তোমার উপস্থিতি নির্দিষ্ট স্থানে নেই,
কতবার ফিরে আসা!!
তোমার টুইটারে নতুন কোন টুইট আসে না আর।
ইনস্টাগ্রামে তোমার কোন আপডেট নাই।
মোবাইল কানেকশন নট রিচেবল...

দিন কাটে তোমার প্রতীক্ষায়...।
আমি আহত হই।
কোনখানে তুমি নাই.....তোমার আর ফেরা হয়না।
আমিও ভার্চুয়াল আঘাতে ক্ষত বিক্ষত হই
প্রতিনিয়ত...।
একরাশ নিঃসঙ্গতা গ্রাস করে আমাকে।......।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৫

নার্গিস জামান বলেছেন: কি সুন্দর ! :)

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩১

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু।

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: কবি আবেগ নিয়ন্ত্রনে রাখুন। তা না হলে শেষে কাঁদতে হবে।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

ইসিয়াক বলেছেন: কাঁদার কি হলো ? দুঃখবিলাস! দুঃখবিলাস!!দুঃখবিলাস!!!

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: স্বপ্নরা বেঁচে থাক আমাদের শ্বাস প্রশ্বাসের প্রতিটি মুহূর্তে। নিঃসঙ্গতার দ্রুত অবসান ঘটুক।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

ইসিয়াক বলেছেন: সবই মিছে । সবই ফাঁকি ।.............।
একা একা রাত জেগে, একলা একা থাকি!

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৩

শায়মা বলেছেন: মনে হয় সে মানুষ ছিলো না। রোবো ছিলো!

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১২

ইসিয়াক বলেছেন: কেন এমন হলো ,কিছুতেই বোঝা গেল না ।
কোথাও কিছু হয়ে গেল কিনা......।।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো সেলিম ভাই

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৪

নুরহোসেন নুর বলেছেন: ভার্চুয়াল প্রেম!
না জানি আপনার ভার্চুয়াল সুন্দরী অন্য জনের সাথে ভাগছে ;)
চিন্তা করবেন না, মনে মনে গাইতে থাকেন 'যদি থাকে নসিবে আপনে আপনে আসিবে'
নিঃসঙ্গতার অবসান ঘটুক; শুভ কামনা প্রিয় কবি।

২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪২

ইসিয়াক বলেছেন: হা হা হা .....।কমেন্টে অনেকক্ষণ হাসলাম।
শুভকামনা রইলো।
সুপ্রভাত।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

সাইন বোর্ড বলেছেন: সহজ সরল ভাবে বললেও বেশ টান আছে কবিতায় ।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া ।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কাঁদার কি হলো ? দুঃখবিলাস! দুঃখবিলাস!!দুঃখবিলাস!!!
ধনীলোকদের কত রকম বিলাস আছে !!!

২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

ইসিয়াক বলেছেন: আমি মোটে ও ধনি নই । ভুল ধারণা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.