নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
অসময়ে দেখা তোমার সাথে!
যখন হয়েছি অন্যের দায়িত্বপ্রাপ্ত....।
যাপিত জীবনের ভালোবাসা সব,
একমুখী স্রোতে বয়ে গেছে ততোদিনে।
ভালোবাসা রূপ নিলো বিষাদ গাঁথায়..।
কষ্টের পরিধি এখানে যা ই হোক না কেন,
ইচ্ছা অনিচ্ছা পুরোটাই গৌণ।
সামাজিক শৃঙ্খলে বন্দী মানবজীবন।
সব ভালোবাসা প্রেম নয়।
অনেক ইচ্ছার অপমৃত্য হয়,
জীবনের কঠিন বাস্তবতার কাছে।
তেমনি তুমি আমার অসমাপ্ত কাহিনী,
বিষাদময় ভালোলাগা।
চিরদিন ভালোথেকো এই কামনা।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২
ইসিয়াক বলেছেন: হা হা হা আমি তো লিখি না কেউ আমাকে দিয়ে লিখিয়ে নেয়।
আমি কি করে শেখাবো ভাইয়া,যেখানে আমি নিজে ই শিখছি। আর সময় পেলে কবিতা পড়ছি ..শেষে হাবি জাবি লিখছি!
২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪০
নার্গিস জামান বলেছেন: কি যে ভালো
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু সবসময় পাশে থাকার জন্য।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭
নুরহোসেন নুর বলেছেন: 'সব ভালবাসা প্রেম নয়' যথার্থ বলেছেন।
কবিতায় লাইক।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৬
ইসিয়াক বলেছেন: নুরহোসেন নুর ভাইয়া আপনি দেখছি আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে ফেললেন।
শুভকামনা ভাইয়া।ভালো থাকুন সবসময়।
৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
কিরমানী লিটন বলেছেন: খুব সত্যি কথা তুলে এনেছেন কবিতার আঙিনায়। চমৎকার ভালোলা....
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৮
ইসিয়াক বলেছেন: লিটন ভাইয়া অশেষ কৃতজ্ঞতা জানবেন ।
শুভকামনা রইলো।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: আপনিও চিরদিন ভাল থাকেন!
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া।কি মনে হলো আপনার ব্লগ থেকে ঘুরে আসি তখন আপনার মন্তব্য পেলাম।
শুভকামনা ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা।
আপয়ান্র এত আবেগ আসে কোথা থেকে।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪০
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা।
আপয়ান্র এত আবেগ আসে কোথা থেকে।
আপনাদের স্নিগ্ধ ভালোবাসা থেকে।
কৃতজ্ঞতা বন্ধু। চির কৃতজ্ঞ বন্ধু আপনার কাছে।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
সোনালী ডানার চিল বলেছেন: কবিতাটি আপনার ধরণের একটা পরিবর্তন আমাকে স্পর্শ করে গেল;
সেটা অবশ্যই পজেটিভ; কবিতায় যত আপনি আপনাকে ভাঙবেন, ততই
সমৃদ্ধ হয়ে উঠবে আপনার কাব্যিক অবগাহন!
কবিতার জয় হোক-
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪২
ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনার মন্তব্যে মুগ্ধ হলাম।
শুভকামনা রইলো।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬
নীল আকাশ বলেছেন: রূপম রিজওয়ান বলেছেন: দারুণ।++ আচ্ছা,আমাকে কি কবিতা লেখার তালিম দেবেনই না? ম্যাসেঞ্জারে তো ভালোমন্দ কিছুই উত্তর দিলেন না।
দ্রুত উঁচুদরের একটা রামছ্যাঁকা খাবার সুবন্দোবস্ত করুন। বিরহ হচ্ছে কবিদের জন্য অনুঘটক।
বিরহে পরলে শুধু কবিতা নয় আরও অনেক কিছু অনর্গল সৃষ্টি হতে থাকবে। কাউকেই আর কিছু জিজ্ঞেস করতে হবে না।
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০০
ইসিয়াক বলেছেন: নীল আকাশ বলেছেন: রূপম রিজওয়ান বলেছেন: দারুণ।++ আচ্ছা,আমাকে কি কবিতা লেখার তালিম দেবেনই না? ম্যাসেঞ্জারে তো ভালোমন্দ কিছুই উত্তর দিলেন না।
দ্রুত উঁচুদরের একটা রামছ্যাঁকা খাবার সুবন্দোবস্ত করুন। বিরহ হচ্ছে কবিদের জন্য অনুঘটক।
বিরহে পরলে শুধু কবিতা নয় আরও অনেক কিছু অনর্গল সৃষ্টি হতে থাকবে। কাউকেই আর কিছু জিজ্ঞেস করতে হবে না।
ইয়েস।একেবারে ঠিক বলেছেন নীল আকাশ ভাইয়া।
রূপম রিজওয়ান আপনি নীল আকাশ ভাইয়ার মতামতটা ভেবে দেখতে পারেন ।হা হা হা.....
৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: তাইলে কী??
২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬
ইসিয়াক বলেছেন: কিছু সত্যি কিছু সাদা কালো মিথ্যা........এই তো জীবন।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪
হাবিব বলেছেন: প্রেম আর ভালোবাসার মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই
২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৬
ইসিয়াক বলেছেন: হুম
১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬
তারেক ফাহিম বলেছেন: হাবিব স্যার বলেছেন: প্রেম আর ভালোবাসার মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই
যথার্থ মনে হল।
২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১৬
আদৃতা মেহজাবিন বলেছেন:
ভালোবাসার চমৎকার প্রকাশ। ভালো লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন: আদৃতা মেহজাবিন আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা রই্লো।
১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৩৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার অবিধানে প্রেমের সজ্ঞা জানতে বড্ড ইচ্ছে হয় প্রিয় কবি!
খুব সহজেই যেন শেষ হয়ে গেলো কবিতা। সুন্দর হয়েছে অনেক। চাইলে আরো মুগ্ধতা দিতে পারতেন।
২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩৬
ইসিয়াক বলেছেন: প্রতিদিন ভাবি আর এসব হাবিজাবি লিখবো না কিন্তু আপনাদের মন্তব্য পাবার পর আবারও লেখা শুরু করি ! কেন লিখি তা ও জানি না।
মন্তব্যে মুগ্ধতা ।
শুভসকাল ভাইয়া।
১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: প্রচুর কবিতা পড়বেন। শুধু বাংলাদেশ আর কোলকাতার কবিদের কবিতা পড়লে হবে না। বিশ্বসাহিত্যিতের বড় বড় কবিদের কবিতাও পড়তে হবে।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: প্রচুর কবিতা পড়বেন। শুধু বাংলাদেশ আর কোলকাতার কবিদের কবিতা পড়লে হবে না। বিশ্বসাহিত্যিতের বড় বড় কবিদের কবিতাও পড়তে হবে।
পড়ি তো ....তবে বাইরের কবিদের কবিতা কম পড়া হয়। অন্যভাষাতে আমি বরাবর ই বেশ কাঁচা ,সময় নিয়ে পড়তে হয়।
সুন্দর মন্তব্যের জন্য এক গুচ্ছ বেগুনী গোলাপের শুভেচ্ছা।
১৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: মুখ অফ। গতকাল ও তার আগের দিন রাত থেকে আমার পোস্টে প্রতিমন্তব্য করার সুযোগ পাচ্ছিনা। কিছুতেই সবুজ বাটন আসছে না। এখন যদিও অন্যের পোস্টে মন্তব্য করার সুযোগ এসেছে গতকাল সেটাও ছিল না। কি যে হচ্ছে ভুতুড়ে কান্ড কারখানা বুঝতে পারছিনা।
ভালোবাসায় তো যাতনা থাকবেই। তবুও মিষ্টি সে অনুভূতি মনে আনে এক পশলা সোনালী রোদ।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
ইসিয়াক বলেছেন: আপনার সকল সমস্যার সমাধান হোক এটাই কাম্য।
প্রিয় মানুষগুলো সব সময় পাশে থাকুক্ ভালো থাকুক, এটাই চাওয়া বিধাতার কাছে।
ঈশ্বর সবার মঙ্গল করুন।
১৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমার..................................।
২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭
ইসিয়াক বলেছেন: অনেক ভালোলাগা মাইদুল ভাই।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ।++
আচ্ছা,আমাকে কি কবিতা লেখার তালিম দেবেনই না?
ম্যাসেঞ্জারে তো ভালোমন্দ কিছুই উত্তর দিলেন না।