নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
[১]
একদল উদ্যোগী যুবক গ্রামে মদ খাওয়া কমানোর জন্য একটা সভা করলো। গ্রামের ডাক্তার খুব করিতকর্মা। সে মদ খাবার অপকারিতা বোঝানোর জন্য একটা গ্লাসে মদ আরেকটিতে জল নিয়ে দুটিতেই দুটো পোকা ছেড়ে দিলো । জলের গ্লাসের পোকাটা স্বাভাবিক থাকলো কিন্তু মদের গ্লাসের পোকাটা সঙ্গে সঙ্গে মারা গেলো।
তখন ডাক্তার বললো "তাহলে এর মাধ্যমে আমরা কি জানলাম ??"
একজন উঠে দাঁড়িয়ে বললো "পেটকে পরিষ্কার রাখতে ও পোকা মারতে আমাদের সবার মদ খাওয়া উচিত ।"
[২]
কোনো এক ভদ্রমহিলার তিন-তিনটি অবিবাহিতা মেয়ে। অনেকদিন চেষ্টা করেও কিছু না হওয়ার পরে হঠাৎ করেই তিন মেয়ের খুব অল্প সময়ের মধ্যে বিয়ের ঠিক হয়ে গেলো। ভদ্রমহিলা মেয়েদের দাম্পত্যজীবন (?) নিয়ে চিন্তায় পড়ে গেলেন। তো তিনি মেয়েদের বললেন যে প্রত্যেকে যেনো হানিমুন থেকে অল্প কথায় কিছু লিখে তাকে পোস্টকার্ড পাঠায়। যাতে তিনি বুঝতে পারেন যে মেয়েদের হানিমুন কেমন চলছে।
বিয়ের দু’দিন পরে প্রথম মেয়ে হাওয়াই থেকে পোস্টকার্ড পাঠাল। তাতে শুধু লেখা – “Nescafe”!!!!
প্রথমে বেশ অবাক হলেও, কিছুক্ষন বাদে তিনি কিচেনে গিয়ে Nescafe – এর জার বের করলেন। দেখলেন তার গায়ে লেখা – “Good till the last drop”….
তিনি একটু লজ্জা পেলেও, মেয়ের খবরে আনন্দ পেলেন।
বিয়ের এক হপ্তা পরে পরের মেয়েটি ভারমন্ট থেকে পোস্টকার্ড পাঠাল। তাতে লেখা – “Rothmans”!!!! এবার তিনি আর ঘাবড়ালেন না। একটা Rothmans এর প্যাকেট নিয়ে দেখলেন তাতে লেখা – “Extra Long. King Size”….। আবার তিনি একটু লজ্জা পেলেও, আনন্দিত হলেন।
সবচেয়ে ছোটো মেয়েটি গেছিল কেপ-টাউন। তার চিঠি কিছুতেই আসে না। এক মাসের শেষে তার চিঠি এল। তাতে খুব কাঁপা-কাঁপা হাতে লেখা – “South African Airways”!!!!
ভদ্রমহিলা জলদি লেটেস্ট একটা ম্যাগাজিন বের করে South African Airways -এর এডটা দেখলেন। দেখামাত্র তিনি সেন্সলেস হয়ে পড়লেন।
এডটার নিচে লেখা – “Ten times a day, seven days a week, both ways”!!!!!!!!
[৩]
রফিক আর পলির আজ বাসর রাত…রফিক পলি কে কিস করছে…..এসময় দেখে পলির কাছে একটা ম্যাচের খোল আর একটা ৫০ টাকার নোট।
রফিকঃ ম্যাচের খোল কেন?
পলিঃ তোমার কাছে আমি কিছুই লুকাবোনা…
যখন আমি আমার কোন বয়ফ্রেন্ডের সাথে সেক্স করতাম তখন একদানা চাল আমি এটার মধ্যে রাখতাম।
রফিক কিছু না বলে ম্যাচের খোলটি হাতে নিয়ে খুলে দেখে খোলের মধ্যে মাত্র তিনটি দানা।সে কিছুটা গম্ভীর হয়ে মনে মনে ভাবলো যাক মাত্র তো তিনটি দানা এই ভেবে সে পলিকে মাফ করে দিল।তারপরও রফিক ৫০ টাকার ব্যাপারে কৌতুহল থামাতে না পেরে বলেই বসল…
রফিকঃ আচ্ছা ম্যাচের কাহিনী তো বুঝলাম কিন্তু তোমার হাতে ৫০ টাকার নোট কিসের??
পলিঃ গতকালই আমি ২ কেজি চাল ৫০ টাকায় বিক্রি করে দিয়েছি!!!
[৪]
একজন ক্রেতা দোকানদারকে বললো ভাই,একটা টয়লেট টিস্যু দেন ত!
দোকানদারঃভাই,সাদা টা দিবো নাকি রঙিন টা?
ক্রেতাঃসাদাটাই দেন,আমি রাঙিয়ে নিবো।
[৫]
রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিল....
রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর
ফোনে ম্যাসেজ টোন
বেজে উঠলো.....
চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে
BEAUTIFUL
লেখা দেখে স্ত্রীকে উঠিয়ে বললোঃ তোমার
ফোনে ম্যাসেজ এসেছে BEAUTIFUL.
তোমার
ফোনে এমন ম্যাসেজ, কেন...??
স্ত্রী ধড়পড় করে উঠে বললোঃ "এই
৪৫ বছর
বয়সে কে আর BEAUTIFUL
বলবে....!!"
তারপর মোবাইল দেখে চিৎকার
করে স্বামীকে বললোঃ এবার
থেকে চশমা পরে ফোন
হাতে নেবে। ওটা BEAUTIFUL
লেখা নয়,
.
.
.
ফোন চার্জে দেওয়া ছিল,
তাই BATTERYFULL
লেখা দেখাচ্ছে...।।
[৬]
বাবা ছোটনকে ইংরেজি শিখাচ্ছে। .
বাবা: মাই হেড মানে আমার
মাথা।
ছোটন:মাই হেড মানে বাবার
মাথা।
পাশ থেকে ভাইয়া বললো- দূর
বোকা, 'মাই হেড
মানে আমার মাথা।'
ছোটন: মাই হেড মানে ভাইয়ার
মাথা।
ছোটনের বড় বোন্ উল
বুনতে বুনতে তা শুনে বললো।
এই ছোটন, মাই হেড
মানে ভাইয়ার মাথা না।-
আমার মাথা, আমার মাথা।
ছোটন: ও বুঝছি। মাই হেড
মানে আপার মাথা।
মা রান্নাঘর
থেকে শুনতে পেয়ে চেঁচিয়ে বলল-
কি যা তা বলছিস! মাই হেড
মানে আমার মাথা। পড়
তাড়াতাড়ি।
ছোটন বিরক্ত হয়ে বলল, ও
বুঝছি, 'মাই হেড
মানে চোদ্দ গুষ্টির মাথা!!!!
এগুলো একটাও আমার লেখা নয়। আমি শুধু সংগ্রহ করে টাইপ করেছি।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
ইসিয়াক বলেছেন: গোমড়া মুখো
২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: ২ নং। বেশ ইন্টারেস্টিং ছিলো।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই
৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩১
নুরহোসেন নুর বলেছেন: এগুলো তে হাসতে হাসতে এখন পড়তে ভয় লাগে
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
ইসিয়াক বলেছেন: ভয় লাগার কিছু নেই । হাসুন । জীবনকে উপভোগ করুন।
৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেশ মজার কৌতুক।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
ইসিয়াক বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
ভাইয়া আপনাকে আমার ব্লগে পেয়ে মনটা ভরে গেলো।
শুভসকাল।
৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১১
আমি তুমি আমরা বলেছেন: ৫ নম্বরটা ভাল ছিল।
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৮
ইসিয়াক বলেছেন: আমি তুমি আমরা আপনাকে আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যে প্রীত হইলাম।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: আজকাল আমার কোনো কিছুতেই হাসি পায় না।