|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

শীতের মেঘলা আকাশ,
মনের গভীরে  জমে থাকা কাব্য ও
শাশ্বত প্রেমের ধারাকে ছিন্নভিন্ন 
করে দিয়ে ,আবেগের ব্যবচ্ছেদ শেষে
বারোটা বাজিয়ে ছাড়লো।
রাতে রঙিন স্বপ্ন নিয়ে ভাবলাম
গরম কফির ধোয়া ওঠা চুমুক ঠোঁটে লাগিয়ে  
ভোর বিহানে...
লিখবো একখানা
উষ্ণ আলুলায়িত কবিতা......। 
শীত গ্রীষ্মের বিপরীত বৈশিষ্ট্যের মত
প্রেমিকার নানা অবগাহন ফুঠে উঠবে 
কবিতা পরতে পরতে।
দারুণ ভালো লাগা সৃষ্ট মিষ্টি অলীক কাব্যিক কথামালা। 
দিবাকর কেমন যেন কুয়াশার আড়ালে
লুকোচুরি খেলায় ব্যস্ত.....।
আর এ কারণে আমার বোধ ভাবনা চিন্তা প্রেমময় আবেগ 
সবটুকু জল হয়ে উবে গেলো মুহুর্তে!
ভাবছি কিছু আর লিখবো না.....
 ১৬ টি
    	১৬ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০০
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০০
ইসিয়াক বলেছেন: আরে সৌরভ ভাইয়া কেমন আছেন? 
মন্তব্যে ভালোলাগা।
২|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৭
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৭
হাবিব বলেছেন: অনবদ্য.......
  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:০৩
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগলো ,
আজ ক’দিন প্রিয় লতিফ ভাইকে মিস করছি....।
নিশ্চয় উনি ভালো আছেন।
আল্লাহ সবার মঙ্গল করুন
৩|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:১১
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ্ অনেক সুন্দর
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৭
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৭
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা রইলো আপু।
৪|  ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:৫২
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১১:৫২
নীল আকাশ বলেছেন: শীতময় প্রেমস্পদ কাব্য। 
বিহানে না বিহনে হবে?
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৫
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৫
ইসিয়াক বলেছেন: ভোর বিহান -খুব সকাল 
-ভোর বিহানে পাখির গানে। 
”এক ঝাঁক পাখি ওড়ে ভোর বিহানে 
  গান গায় একসাথে ঐক্যতানে ।” 
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
৫|  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:২৮
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:২৮
সোনালী ডানার চিল বলেছেন: 
কবিতার ঋতুভেদ মন্দ নয়-
শুভেচ্ছা কবি!
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৬
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৪৬
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি আপনার মন্তব্য পেয়ে।
৬|  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০০
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০০
কিরমানী লিটন বলেছেন: শীতের সজীব ভোরের- মিষ্টি রোদের শুভেচ্ছা। কবিতায় স্নিগ্ধ ভালোলাগা।
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৭
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৭
ইসিয়াক বলেছেন: মিষ্টি মন্তব্যে মনটা ভরে গেলো ভাইয়া। 
ভালো থাকুন সবসময়
৭|  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৩
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: ঢাকায় এখনও শীত নাই। 
সারাদিন রোদের বেশ তেজ থাকে।
  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৮
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:০৮
ইসিয়াক বলেছেন: কেমন আছেন বন্ধু?
৮|  ২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৬
২৫ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১:৩৬
নার্গিস জামান বলেছেন: খুব খুব  সুন্দর 
  ২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৫
২৫ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:৪৫
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৬
২৫ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শীতল স্নিগ্ধতা কবিতায়।