|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
  প্রেমে পড়ার অনুভূতিকে বলা যায়,
কোকেইন নেয়ার পর
মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনীয় !
তুমি আমার সেই অনুভূতি!!
যে  সম্পর্কে জড়ালে,
তোমাকে  নিজের করে ভাবলে,
তোমার যে কোন কষ্টে নিজের এত
কষ্ট লাগবে  জানা ছিলো না!
ধীরে ধীরে তোমার অবর্তমানে বুকে
হাহাকার জাগা। 
শরীরের ভেতরে অস্থিরতা সৃষ্টি হওয়া। 
আবার,
প্রিয়তমা তোমাকে  দেখলে, 
পেটে ও বুকের ভেতর এক অদ্ভুত চাপ অনূভুত
হবে, আগে বুঝিনি।
কি করে কি করে,
নানা মুদ্রাদোষে অভ্যস্থ হয়ে পড়ছি,
অকারণে  নিদ্রাহীন রাত কাটাচ্ছি, 
ফোন করার আগে প্রচণ্ড আবেগের অন্য 
অষ্থিরতার  অনুভূতির সৃষ্টি হচ্ছে। 
আমি প্রায় অন্যমনস্ক থাকি ...... 
অভিযোগ আসছে...। 
তোমায় প্রেমে পড়ার পর 
আজকাল
মনের স্থিরতা থাকে না, 
হঠাৎ করেই মন ভালো হয়ে যায়, 
প্রিয় মানুষটির কথা মনে পড়লেই 
নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে উঠে, 
কারণ ছাড়াই নিজের মনে হাসি,  
এক্ষেত্রে দুনিয়া অবাক হয়ে তাকায় তাকিয়ে দেখুক
কিছু যায় আসে না। 
আবার মন খারাপ হতে সময় লাগেনা.......
তোমার বিরহগুলো,দুঃখগুলো আমায় আঘাত দেয়-
আমি কাঁদি.....
লোকের কত অভিযোগ!!!
সব অভিযোগ আমি,
মাথা পেতে  নিলাম। 
এবং
তোমার প্রেমে আমি আবারো পড়লাম। 
আজীবন যেন এভাবে ই তোমাতে হারাই,
আমি দুনিয়াকে ভয় করি না।
 ১২ টি
    	১২ টি    	 +১/-০
    	+১/-০  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৬
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সৈয়দ তাজুল ইসলাম ভাই
২|  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৯
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে আমার তো এখনই প্রেম করতে ইচ্ছা করছে।
  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৮
ইসিয়াক বলেছেন: এমন কথা বলতে নেই বন্ধু
৩|  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০০
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:০০
হাবিব বলেছেন: সব অভিযোগ মাথা পেতে নিতে হয় না.........
  ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ১০:৫৯
ইসিয়াক বলেছেন: আচ্ছা মাঝে মাঝে প্রতিবাদ করবো্।
৪|  ২৬ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩০
২৬ শে নভেম্বর, ২০১৯  দুপুর ১২:৩০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রেমে পড়ার অনুভূতিকে বলা যায়,
কোকেইন নেয়ার পর
মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনীয় ! 
............................................................................
মোটেই না, প্রেম হলো আবেগীয় ব্যাপার স্যাপার,
যে যত আবেগপ্রবন, তার জন্য প্রেম ততই মোহনীয়
কখনও বা তীব্র যন্ত্রনাদায়ক !
.............................................................................
আমাদের দেশে প্রেমের আবেগ যতটা গভীর, ইউরোপে তা 
মোটেই না ।
  ২৬ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:২৯
২৬ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:২৯
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা।
মতামতের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো
৫|  ২৬ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:১৪
২৬ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৩:১৪
নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর 
  ২৬ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৩২
২৬ শে নভেম্বর, ২০১৯  বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন: আপু আপনি আমার প্রত্যেকটি কবিতা এত কষ্ট করে ধৈর্য্য নিয়ে পড়েন।
কি বলবো! কৃতজ্ঞতা রই্লো। 
অনেক ধন্যবাদ সেই সাথে।
৬|  ২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৪
২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৪
নুরহোসেন নুর বলেছেন: প্রেম টেম ভাল্লাগেনা তবুও প্রেমে পড়ি, প্রাকৃতিক নিয়ম বদলাতে পারিনা।
  ২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৭
২৬ শে নভেম্বর, ২০১৯  রাত ১১:৫৭
ইসিয়াক বলেছেন: হা হা হা .......
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৭
২৬ শে নভেম্বর, ২০১৯  সকাল ৮:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রেমে পড়লে কেউ পৃথিবীকে ভয় পায় না, যদি প্রেম অকৃত্রিম হয়!
কবিতায় প্লাস