নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অতীত স্মৃতি

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩


এক
দূর থেকে দেখি তোমায়
ভাবি একদিন ছিলে আমার।
কত শত কবিতা সব তোমায় ভেবে লেখা…………..
এখন আর কবিতা লিখতে ইচ্ছা করে না।
তুমি তো ফিরেও দেখলে না,
ভাবলে না আমার কথা,
জানি জানতে চাইবেনা আর-
কোথায় আমার ব্যাথা।

দুই

ছিলে একদিন তুমি আমার
ছিলো মধূময় সময়,
এখন তো সব অতীত স্মৃতি!
জীবন বুঝি এভাবেই পাল্টায়!.......
লোনা জলে তীর ভেজে,
বিক্ষুব্ধ সাগর আজ হৃদয়।
শুধু দুঃখের আক্রোশে ঢেউ ভাঙে,
একে একে জীবনের বেলাভুমে……………

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল কবিতা ।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৬

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে মন্তব্যে ও প্লাসে কৃতজ্ঞতা।

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: শেষ স্তবকটা বেশি ভালো লাগলো।
তবে শেষ কিছু দিন ধরে লক্ষ্য করছি কবি বিরহ কাতরতায় আছেন।
তাহলে আমরা পাঠককুল ধরে নেব যে কবি এখন অভিসারে আছেন। হাহাহা....

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: সকালের কবিতাটি কিন্তু প্রেমের ছিলো।হা হা হা .......সারাক্ষণ কি আর প্রেম ভালো লাগে....মাঝে মাঝে বিরহ না হলে কি প্রেম জমে?

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৫

হাবিব বলেছেন: অতীত স্মৃতিই হোক জীবনের চলার পথে শক্তি

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০২

নুরহোসেন নুর বলেছেন: বিক্ষুদ্ধ সাগরে ভাসিয়ে দিন প্রেমের নৌকা ভেসে থাকলে পাবেন তীর ডুবে গেলে গুপ্তধন।
চমৎকার কবিতা।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভরাত্রি

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬

নার্গিস জামান বলেছেন: অসম্ভব সুন্দর :)

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
শুভরাত্রি

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: বন্ধু কি খবর??
আমাকে বলুন মানুষ কেন কবিতা লিখে? এবং মানুষ কেন কবিতা পড়ে?

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৯

ইসিয়াক বলেছেন: সময় নষ্ট করার জন্য। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.