নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
[এক]
একসঙ্গে এলাম যখন, একই ছাদের নিচে
তোমার আমার অজস্র হিসাব ,সুখ,দুঃখের ভেলা।
বৃহন্নলা জীবন ভেঙ্গে এসো স্বৈরাচারী হই!
একটু চিল চিৎকার রোদে এসো স্নান করি।
তুমি হও আঁধার আর আামি আঁধারের জোনাকি পোকা।
[দুই]
মিথুনকান্ডে দূর্দান্ত প্রজনন কাল,
তোমার একমূখী ঢেউ,
আমার অশান্ত আবেগ।
চলো ভাসতে ভাসতে .......
নদী সাঁতরে সাগরে ডুব দেই।
[তিন]
লাউ, কুমড়ো,কুমড়োপাতা
তুমি আমার আপন।
তোমার আমার জোড়মিলনে
প্রাণ পায় একটি জীবন।
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে অশেষ কৃতজ্ঞতা।
সুস্থ থাকুন ।ভালো থাকুন।
শুভকামনা রইলো।
২| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: ঘর সংসার আমার ভালো লাগে না।
মন চায় উড়তে উড়তে।
২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৭
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: ঘর সংসার আমার ভালো লাগে না।
মন চায় উড়তে উড়তে।
মোটা হয়ে যাচ্ছেন তো উড়বেন কিভাবে?
ও আপনি তো আবার উড়ে উড়ে অষ্ট্রেলিয়া যাবেন! !!
৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: এক ছাদের নিচে বাসকারী দুজনই স্বৈরাচারী হয়ে গেলে উপায় নেই। আবার দুজনই বৃহন্নলা হয়েও বাঁচা সমস্যা।
ভালো লেগেছে।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ জুনায়েদ ভাই ।
শুভকামনা রইলো।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অতি চমৎকার। ++
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ সৌরভ ভাই,
কেমন আছেন?
৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
বিজন রয় বলেছেন: এত কবিতা লেখার সময় পান কখন!!
অবিরল স্রোতের মতো শুধু কবিতা লিখছেন!!
আশ্চর্য!!
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
ইসিয়াক বলেছেন: কি যে বলেন বিজেনদা.....।
যা মনে আসে তাই লিখি, কবিতা কিনা জানিনা।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮
নীল আকাশ বলেছেন: জীবনে বেশি আবদার করতে নেই! সব হিসেব বিধাতা ঠিক করে দিয়েছেন জন্মের সময়ই!
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু।
ধন্যবাদ
৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০
বিজন রয় বলেছেন: এই কবিতাটি অনেক ভাল হয়েছে।
এধরনের লিখুন।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২
ইসিয়াক বলেছেন: আপনার উপদেশ মনে থাকবে দাদা।
কৃতজ্ঞতা রইলো।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪
বিজন রয় বলেছেন: মনে যা আসে তাই লিখতে থাকুন, তবুর লেখা থামাবেন না।
একসময় দেখবেন সব হীরক খন্ড।
শুভকামনা সবসময়ের।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন: আর্শীবাদ করবেন দাদা।
এইটুকুই কামনা।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: আমি মোটেও মোটা না।
আমি প্রচুর হাঁটি।
২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
ইসিয়াক বলেছেন: আমিও খুব মোটা হয়ে যাচ্ছি.।কি যে করি ।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০
শিখা রহমান বলেছেন: ভালো লাগলো ইসিয়াক। ১ নম্বর কবিতাটা বেশী ভালো লেগেছে।
শুভকামনা কবি। ভালো থাকুন, কবিতায় থাকুন।
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য পেতে সব সময় ভালো লাগে।
শুভকামনা রইলো।
১২| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৃহন্নলা জীবন ভেঙ্গে এসো স্বৈরাচারী হই! কি কঠিন কবিতারে বাবা !!
২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
ইসিয়াক বলেছেন: হা হা হা লিটন ভাই খুব কি কঠিন?
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২০
হাবিব বলেছেন: দারুণ সব কবিতা লিখে চলছেন আপনি
২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৯
ইসিয়াক বলেছেন: কৃতজ্ঞতা হাবিব স্যার।
আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত হই।
শুভকামনা রইলো।
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: হাটাহাটি বেশি করুন।
খাদ্য গ্রহনে সচেতন হোন।
২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
ইসিয়াক বলেছেন: হাঁটি কিন্তু খাওয়া দাওয়া........কমাতে হবে।
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: অনুকাব্য ভালোলাগা।
দেরিতে আসায় ক্ষমাপ্রার্থী।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।
২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
নার্গিস জামান বলেছেন: খুব খুব সুন্দর ভাইয়া