নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

রূপকুমারী

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৮


একগুচ্চ সোনালী চুল, তপ্ত হাওয়াতে যেন,
জলন্ত শলাকা তোমার রূপ।
প্রেম নিবেদনের পূর্ব পর্যন্ত
ভয়ে আমি যেন গলন্ত হিমবাহ।

তুমি কি দেখেছো নিজেকে আরশিতে
তোমায় প্রাণাধিক প্রেমময় মুখ।

আমি বরাবর দিবাকর সান্নিধ্য
উপভোগ করি....।
তমসাপূর্ণ তিমির রাত্রি আমার অসহ্য লাগে
আমি তোমার তাপে,তোমার রূপে-
তোমার আগুনে
গলন্ত হতে চাই।
আমি তোমার স্পর্শে নক্ষত্র রূপে প্রকাশিত হতে চাই
অহর্নিশ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৮

নুরহোসেন নুর বলেছেন: সুন্দর হয়েছে!

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩২

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা

২| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

ইসিয়াক বলেছেন: সহজ সরল সুন্দর মানুষ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৭

মেহরাব হাসান খান বলেছেন: একদিনে তিনটা কবিতা লিখেছে, আশ্চর্য! এইদিকে আমি চারপাচ দিনেও একটা গল্প লিখতে পারছি না। কেমনে পারেন?

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১২

ইসিয়াক বলেছেন: কবিতা আমারে ভালো পায় ।
গল্প লিখতে গিয়ে আমার জ্বর জ্বর লাগে......
শুভসকাল ছোটভাইয়া।
তোমার দেখার চোখ কিন্তু খুব গভীর..........।তুমি করে বললাম।তাই বলে আমারে আবার অতি বয়স্ক ভেবো না ...।মনের দিক থেকে আমার বয়স কুড়ি হা হা হা......

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: তবে তাই হোক..
রূপকুমারীর রূপের আগুনে আমি লৌহদন্ড থেকে তপ্ত অগ্নিপিণ্ড হতে চাই।
কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

ইসিয়াক বলেছেন: দাদা শুভসকাল।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৬

হাবিব বলেছেন: তাহার যদি রুপ না থাকিত তাহলে কি বলিতেন?

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

ইসিয়াক বলেছেন: তাই তো ভাবতে হবে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর:)

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোলাগার কবিতা.....

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.