নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

দেশ-একটি রক্তাক্ত জঠর

২৮ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮


একাকী এক ঠায়!
বসে আছি পরবর্তী ধর্ষকের অপেক্ষায় !!
উপায়হীন.....।
মলিন শতছিন্ন ,স্মৃতিহীন জঠর।
এখানে স্মৃতি মনে রাখার বিধান নেই তাই।
বির্বন পত্র পল্লবে নির্মিত তথাকথিত উন্নয়নের মহাসড়কের
মহা উন্নত কুটিরে.......
ঝকঝকে চকচকে বাহারি কথামালার ফুলঝুরি..
ভরে গেছে পাপ পংক্তিমালায়।
স্বপ্নের পদ্মরা আর প্রস্ফুটিত হয়না
স্বপ্নেরা বেগবান ক্যাসিনো ,পেয়াজ আর লবনের দালালিতে....।
দাম্ভিক লালবাহিনীর দৌরাত্বে.........
হায়েনার হাসি এখানে সদা চলমান।
শুধু প্রতিনিয়ত চলে এখানে বলৎকার।
আমি ধর্ষিতা হই
আমি রক্তাক্ত হই...
বলতে গেলে অন্যায়ের কথা...
আমার অসুস্থতার বা সমস্যার কথা।
প্রতি পলে আমি ধর্ষিত হই।
এই স্বাধীনতা থেকে মুক্তি চাই...!!
তারা আমার বাক রুদ্ধ করে,
আমায় আছড়ে ফেলে সশব্দে ,আমার বস্ত্র করে ছিন্ন ভিন্ন
আমার পালাবার পথটিুকু খোলা নেই,
তারা জানে ...।
তাই সগৌরবে তারা দিবা নিশি আমাতে
উপনিত হয়.......
আমায় রক্তাক্ত করে।

এত সহজে কেন ক্ষমতার লোভী ভুলে যায় অতীত ইতিহাস,
তাদের হয়তো জানা নেই একদিন আমি ঠিক সাক্ষ্য দেব তাদের বিরুদ্ধে ।
রক্তাক্ত জঠর থেকে আর্বিভূত পিশাচের দল....।
ভুলে গেছে সব অতীত ইতিহাস।
সত্য একদিন প্রকাশিত হবে।
হবেই।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর কিন্তু মন খারাপ করা :)

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

ইসিয়াক বলেছেন: এখন তো সবারই মন খারাপের সময় আপু। দেশে কারো মনে শান্তি নেই।
কোন ভালো খবর নেই। চারিদিকে শুধুই হাহাকার.......

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১

সাজ্জাদ শুভ বলেছেন: প্রকাশিত হবার অপেক্ষা......

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০০

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসামান্য লেখনী। চলমান অচলাবস্থা প্রকাশিত হল আপনার সচল কবিতায়। ++

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
দ্রোহ উদযাপিত হোক;
প্রকাশিত হোক সত্যের নিহারিকা!

কবিতায় ভালো লাগা-

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: নতুন সোনালী ভোরের অপেক্ষায় কবি.......।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: কবিতা লক্ষ্য করছি ইসিয়াক। ০৭-১০ দিন পর জানাবো। লিখুন।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই,
আমি অপেক্ষায় থাকলাম আপনার মন্তব্যের জন্য....।
শুভকামনা রইলো।
শুভসন্ধ্যা।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৮

জুল ভার্ন বলেছেন: বিষাদী কবিতা ভালো লেগেছে।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৪

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
শুভরাত্রি

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: সত্য একদিন প্রকাশিত হবে।
কিন্তু কিছু সত্য সময় মতো প্রকাশ না পেলে তো সমস্যা।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৫

ইসিয়াক বলেছেন: হুম

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫২

নুরহোসেন নুর বলেছেন: কবিতা চরমে,
বাজার যখন গরমে;
লিখলেন ইসিয়াক ভাই,
সুন্দর + কোন দ্বিমত নাই।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫

ইসিয়াক বলেছেন: নুরহোসেন নুর ভাই,
মন্তব্যে ভালো লাগা ও কৃতজ্ঞতা রইলো।
শুভরাত্রি

৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১০

রূপম রিজওয়ান বলেছেন: দুর্দান্ত ভাইয়া! আগে সহজ-সরল-সুন্দর কবিতা লিখতেন। এখন তো জটিল জটিল ভাষা-ভঙ্গিতে দাপিয়ে বেড়াচ্ছেন! শুভেচ্ছা নিবেন,ভাইয়া।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮

ইসিয়াক বলেছেন: একটু চেষ্টা করছি।
আমার মতে জটিল কঠিন ভাষা সাধারণ মানুষের কাছে পৌছায়না খুব একটা।
তবু ও সবরকম লেখার চেষ্টায় আছি। ভালো মন্দ পাঠকের হাতে। দিনশেষে পাঠক ঠিক করবে সে কি পড়বে আর কি পড়বে না।

মন্তব্যে মুগ্ধতা।

১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

নেক্সাস বলেছেন: নেক দিন পরে ব্লগে অসাধারণ একটি কবিতা পড়লাম। কবিতার বিষয়বস্ত, শব্দ চয়ন, বাক্য বিন্যাস পরিমিতি বোধ সব কিছুই আমার ভালো লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭

ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া।
এভাবেই পাশে চাই ।
মন্তব্যে মুগ্ধতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.