নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বকুল তোমার প্রিয় ফুল
আমি জানতাম,
প্রতিদিন নিয়ম করে
আমি বকুলের মালা গেঁথে
অপেক্ষায় থাকতাম
তুমি কখন এ পাড়া দিয়ে স্কুলে যাও.....
নীল তোমার প্রিয় রঙ,
সেও জানতাম ।
প্রতিদিন আমি নিয়ম করে নীল শাড়ী
পড়তাম।
তুমি দেখতে,কিন্তু কখনোই শুধাতে না আমায়,
তোমার ও কি বকুল প্রিয়?
তোমার ও কি নীল রঙের শাড়ী পছন্দ?
আমি আশাহত হতাম, তবু
নিরন্তর মালা গেথে চলতাম,
নিরন্তর নানা সাজে সাজতাম,
তোমার দৃষ্টি কাড়বার জন্য.....
আচ্ছা তোমার কি কখনো মনে হয়নি কেন অকারণে
একটি মেয়ে মালা নিয়ে বসে থাকে?
কেন রোজ একই বিশেষ রঙের শাড়ী পড়ে?
কার পথ চেয়ে?
জানতে খুব ইচ্ছা হয়।
এখনো ! জানোতো.......
তোমার উপেক্ষার কাঁটা এখনো আমার বুকে
কেমন যেন খচখচ করে বিধে !!!
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া,
পোস্টটি সরিয়ে নিয়েছি। ব্লগে সেই সময় কিছু [আমার দৃষ্টিতে] অন্য রকম পোষ্টের মাঝে আমার পোষ্টটি পড়েছিলো। খারাপ লাগছিলো। কাল অবশ্যই পোস্টটি আবার দেব।
আপনার আন্তরিকতার জন্য খুব করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সত্যি আপনি আমার প্রতি খুব আন্তরিক। ভালো লাগলো।
শুভকামনা রইলো।
২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭
হাবিব বলেছেন: দারুণ লিখেছেন......ব্লগ ডে-র নিবন্ধন করেছেন?
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪২
ইসিয়াক বলেছেন: আমি মনে হয় আসতে পারবো না ...।স্কুলের পরীক্ষা ২০ ডিসেম্বর শেষ হবে।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!
লাইক।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৮
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা ভাইয়া।
মন্তব্যে প্রীত হলাম।
শুভকামনা রইলো।
শুভরাত্রি
৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বেশ লাগলো আপনার উপেক্ষা।
আপনি অহংকারী হলেও আমি বিনয়ী হবো না কেন।
শুভকামনা জানবেন।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১
ইসিয়াক বলেছেন: দাদা আপনার মন্তব্য পেতে বরাবরই ভালো লাগে......
মন্তব্যে ভালো লাগা।
শুভরাত্রি
৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু
৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৩
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু।
শুভকামনা রইলো।
৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৫
আহসানের ব্লগ বলেছেন: অনেক দিন পরে একটা কবিতা পড়লাম, কবিতা টা মনে ধরেছে ।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো ।
শুভরাত্রি
৮| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫৭
শাহিন বিন রফিক বলেছেন:
এখনো কি সেই ষোড়শীনি আছে অপেক্ষায়?
নীল শাড়ি পরে, বকুলের মালা নিয়ে হাতে?
যদি হয়, হ্যাঁ
তবে মিছে কেন বসে
যান চলে ছুটে- সেই পথে
যেখানে অপেক্ষায়--
জীবন নামের কষ্টের সাগরে এক পশলা সুখ।
আপনার চমৎকার কবিতায় +++
৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৬
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা।
ভালো লেগেছে জেনে পুলকিত হলাম।
৯| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ২:০৯
সোনালী ডানার চিল বলেছেন:
পুরুষের স্বগতোক্তি‘তে নারীর ভাবনা বেশ লাগলো।
একটা বিষন্ন আবেগের রিনিঝিনি যেন কবিতা ছাপিয়ে নীল রঙের ভুলে যাওয়া বাসনাকে
গ্রাস করলো সহসা-
৩০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩০
ইসিয়াক বলেছেন: কামরুল ভাই আপনার মন্তব্য পেতে সত্যি ভালো লাগে।
শুভকামনা রইলো।
শুভসকাল
১০| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৫
এস সুলতানা বলেছেন: দারুণ++
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
১১| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু
আপনি কি সরকারী স্কুলের শিক্ষক?
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন: না সরকারী স্কুলের শিক্ষক নই , বেসরকারী স্কুলের শিক্ষক ।
হঠাৎ এ প্রশ্ন?
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
ইসিয়াক বলেছেন:
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৬
ইসিয়াক বলেছেন:
১২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
কিরমানী লিটন বলেছেন: বিমুগ্ধ ভালোলাগায় মন ছুঁয়ে গেলো- খুব সুন্দর....
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা লিটন ভাই
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
মেহরাব হাসান খান বলেছেন: নীল আমার প্রিয় রঙ। অনেক জিনিস দেখি, পরে নীল রঙ বা এই রঙের আশেপাশেই কিছু কিনে ফেলি।
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
ইসিয়াক বলেছেন: আহা মেয়েটি যদি জানতো......।
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: না, এমনি।
স্কুল কি মনিং শিফটে? না ডে শিফটে?
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৬
ইসিয়াক বলেছেন: মনিং শিফটে
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজারও পাশে~
দরজারও পাশে~
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজারও পাশে~
দরজারও পাশে~
----------------------------------------
আইয়ুব বাচ্চু ভাই
এল আর বি
৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০২
ইসিয়াক বলেছেন: আমার প্রিয় গান ।
ভালো লাগলো মাহমুদ ভাই।
মন্তব্যে মুগ্ধতা।
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০২
রূপম রিজওয়ান বলেছেন: দারুণ++
দুপুরের দিকে ফেসবুকে আপনার একটা পোস্টের লিংক দেখেছিলাম। কিন্তু ওপেন হয়নি।