নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

জীবন যেখানে যেমন

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১


এখন শহুরে আকাশে আর রাতের চাঁদ দেখা যায়না,
মাঝে মাঝে বারবনিতারা হেঁটে যায় কোলাহল করে,
রকমারি নিয়ন আলোয় চেপে.........
যদিও সকলের চলাফেরার পার্থক্যটা দ্রুত লয়ে কমে
এসেছে জীবনযাপনের ধারাবাহিকতায়.......
মাঝে মাঝে তোমাকে আমার বারবনিতা মনে হয়।।

বর্ণহীন সময়গুলো এখন বড্ড একঘেয়ে,নুন ছাল
ওঠা রুটিতে ছত্রাক দেখা দেয় যখন।
দেখতে ঠিক তেমনটি...।
বেশীরভাগ কবিরা এখন ব্যাপক আধুনিক, তাদের
খুব একটা দুঃখ কষ্ট নেই । কারণ উচ্চবিত্তের বাড়িতে
তাদের এখন অবাধ আনাগোনা।

শিল্প এখন ড্রয়িং রুমে
সাজানো দামী অ্যাশট্রের মতো ,সত্য উন্মোচনে
চাপাতির আঘাতে রক্তাক্ত হয় কলম,
পাথুরে শহর, পাথর সময়, অপেক্ষার প্রহর
নির্বিকারে চেয়ে রয় বাস্তবতার মোড়কে।

শুধু মাঝে মাঝে বোধের ক্রন্দন চাপা পড়ে
সুউচ্চ ইট কাঠের কাঠামোর ভীড়ে । অনাকাক্ষিত ভয়ে
কুঁচকে যাই আমি অবাস্তব ভালোবাসায়।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইসিয়াক ভাই,
কবিতা অনেক ভারী হচ্ছে আর জমজমাট। দেখি আরো - পড়ে জানাচ্ছি।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আপনার মন্তব্য সব সময় আমাকে অনুপ্রণিত করে।
আপনার প্রতি আমার অশেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

২| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টা আগে একবার দিয়ে, আবার সরিয়ে নিলেন কেন??

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৪

ইসিয়াক বলেছেন: কাল [পর্নোগ্রাফি ....।]দুটো পোষ্টের মধ্যে কবিতাটাকে কেমন যেন লাগছিলো।তাই সরিয়ে নিয়েছিলাম।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

অধীতি বলেছেন: দীর্ঘশ্বাস থুবড়ে পড়ে কবিতায়।

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ রইলো ভাইয়া।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

নার্গিস জামান বলেছেন: কি চমৎকার !:)

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

ইসিয়াক বলেছেন: আপু আপনার মন্তব্য আমার কবিতা লেখার অনুপ্রেরণা।
কৃতজ্ঞতা রইলো।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৫

কিরমানী লিটন বলেছেন: মুখ ফিরিয়ে নেয়া সময়ের সংলাপ। খুব ভালোলাগা রইলো......

৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২০

ইসিয়াক বলেছেন: মন্তব্যে প্রীত হলাম ভাইয়া ।
আপনার মন্তব্য পেতে আমার খুব ভালো লাগে।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কাল [পর্নোগ্রাফি ....।]দুটো পোষ্টের মধ্যে কবিতাটাকে কেমন যেন লাগছিলো।তাই সরিয়ে নিয়েছিলাম।

ওকে।
ঠিক আছে। আমি হলেও তাই করতাম।

৩০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু

৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১২

নুরহোসেন নুর বলেছেন: বর্তমান সময়ের অনাকাঙ্খিত বাস্তব চিত্র কবিতায় নিখুত উপস্হাপন করলেন,
নিচের লাইনটা বিগ স্পেশাল ছিলো।
ভালবাসা ও শুভ কামনা রইলো।

৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২২

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে ভালোলাগা।
এমনি করেই শহরের ইট পাথরের মাঝে অনাকাঙ্ক্ষিত ভয়ে কুঁকড়ে থাকি ভালোবাসা নামক দূর গ্রহের স্বপ্নে।
এমনই স্বপ্নের জাল বিস্তার করুন।
শুভকামনা জানবেন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৯

ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা।
শুভকামনা রইলো দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.