নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রেমঃ সেতো দুর্মর চঞ্চলতা

০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:২৯


তোমাতে উতলা ঊরা প্রেমের বিরহে,
আমার হৃদয়ের বাম অলিন্দ কামঠ কামড় আঘাতে....।
অন্তঃকরণ সদাসর্বদা দিকভ্রান্ত হয়।

দীর্ণ হৃদয় অবনীধামে
যেন সদা আকুলীভুত।

প্রেম সেতো দিব্য নাকি?
কলিযুগে দুর্মদ ভ্রষ্ট!

মদিরা আসক্ত হৃদয় তদবধি
শুধু তোমার ই পানে ধায়।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মদিরা আসক্ত হৃদয় তদবধি
শুধু তোমার ই পানে ধায়।

..................................................................
কবির প্রেমের বিরহ যেন অনেক তীব্র
সাবধান! কবি
আমার ব্লগে পড়ুন, নারীর প্রেমে
জ্বালাও আছে ।
....................................................................

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

ইসিয়াক বলেছেন: ভাইয়া মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৩

নজসু বলেছেন:




আহা অল্প কথায় কতো কি বলে গেলেন কবি!!!

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২২

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রিয় ভাইয়া।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে কাব্য ।
অল্প কথায় সরস প্রেমের কবিতা ।
এমন কবিতা হলে ভাবার্থ বুঝতে
কঠিন হলেও পাঠে বেজায় সহজ ।
শুভেচ্ছা রইল

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় আপনার প্রতিটি মন্তব্য আমার জন্য লক্ষ কোটি অনুপ্রেরণা জোগায়্।
অশেষ কৃতজ্ঞতা স্যার।
শুভসকাল

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: বাহ !
খুব সুন্দর কবিতা লিখেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু
মন্তব্যে অনুপ্রাণিত হলাম

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

আসোয়াদ লোদি বলেছেন: প্রেম সেও এক আসক্তির কুহক, কেবল ছুটে ......

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
শুভকামনা রইলো।
শুভসকাল

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কয়েক লাইনে অনেক কিছু ব্যক্ত হলো। প্রতিটা লাইনে ++

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

ইসিয়াক বলেছেন: অনেক করে ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার প্রতি ভাইয়া।
শুভসকাল

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

হাবিব বলেছেন: কেন এতো প্রেম শিখাও কবি?

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: দিনশেষে প্রেমই আমাদের জীবনের একমাত্র আশ্রয়স্থল।
সব দুঃখ ,হতাশা,পাওয়া না পাওয়ার বেদনা প্রেমই পারে সব ভুলিয়ে
জীবনকে আগামীর পথে ধাবিত করতে। নতুন জীবনের সন্ধান দিতে।
ধন্যবাদ

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

নার্গিস জামান বলেছেন: ভীষন সুন্দর :)

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রইলো আপু।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

জগতারন বলেছেন:





দিনশেষে প্রেমই আমাদের জীবনের একমাত্র আশ্রয়স্থল।
সব দুঃখ ,হতাশা,পাওয়া না পাওয়ার বেদনা প্রেমই পারে সব ভুলিয়ে
জীবনকে আগামীর পথে ধাবিত করতে। নতুন জীবনের সন্ধান দিতে।


সুন্দর বলিয়াছেন কবি।
এই দুনিয়ায় সব কছুই মলিন, শেষ ও ক্ষয় হইয়া যায়।
একমাত্র প্রেম ও স্নেহ-ভালোবাসা চির অম্লান।
সুন্দর মন নিয়া ভালো থাকেন কবি।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫

ইসিয়াক বলেছেন: প্রিয় স্বপন ভাই ,
আপনি আমার লেখালেখির জগতে একমাত্র দিশারী।
পথপ্রদর্শক।একথা আমি ভুলি কি করে ! এই ঋণ আমি কোনদিনই শোধ করতে পারবো না।
আপনার অনুপ্রেরণায় আমার নতুন লেখালেখির জীবনের পথচলায়, আপনাকে সবসময় পাশে চাই।
চিরকৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ধন্যবাদ

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সাতসকালে সেরাম একটি কবিতা পাঠ করলাম।
পোস্টে ষষ্ঠ লাইক।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

ইসিয়াক বলেছেন: আমি ভাবছি দাদা কেন এলো না এখনো।
মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভকামনা রইলো।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯

সেজুতি_শিপু বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু ।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বেশ হয়েছে

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু
মন্তব্যে অনুপ্রাণিত হলাম

কবিতা মনকে আনন্দ দেয়।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫

ইসিয়াক বলেছেন: আমার কিন্তু রাগ হয়েছে......

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

রূপম রিজওয়ান বলেছেন: বরাবরের মতই মুগ্ধ, কবি।++
শুভ কামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ছোট ভাইয়া।
মন্তব্যে মুগ্ধতা

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

নুরহোসেন নুর বলেছেন: কবিতার ভাঁজে ভাঁজে ফুট উঠেছে বেদনার কারুকার্য।
অসম্ভব দারুন লিখেছেন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো মন্তব্য পেয়ে।
শুভসন্ধ্যা

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

কিরমানী লিটন বলেছেন: অল্পতে গভীরের গল্প - চমৎকার ভালোলাগা.....

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় লিটন ভাই ।
শুভকামনা রইলো

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: আমি একটা কবিতা পোষ্ট করলাম এই মাত্র। পড়ুন।

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩২

ইসিয়াক বলেছেন: পড়েছি

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার দরকার। কারন আপনি কবিতা লিখেন।
কবিতায় ভুলটূল থাকলে ধরিয়ে দিবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

ইসিয়াক বলেছেন: আমি তো মন্তব্য করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.