|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কেউ না চাইলেও সময় বয়ে যায়... 
গাছের বয়স্ক পাতারা ঝরে যায়। 
দিন শেষে সূর্য অস্ত যায়...
আগের মতো এখন আর কারণে অকারণে  
তীব্র প্রতিক্রিয়ায় দেখাতে ইচ্ছা করে না।
আপনজনের দেয়া অনেক ভারী কষ্টগুলো ও
কেন জানি এখন আর কষ্ট মনে হয়না। 
অভিব্যক্তিগুলো থমকে গেছে 
নিষ্পলক তাকিয়ে থাকতে বেশী ভালো লাগে ।
মনের কোনে কোথায় যেন স্থবিরতা 
বাসা বেধেছে খুব করে....
এখন জীবনের ভুলগুলো নিয়ে বড্ড
অনুশোচনা হয়......  
আজকাল কেবলি
আমার মনে হয়,
ঝরা পাতাদের মতো
ঝরে যাবার সময় এসে গেছে হয়তো..।
কেজানে ? 
 ।
 ৩৮ টি
    	৩৮ টি    	 +৭/-০
    	+৭/-০  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০০
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় মাহমুদ ভাই।
২|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০১
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,
ঝরাপাতা ঝরে গেলেও বয়ে বেড়াবে তার সুখানুভূতি। 
কাব্যে ভালোলাগা। 
শুভকামনা জানবেন।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:০৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ।
প্রতি মুহুর্তে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে চলেছেন।
শুভকামনা রইলো।
৩|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩৮
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩৮
সূচরিতা সেন বলেছেন: সুন্দর হয়েছে দাদা।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২২
০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
সুপ্রভাত
৪|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৩:১৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৩:১৯
মুক্তা নীল বলেছেন: 
জগতের কিছু বাস্তব নিয়মধারা বড়ই নির্মম ++
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২৪
ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। 
সুপ্রভাত
৫|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৪:০৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৪:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: ক্রমে বয়স বাড়ছে, কমছে অস্থিরতা 
এটাই স্বাভাবিক।  
অনুভূতির ভালো উপস্থাপন।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২৯
ইসিয়াক বলেছেন: ঠিক বলেছেন জুনায়েদ ভাই, 
বয়স বাড়ার সাথে সাথে কমবে অস্থিরতা
এটাই স্বাভাবিক। 
আবার
প্রকৃতির নিয়মে একদিন সবাইকে চলেও যেতে হবে এটাই স্বাভাবিক। 
ধন্যবাদ
৬|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৫৬
০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৫৬
এস সুলতানা বলেছেন: খুব সুন্দর লিখেছেন। অনেক অনেক ভালো লাগা।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৫৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৫৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ  আপু 
শুভসকাল
৭|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১০
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। +
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:২৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৭:২৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। 
শুভকামনা রইলো
৮|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: বন্ধু বিশ্বাস করুন আমার প্রকাশনী থাকলে আমি আপনার কবিতার বই বের করতাম। 
টাকার ব্যবস্থা হয়ে গেলেই প্রকাশনী দিয়ে দিব। দোয়া করবেন।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন: শুনে মনটা ভরে গেলো .......
আমার প্রিয় উক্তি  হয়ে রইলো  আপনার মন্তব্যটি .......।
যেন নিঃস্বার্থ ভালোবাসায় মোড়ানো একটি সতেজ গোলাপ। 
আমি সাদরে গ্রহন করলাম।
শুভকামনা প্রিয়।
৯|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৬
আরোহী আশা বলেছেন: দারুন লিখেছেন কবি
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৮
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:২৮
ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
নিশ্চয় ভালো আছেন। 
শুভকামনা রইলো।
১০|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৪৯
জুল ভার্ন বলেছেন: আপনার প্রতিটি লেখায় মুগ্ধতা ছুঁয়ে যায়!
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১১
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন: একজন কিশোর বীর মুক্তিযোদ্ধা হিসাবে আপনার প্রতি রইলো পরম শ্রদ্ধা  । 
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয়।
শুভকামনা রইলো।
১১|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৫০
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৫০
হাবিব বলেছেন: রাজীব ভাইয়ের মনোবাসনা পূর্ণ হোক
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:১৩
ইসিয়াক বলেছেন: হাবিব স্যার আপনার প্রতিটি মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
শুভকামনা রইলো প্রিয়।
১২|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১০:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার অনুভূতি , যথার্থ প্রকাশ। ++
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৮
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:১৮
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো  ভাইয়া ,
কৃতজ্ঞতা জানবেন।
১৩|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৫
০২ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতাটি ভাল লেগেছে।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২০
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:২০
ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া, 
শুভকামনা রইলো।
১৪|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৮
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:০৮
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর 
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১০
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১০
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা
১৫|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৫
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩৫
কিরমানী লিটন বলেছেন: ভালোলাগা খুউব - চমৎকার
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৯
ইসিয়াক বলেছেন: শেষ কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
১৬|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১২
০২ রা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১২
রাজীব নুর বলেছেন: প্রকাশনী দিতে পারলে আপনাকে জানাবো বন্ধু।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৬:১৯
ইসিয়াক বলেছেন: আমি কি  উল্লেখ করার মতো  সত্যি সত্যি ই কিছু  লিখতে  পারছি? 
আসলে সামান্য যে ক,জন মানুষ আমাকে চেনে তাদের মধ্যে কেউ জানে না যে আমি কোথাও লেখা লিখি করি। কেউ না....
সত্যি বলতে ,আমি না থাকলে এই সব হাবিজাবি মহাকালের অতলে হারিয়ে যাবে যেমন হারাবো আমি।
১৭|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১৫
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হতাশার হলেও কথাগুলো সত্য। মন খারাপ করা পোস্ট।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৫৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:৫৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া্ ।
মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
শুভসন্ধ্যা ।
১৮|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২৩
ওমেরা বলেছেন: আমার আম্মুর কাছে শুনেছি , আমার দাদাভাইয়া বৃদ্ধ অবস্থায় নাকি বলত , পাকা ফল ঝরে পরে বিনা বাতাসে। পরে বলত , আমিও এখন বৃদ্ধ হয়ে গিয়েছি এখন যেকোন সময় চলে যাব । 
আপনিও আমার দাদা ভাইয়ার মত বৃদ্ধ হয়েছেন নাকি !!
আল্লাহ আপনার নেক হায়াত বাড়িয়ে দেন কামনা রইলো ।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩২
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩২
ইসিয়াক বলেছেন: আরে না না আপু কি যে বলেন,  ......আমি অতি বয়স্ক কেউ নই। 
 মন্তব্যে ভালো লাগা্।
শুভকামনা জানবেন।
১৯|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩৯
তারেক ফাহিম বলেছেন: হতাশা বাড়ায়, কিন্তু মৃতু্্যর মিছেলে যোগদান করা ছাড়া উপায়তো নাই।
হিসেব মেলানোর ভার, আয়-ব্যয় একাকার, চলে গেল সারাদিন এলো গধুলি 
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৮
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৮
ইসিয়াক বলেছেন: সুন্দর উপলব্ধি ।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৭
০১ লা ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
কে জানে - অবসর!
অবসরে যেতে হয়। যেতে হবে - -
ইসিয়াক গুড জব। ***