|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
দুইটি গ্যামেট এর গভীর সম্মেলনে, 
শুক্রাণুর ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলনের ফলে 
যে জাইগোট সৃষ্টি হলো, 
ক্রমাগত বিভক্ত হয়ে তা পরিস্ফুটনের মাধ্যমে, ভ্রুন সৃষ্টি করে
জন্ম নেয় একতাল মাংস পিণ্ড।   
এ যেন, 
দৈনন্দিন চাহিদার,
জৈবিক প্রক্রিয়ার  অথবা পরম কামনা হতে 
উৎসারিত, তীব্র  চাওয়ার  মধ্য থেকে
অপূরনীয় স্বপ্নের  বাস্তব রূপ দেওয়ার 
নতুন প্রত্যাশায়,  মানুষের আদি অকৃত্রিম 
হৃদয়ের অতল থেকে উঠে আসা চির শাশ্বত
চিরন্তন ইচ্ছাবৃত্তি।    
জৈবিক চাহিদার কাম্যতা ও মানুষের  প্রণয়ঘটিত
তীব্র আকাঙ্খার দলনে, পৃথিবীতে বয়ে চলে অনুক্রমিক জৈবিক প্রবাহ। 
এবং কালের নিয়মে এই পথচলার স্রোতধারা এগিয়ে যায় অনন্তর দিকে.... 
জীব হতে জীবের সৃষ্টির লক্ষে....।
 ৩৮ টি
    	৩৮ টি    	 +৭/-০
    	+৭/-০  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৭
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৭
ইসিয়াক বলেছেন: ভালো লাগা ভাইয়া ।
শুভকামনা রইলো ।
২|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:০২
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:০২
সায়েমুর রাহমান রাফি বলেছেন: খুব সুন্দর লিখেছেন...
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৩
ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া ।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।
৩|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৬
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: এভাবে আসা যাওয়া চমৎকার কবি দা
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:১৯
ইসিয়াক বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া ,
মন্তব্যে  ভালো লাগা ও কৃতজ্ঞতা রইলো ।
শুভকামনা
৪|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩০
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে বাবা এসব কী লিখছেন ভাইয়া
খুবই সুন্দর হয়েছে
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫১
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫১
ইসিয়াক বলেছেন: ছবি আপু আপনার মন্তব্য আমাকে সব সময় অনুপ্রেরণা দেয়। 
কৃতজ্ঞতা জানবেন।
৫|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৪০
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: জীবন সৃষ্টির বর্ণন কবিতার আদলে...
ভালো লেগেছে।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ২:৫৩
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা ও কৃতজ্ঞতা জানবেন ভাইয়া।
শুভকামনা রইলো
৬|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৩
নার্গিস জামান বলেছেন: বিজ্ঞানময় কবিতা 
খুব সুন্দর 
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৬
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৬
ইসিয়াক বলেছেন: ভালো লাগা ছুয়ে গেলো আপু।
৭|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
মানব-মানবীর রসায়ন
সুন্দর ভাবে উপস্থাপিত হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু, 
শুভকামনা রইলো।
৮|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৮
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি কি বিজ্ঞানের ছাত্র নাকি?
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৫
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৫
ইসিয়াক বলেছেন: কি মনে হয়?
৯|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সৃষ্টির শুরু থেকে তো এভাবেই চলে আসছে আর ভবিষ্যতেও চলতে থাকবে। ভাল লিখেছেন!
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৬
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: সম্রাট ইজ বেস্ট আপনাকে আমার ব্লগে স্বাগতম ভাইয়া   
 মন্তব্যে অনেক অনেক ভালো লাগা
১০|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৯
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: লগইন করার মতো অবস্থায় ছিলাম না। কিন্তু ভয়ঙ্কর কবিতা দেখে না করে থাকতে পারলাম না।
কবিতায় লাজাবাব। 
শুভকামনা জানবেন।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৭
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ও আন্তরিকতা মুগ্ধতা ছুঁয়ে গেল।
কৃতজ্ঞতা জানবেন দাদা
১১|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩০
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৩০
কিরমানী লিটন বলেছেন: ভিন্ন স্বাদের- ভিন্নমাত্রার
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৮
০২ রা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:৪৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
১২|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:৩৪
হাবিব  বলেছেন: ছোটথেকেই আমরা বিজ্ঞানী, অথচ জানিই না....... 
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০০
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০০
ইসিয়াক বলেছেন: আসসালামু আলাইকুম হাবিব স্যার [বিজ্ঞানী ভাই] 
নিশ্চয় ভালো আছেন?
১৩|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৩
হাবিব বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ........ আল্লাহ ভালো রাখছেন। নিশ্চয় আপনিও ভালো আছেন? আর একটা কথা, আপনি কিন্তু চালাক আছেন। কেন বললাম বলুন তো.........?
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৭
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ৮:০৭
ইসিয়াক বলেছেন:  হাবিব স্যার বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ........ আল্লাহ ভালো রাখছেন। নিশ্চয় আপনিও ভালো আছেন? আর একটা কথা, আপনি কিন্তু চালাক আছেন। কেন বললাম বলুন তো.........?
বুঝতে পারলাম না ।
ঠিক বলেছেন , চালাক আছি কিন্তু  মাঝে মাঝে বোকার মতো ও কাজ করি হা হা হা....... 
যাকে বলে হাবলা চালাক   ।
 ।
১৪|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০৩
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:০৩
নুরহোসেন নুর বলেছেন: জীবের জন্মবৃত্তান্ত সব মিলিয়ে চমৎকার!
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:১০
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:১০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।
আপনার পোষ্ট এখনো প্রথম পাতায় এলো না কেন?
১৫|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:১৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:১৪
নুরহোসেন নুর বলেছেন: আমি জানিনা, তবে মডারেটর চাইলে আসতেও পারে উনার ইচ্ছা।
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২১
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২১
ইসিয়াক বলেছেন: জাদিদ ভাইকে মেইল করতে পারেন....
১৬|  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:২৪
নুরহোসেন নুর বলেছেন: আমি সেভ নই, উনি আরো কিছুদিন সময় নিয়েছেন হয়তো!
  ০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩৪
০২ রা ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৩৪
ইসিয়াক বলেছেন: ও  আচ্ছা ।
শুভকামনা রইলো
১৭|  ০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৬
০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কি মনে হয়? 
কত কিছুই তো মনে হয়।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন: 
 আমি যে আঁধারে বন্দিনী
ছায়াছবি-সূর্যকন্যা
কথা-ফজল শাহাবুদ্দীন
সুর-সত্য সাহা
শিল্পী-সন্ধ্যা মুখোপাধ্যায়
=============
আমি যে আঁধারে বন্দিনী
আমারে আলোতে ডেকে নাও
স্বপন ছায়াতে চঞ্চলা
আমারে পৃথিবীর কাছে নাও
[শ্রাবণ ঘন এই আকাশ কালো
তৃষিত হৃদয় মোর জ্বেলেছে আলো]-২
এবার আমায় বাসিবে ভালো
প্রিয় তুমি কথা দাও কথা দাও
[অন্ধ নিবিড় এই রাতের বেলা
বাতাসে ছায়ার কত গভীর খেলা]
প্রাচীন প্রেমের কথার মেলা
আমাকে তুমি বলে যাও বলে যাও
আমি যে আঁধারে বন্দিনী
আমারে আলোতে ডেকে নাও
স্বপন ছায়াতে চঞ্চলা
আমারে পৃথিবীর কাছে না
আমি যে আঁধারে বন্দিনী
আমারে আলোতে ডেকে নাও
স্বপন ছায়াতে চঞ্চলা
আমারে পৃথিবীর কাছে নাও
১৮|  ০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৭
০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:০৭
নীল আকাশ বলেছেন: যা লিখেছন সেটা কতদিন থাকবে জানি না। 
মানুষের ক্লোন করা এখন আইন করে বন্ধ করে রাখা হয়েছে। যে কোন সময় খুলে দেয়া হতে পারে।
  ০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩১
০৩ রা ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৩১
ইসিয়াক বলেছেন: তাও ঠিক.......
মন্তব্যে ভালো লাগা।
১৯|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩৫
শের শায়রী বলেছেন: পড়তে দেরী হল কিন্তু পড়ার পর মুগ্ধ হয়ে গেলাম। শুভেচ্ছা ভাই।।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২১
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:২১
ইসিয়াক বলেছেন: শের শায়রী ভাই 
আপনাকে আমার ব্লগে স্বাগতম। 
মন্তব্যে আপ্লুত হলাম।
শুভকামনা রইলো ভাইয়া।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৬
০২ রা ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পুরাই অস্থির !!