নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

আমরা শুধু ই বন্ধু হবো

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯


বেশী কিছু না, তোমার সাথে একটা দীর্ঘ রাত জোছনা দেখবো ।
আসবে আমার সাথে?
শত কল্পনায় তোমার মিষ্টি আদর খেতে খেতে ...........
জোড়া দীঘির জলের ঢেউ গুনবো ।
আর সেই মুহুর্তে.......
জোনাক যখন পথ হারিয়ে তোমায় ছুয়ে দেবে ভুল করে ,
ঠিক তখনি জোনাক ধরার ছল করে তোমায় দেব ছুঁয়ে।
কেমন হবে বলো তো?

আমার ভারি ইচ্ছা করে জানো তো ,
তোমার চুল নিয়ে হাবিজাবি খেলি।
তোমায় নিয়ে হেটে বেড়াই খোলা মাঠের আলপথ ধরে.....
হাতে হাত ধরে সদ্য জমা শিশির ভাঙি, এলেবেলে ইচ্ছায়.....।

তবে হ্যাঁ ভেবো না তোমায় ভালোবাসি..........
ভালোবেসে কষ্ট সওয়া আমার কিছুতেই পোষাবে না গো।
আমরা শুধুই বন্ধু হবো।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:


মনে হয় সম্ভব - - - -

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬

ইসিয়াক বলেছেন: হয়তো ......।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৮

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর :)

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু।
মন্তব্যে অনুপ্রাণিত।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার ছাত্ররা কি জানে আপনি কবিতা লিখেন??

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: আপনার ছাত্ররা কি জানে আপনি কবিতা লিখেন??

মাথা খারাপ। ব্লগে ছাড়া কেউ জানে না যে আমি কিছু মিছু লিখি।
আর ব্লগে তো কারো সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নেই । কি মজা না।
কেউ আমাকে চেনে না। লুকোচুরি খেলতে আমার খুব ভালো লাগে ।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু
শুভসকাল

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

রূপম রিজওয়ান বলেছেন: মুগ্ধতা++
কেমন আছেন,কবিভাইয়া? পুরোপুরি কবি বনে গেছেন দেখছি! কৃষ্ণকলি উপাখ্যানের কি খবর? নতুন পর্ব কবে আনবেন?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

ইসিয়াক বলেছেন: কবিতা লিখেই বেশী মজা পাচ্ছি.....
আগে জন্মদিনটা পালন করে নেই তারপর.......কৃষ্ণকলি আসবে।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

রাজীব নুর বলেছেন: গোপন থাকাই ভালো।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৩

ইসিয়াক বলেছেন: সেটাই .....আমি ও প্রকাশ্যে আসতে চাই না ।
যদিও মাঝে মাঝে লোভ হয় কারো কারো সাথে দেখা করি ...।কিন্তু না।
আড়ালে ই থাকি .......

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

কনফুসিয়াস বলেছেন: তাহলে এখন এইগুলো করে বেরাচ্ছেন ভাই? হাহাহা। কিন্তু আমিও আপনার মত। :D

কবিতা অনেক ভাল লেগেছে। সুযোগ পেলে অন্য কিছু না পাতলেই হয় :>

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: কনফুসিয়াস ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
আপনার মন্তব্য আমার খুব ভালো লেগেছে। কেমন যেন আপন আপন।
কৃতজ্ঞতা ভাইয়া ।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১১

মনিরা সুলতানা বলেছেন: হুম কবি দেখছি বেশ সাবধানী ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৮

ইসিয়াক বলেছেন: আপু আমি কিন্তু আপনার কবিতার খুব ভক্ত । চুপি চুপি আপনার কবিতা পড়ি ...।মন্তব্য করিনি অবশ্য ।
আপনাকে আমার ব্লগে স্বাগতম।
অনেক কৃতজ্ঞতা রইলো ।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.