নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৭


সশব্দে লাগানো দরজা।
তোমার মুখে আমার চপেটাঘাত ,
এটাই প্রমাণ করে আমি সব অন্যায় মেনে নেবনা।

তুমি ভেবেছিলে আমাকে ক্রীতদাসী করে
তোমার সন্তান উৎপাদন সহ লক্ষ নিযুত
ভাবনাগুলো বাস্তবায়িত করবে......

আমি বরাবরই চেয়েছি আমাকে তুমি
মানুষ হিসাবে দেখ নারী হিসাবে নয়।
তোমার মধ্যযুগীয় ধ্যান ধারনা আমায়
আহত করে...আমার ভালোবাসা নিহত হয়
মধ্যরাতের অন্ধকারে।তোমার আচরণে...

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: সবার আগে মানুষ এবং মানবতা। এর চেয়ে বড় আর কিছু নেই।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২

ইসিয়াক বলেছেন: যথার্থ বলেছেন বন্ধু।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: ভাবনা ভালো।
তবে-
প্রমাণ, ক্রীতদাসী বানানে একটু টাইপো আছে।

শুভকামনা প্রিয় ইসিয়াকভাইকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৬

ইসিয়াক বলেছেন: আমি ও পোষ্ট করার পরে খেয়াল করেছি.....এতক্ষণ গেম খেলছিলাম ......টাইপো ঠিক করা হলো।
শুভকামনা রইলো

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
মানুষ হিসাবে দেখ নারী হিসাবে নয়।

ভাল লিখেছেন

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৮

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
ভালো থাকুন সবসময়।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ভালো লিখেছেন ।শুভকামনা থাকল।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩০

ইসিয়াক বলেছেন: ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চপেটাঘাট না চপেটাঘাত কোনটি হবে?

০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪০

ইসিয়াক বলেছেন: চপেটাঘাত হবে প্রিয় মাহমুদ ভাই।
মন্তব্যে ভালো লাগা।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: একজন ব্যক্তি, সবার আগে "মানুষ" তারপর সে নারী বা পুরুষ। একজন ব্যক্তির এই দুটো বিশেষণ-কে আলাদা করে দেখার অবকাশ নেই। "নারী" কে আমি নারী-ই ভাবতে চাই পুরুষ নয়। সম অধিকার মানেই পুরুষের সাথে তুলনা করে প্রতিযোগীতায় নামার কোন যৌক্তিক কারণ খুঁজে পাই না। প্রতিযোগীতা হয় মানুষে মানুষে, নারী-পুরুষে নয়।

নারী বা পুরুষ স্বমহিমায় মহিমান্বিত হোক, পারস্পারিক শ্রদ্ধা এবং ভালোবাসায় হাতে হাত রেখে এক সাথে এগিয়ে যাক, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:১৮

ইসিয়াক বলেছেন: ইফতেখার ভূইয়া ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
সুপ্রভাত

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

জুল ভার্ন বলেছেন: সবার আগে মানুষ তারপর নারী পুরুষ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া
শুভকামনা রইলো

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২২

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর লিখেছেন কবিতা ।

আরোহ ও অবরোহ কি বলে
নারীও মানুষ পুরুষও মানুষ
নারী পুরুষ দু জনই মানুষ
নারীও পুরুষ পুরুষও নারী
তাই করুনা কেও বারাবারি।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো শ্রদ্ধেয় ,
মন্তব্যে আপ্লুত ও কৃতজ্ঞতা রইলো।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩

হাবিব বলেছেন: ভাইরে......... ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন। মাইরেন না

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

ইসিয়াক বলেছেন: যেদিন পৃথিবীতে ভালোবাসা থাকবে না, সেদিন ই পৃথিবী ধ্বংস হবে।
শুভকামনা রইলো।

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যথার্থ বলেছেন বন্ধু।

আপনার কবিতা পড়ে এই লাইনটাই মাথায় এসেছে- লেখক বলেছেন: যথার্থ বলেছেন বন্ধু।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

ইসিয়াক বলেছেন: মন্তব্যে আপ্লুত ।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

সেজুতি_শিপু বলেছেন: মানুষের আগে মানুষ পরিচয়- তারপর অন্য সবকিছু-এই সাধারন জিনিসটাই মানুষ সবচে কম বোঝে কেন? সুন্দর লেখা ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভসকাল

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ চমৎকার প্রতিবাদ কবি দা
অনেক শুভেচ্ছা নিবেন----------------

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন: আলমগীর সরকার লিটন ভাইয়া ,
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ,
পাশে থাকুন সব সময় আার্জ রইলো।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪১

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভসকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.