|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
 আদর  
আজকাল তুমি যেভাবে আদর করো ,
আমার একটু ও ভালো লাগে না । 
তোমার গায়ে কেমন যেন লাশের গন্ধ পাই, 
ইদানিং  তোমার চরিত্রে চিল শকুনের ছায়া দেখতে পাই যেন,
তোমার রাজনীতিতে প্রবেশের পর থেকে......
আমি আমার চারপাশে কেমন যেন পঁচা রক্তের দুর্গন্ধ পাই, 
বুঝতে পারছিনা ... 
রাজনীতিবিদরা কি এখন মৃত শবদেহের অংশ !
সন্দেহ
জানলার পর্দা টেনে দিয়ে আঁকতে বসেছি।
আলোয় চোখ জ্বালা করে,
যে কোন ভালাবাসা ই এখন সন্দেহের দোটানায় ভোগে
মানুষে বিশ্বাস নেই, 
আজ বুকে টেনে নিলে কাল ফেলে দেবে দূরে। 
বারবার কষ্ট পেয়ে পেয়ে, কষ্টতে ঘেন্না ধরে গেছে!!    
এই তো মানুষ!
নিয়ম অনিয়মের বেড়াজালে ইচ্ছেগুলো চাপা দেয়।
সময়সুযোগ মতো নিজের বঙ বদলায় 
এই তো মানুষ!  
হা হাতোম্মি !!আমি ও তো এমনি ,
খামাখা তুমি দোষ দাও কপালের।
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৫
ইসিয়াক বলেছেন: লিটন ভাইয়ািআপনার মন্তব্যে ভালো লাগা ।
শুভকামনা রইলো
২|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করে-
মনে হলো আপনার মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৮
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৮
ইসিয়াক বলেছেন: আজ আমি সবচেয়ে বেশী মুডে আছি। হা হা হা.......। 
দেখছেন না কেমন ঝলমলে রোদ চারপাশ। 
চলুন হাল্কা হাল্কা ঠাণ্ডায় গরম গরম কফি পান করা যাক.....।
৩|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৩
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১৩
হাবিব বলেছেন: আপনি এতো আগ্রাসী হয়ে আছেন কেন কবি
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৩৯
ইসিয়াক বলেছেন: খুশির আনন্দে ভাসছি স্যার ......।মন খুব ফুরফুরে।
৪|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৪
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৪
সাইফ নাদির বলেছেন: কবির কবিতায় মুগ্ধতা ছড়িয়ে পড়েছে
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৮
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:৫৮
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৫|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৩
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৩
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখছেন,
অনেক কিছু নোট করে নিচ্ছি ধন্যবাদ!
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৭
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৭
ইসিয়াক বলেছেন: আমি কি নোট করার মতো কিছু লিখেছি? 
কবিতা পাঠে কৃতজ্ঞতা।
৬|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৬
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৬
বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৮
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৪:১৮
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা ।
শুভকামনা রইলো ।
৭|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: আপনি অনেকটা পাগল আছেন।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১১
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৫:১১
ইসিয়াক বলেছেন: আপনি কি করে জানলেন ? 
সবাই কিন্তু তাই বলে।
৮|  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৫
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: কষ্টকে ঘৃণা নয় ভালোবাসতে হয়।
  ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১৯
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  সন্ধ্যা  ৭:১৯
ইসিয়াক বলেছেন: এগুলো আমার কথা নয়.....
৯|  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৫
০৫ ই ডিসেম্বর, ২০১৯  সকাল ১১:৫৫
রূপম রিজওয়ান বলেছেন: একের মধ্যে তিন। +++
শুভ কামনা,কবি ভাইয়া!
  ০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৬
০৫ ই ডিসেম্বর, ২০১৯  দুপুর ১:৪৬
ইসিয়াক বলেছেন: শুভকামনা ভাইয়া ।
মন্তব্যে কৃতজ্ঞতা ।
১০|  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩২
০৬ ই ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৩২
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর 
  ০৬ ই ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৪০
০৬ ই ডিসেম্বর, ২০১৯  ভোর ৬:৪০
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগলো। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১০
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯  বিকাল ৩:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
অনেক অনুপ্রাণিত---------