নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
কতবার বলেছি !!
তোমার জলরঙের শাড়ি পরা দেখলে আমার রাগ হয়।
দেখো তো!
সবাই কিভাবে হ্যাংলার মতো ড্যাবডেবিয়ে দেখছে!
চোখগুলো এমনভাবে নাচাচ্ছে !
অদ্ভুত!!
কোনকালে আর কোন মেয়েকে দেখেনি মনে হয় !!
এমনভাব করছে,
পারলে তো দেখি এখনই ছুটে আসে।
অসভ্য একেকটা।
মনে হচ্ছে গিয়ে একেকটাকে থাপ্পড় মেরে দেই।
মধুরিমা হাতটা ছাড়ো তো........
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
ইসিয়াক বলেছেন: নামটা সুন্দর না?
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭
জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা
০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: শিরোনাম বদলে ভালো করেছেন।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪
ইসিয়াক বলেছেন: শিরোনাম কখন বদলালাম ?
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রাজীব নুর বলেছেন: মধুরিমা কে?
লেখক বলেছেন: নামটা সুন্দর না?
মধুরিমা কে জানতে চাই। কবিতায় লাইক।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫
ইসিয়াক বলেছেন: সব কথা কি মুখে বলা যায় ?
কিছু কথা বুঝে নিতে হয়।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
শায়মা বলেছেন: হা হা থাপ্পড় লাগিয়ে দিও না ভাইয়া। সবার চোখে ঠুলি লাগিয়ে দাও!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫১
ইসিয়াক বলেছেন: না না আপু আমি মারামারিতে বিশ্বাসী নই।
কিন্তু কিছু কিছু মানুষের আচরণ দেখলে এমন রাগ হয় যে কি বলবো।
কবিতা ভালো লাগেছে ,জেনে ভালো লাগলো।
লাইকে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
আসোয়াদ লোদি বলেছেন: মধুরিমা কি এখন নেই?
০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৬
ইসিয়াক বলেছেন: আসোয়াদ লোদি ভাইয়া আপনাকে আমার ব্লগে স্বাগতম।
মধুরিমাকে নিয়ে আগের পর্বগুলো কি পড়েছেন? না পড়লে এখনই পড়ে ফেলুন।আর এভাবে ই সাথে থাকুন......
মধুরিমাকে নিয়ে আরো কবিতা ভবিষ্যতে আসবে।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬
শিখা রহমান বলেছেন: এতো পুরোই রংবাজি কবিতা।
মধুরিমারও কি এমন লাগে কেউ তার কবির দিকে প্রেমময় চোখে তাকালে?
কবিতা ভালো লেগেছে। তবে আপনার এর চাইতে ভালো নেক কবিতা আছে।
শুভকামনা কবি। ঘাত প্রতিঘাত এড়িয়ে ভালো থাকুন নির্ঝঞ্ঝাট ভালোবাসায়।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
ইসিয়াক বলেছেন: মাঝে মাঝে রংবাজি করতে ভালো ই লাগে প্রিয় কবি।বাস্তবে না হোক কল্পনায়.....।হা হা হা।
হালকা মেজাজের এই কবিতাটি লিখলাম।
কিছুক্ষণ পরে আরো কিছু কবিতা পো্ষ্ট করবো পড়বেন আশা করি।
মন্তব্যে মুগ্ধতা প্রিয় কবি।
ধন্যবাদ।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৫
শের শায়রী বলেছেন: কবিতা আমার জন্য না পড়া মাঝে সাঝে হলেও লেখার যোগ্যতা নেই। কেন যেন এই কবিতাটা ভালো লাগল। ভালো লাগা জানিয়ে গেলাম ভাই।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫১
ইসিয়াক বলেছেন: মন্তব্যে মুগ্ধতা...।
সব সময় পাশে চাই ভাইয়া্
শুভকামনা রইলো।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮
সাজ্জাদ শুভ বলেছেন: মধুরিমা কি একবার নীল শাড়ী পড়বে???
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
ইসিয়াক বলেছেন: শুভ, নীল রঙ আমারো প্রিয় ......।
দেখা যাক মধুরিমা কোন এক সময় হয়তো পড়বে নীল শাড়ী ।
মন্তব্যে ভালো লাগা।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৮
নার্গিস জামান বলেছেন: সুন্দর
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো ।
১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০১
নীল আকাশ বলেছেন: মধুরিমা কে নিয়ে সিরিজ কবিতা লিখছেন নাকি?
০৮ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৩৯
ইসিয়াক বলেছেন: হ্যাঁ ভাইয়া সেইরকম ই প্রচেষ্টা বলতে পারেন।
শুভসকাল।
১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৮
কামরুন নাহার বীথি বলেছেন:
বাব্বাহ্, এতটা রাগের প্রকাশ!
ভালো লিখেছেন!
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩
ইসিয়াক বলেছেন: কামরুন নাহার বীথি আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: আমার কেন যেন মনে হলো শিরোনাম বদলে দিয়েছেন। যাই হোক, আমার ভুল হতে পারে। স্যরি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯
ইসিয়াক বলেছেন:
১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
সাজ্জাদ রয়েল বলেছেন: অসাধারণ ছিলো
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
ইসিয়াক বলেছেন: জেনে ভালো লাগলো ভাইয়া।
মম্তব্যে মুগ্ধতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: মধুরিমা কে?