নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা একাত্তর

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯


মহাবিদ্রোহের পথ ধরে
বাংলার আকাশে আজ মেঘের ঘনঘটা।
তীব্র বারুদ স্ফুলিঙ্গ ঠিকরে পড়ে যেন,
প্রতিটি বাঙালির চোখে মুখে সাথে আত্নবিশ্বাস।

রক্তাক্ত পিচঢালা পথ।
বাতাসে টাটকা বারুদের গন্ধ,
রক্তে মুজিবের দুর্দমনীয় ভাষণ।
যেন খেলা করে সর্বদা
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয়বাংলা জয়বাংলা

নতুন পতাকা। আমার পতাকা।
মিটিং, মিছিল, অসহযোগ......
চারদিক ফিসফাস,
সন্দেহ,অবিশ্বাস....।
ভাঙনের শব্দ,
স্পষ্ট থেকে স্পষ্টতর।
নবযৌবন হতে উৎসারিত সদ্যোজাত শিশুর আগমনী ধ্বনি সর্বত্র।

অপর দিকে
পাকি নরপশুদের তীব্র নিষ্ঠুর পাশবিক হুঙ্কার,
বর্বরোচিত অত্যাচার, হামলা,অমানবিক নিলজ্জ আচরণ,
গুলি বেয়নেট....
অসহায় বাঙালির তীব্র আর্তচিৎকার,
আমার বোনের তীব্র কষ্টের চিৎকারে ভারী বাতাস,
অশ্রাব্য ভাষায় কটুক্তি।
সাথে বেইমান
বর্বর রাজাকার আলবদর আল শামস নামের
দেশীয়
হায়েনারা বেহায়া হাসিতে আকাশ বিদীর্ণ...।
লুটপাট,নিলর্জ্জ বেহায়াপনা,মিথ্যাচার
তবু ও
বাঙালি দামাল ছেলেরা রক্ত শপথে আজ দৃপ্ত।
মৃত্যুকে তারা করেছে জয়।
আমার বোনেরাও আজ তৈরি অগ্নি শপথে।

মায়ের চোখে নেই কোন জল
আছে শুধু ঘৃণা..... চাই প্রতিশোধ,প্রতিশোধ,প্রতিশোধ।
চলবে লড়াই
লড়াই লড়াই
মাতৃভূমি কে মুক্ত করার অভিপ্রায়ে ......

চব্বিশ বছরের শৃঙ্খল
ভাঙার অঙ্গীকার আজ সর্বত্র
মাতৃভাষার রক্ষার সুচনা থেকে যার উৎপত্তি
শকুনীর ব্যবচ্ছেদে আজ আর ভয় নাই
দিতে পারে লক্ষ প্রাণ দেশ মাতৃকার চরনে .....।
নিঃশেষে প্রাণ করিলে দান ভয় আর কি !

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: কবিতা পড়তে পড়তে মনে হল ৭১রে দাড়িয়ে আছি।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
জয়বাংলা জয়বাংলা

............................................................
খুবই জনপ্রিয় শ্লোগান, এখন দূর্নীতি মুক্ত
দেশ গড়ার জন্য আমাদের শ্লোগান কি
হওয়া উচিত ???

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো ভাইয়া।
শুভসন্ধ্যা।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: সাম্প্রতিককালে এত পাওয়ারফুল কবিতা ব্লগে খুব কম পড়েছি। কবিতার প্রতি পরোতে পরোতে অসম্ভব দ্রোহের পরিচয় পেলাম। আপনার ভাবানুভূতিকে জানাই অন্তরের শ্রদ্ধা।
পোস্টে প্রথম লাইক।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৭

ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা আপনার আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

ইসিয়াক বলেছেন: বন্ধু মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা রইলো।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: যারা রাজাকারদের মতো দূষিত
তারাই এদেশে এখন দুর্নীতিবাজ।


কবিতার বিষয়বস্তু ভালো লেগেছে। ;)

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া শুভকামনা জানবেন।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

রুমী ইয়াসমীন বলেছেন: দুর্দান্ত! আসল ৭১ চোখে না দেখলেও এখন সেই ৭১ অনুভবে দেখতে পারছি আপনার কবিতায়।।
অনেক অনেক শুভকামনা জানাই ভাইয়া।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো আপু।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: আমার খুব আফসোস হয় আমি কবিতা লিখতে পারি না।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৫

ইসিয়াক বলেছেন: বন্ধু আপনি একজন অত্যন্ত শক্তিশালী লেখক । সেই সাখে আপনার কবিতাগুলির মর্মার্থ বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করা যায়।
একেক জনের প্রকাশ ভঙ্গী একেক রকম । আপনার কবিতার প্রকাশভঙ্গী আমায় অনুপ্রাণিত করে বরাবর।লিখতে থাকুন।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইসিয়াক ভাই,
যথার্থ কবিতা হয়েছে ১৯৭১ এর জন্যই। ভালোবাসা নেবেন।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৪৭

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন প্রিয় মাহমুদ ভাই।
কৃতজ্ঞতা রইলো।
সুপ্রভাত ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে আমি উৎসাহ পাই। ভালো লাগে।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু । কৃতজ্ঞতা রইলো।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

নীল আকাশ বলেছেন: এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
দেশ, মানবতা, জনগন এখনও মুক্তি পায় নি, স্বাধীন্তার প্রকৃত স্বাদ পায় নি। সংগ্রাম এখনও চলেছে.....

১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

ইসিয়াক বলেছেন: আসলেই তাই ভাইয়া .....।দেশ, মানবতা, জনগন এখনও মুক্তি পায় নি, স্বাধীনতার প্রকৃত স্বাদ পায় নি। সংগ্রাম এখনও চলেছে.....
মন্তব্যে কৃতজ্ঞতা ভাইয়া

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বিনম্র শ্রদ্ধা রইলো তাদের প্রতি।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

ইসিয়াক বলেছেন: ভাইয়া কেমন আছেন?
মন্তব্যে ভালো লাগা শুভকামনা রইলো।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



আমি ভালো, গত কয়দিন অনুপস্থিত ছিলাম। এখনো থাকবো, ব্লগে। আপনি ভালো আছেন নিশ্চয়।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

ইসিয়াক বলেছেন: আমি ভালো আছি ভাইয়া ।
নতুন পোষ্ট আশা করছি।
শুভকামনা রইলো।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

রূপম রিজওয়ান বলেছেন: কবিতা সংকলন প্রকাশ করতে পারেন কিন্তু,ভাইয়া! কত কত কবিতা লিখেছেন!

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৯

ইসিয়াক বলেছেন: হা হা হা মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬

নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর:)

১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.