নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
জগজ্জননী মা তুমি মোর,
মুক্তিময়ী মা ।
তুমি যে সকলের আধার ,
দয়ার উপমা।
তব নাম জপি মা তাই,
চিন্ময়ী নামে ডাকি।
তোমার আর্শিবাদের তরে,
আমি ব্যাকুল থাকি।
ইচ্ছাময়ী মাগো তুমি,
তুমি মম আরাধনা।
ত্রিনয়নী মা আমার তুমি,
পূজা ও প্রার্থনা ।
ভুবন-মোহিনী মাগো তুমি,
বিরাজ অন্তরে মম।
চিত্ত সঁপেছি তব রাঙা পায়ে,
নাই আর কেহ তোমা সম।
সকল ভক্তের আরাধনা তুমি,
দিব্য লোকের জ্ঞান।
তুমি অসীম তুমি অনন্ত,
সর্বত্র বিরাজমান।
আনন্দময়ী মাগো তুমি,
তুমি পথের দিশা।
তুমি ই পারো ঘুচাতে মনের
দুঃখ অমানিশা।
চাইগো ঠাই তোমার পায়ে,
তোমাতে আশ্রয় দাও।
এ অধমের পাপ ক্ষমা করো সব,
বুকেতে টেনে নাও।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
শুভকামনা রইলো ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: বন্ধু অস্থির কবিতা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
ইসিয়াক বলেছেন: মন্তব্যে আপ্লুত হলাম বন্ধু। এভাবে পাশে চাই সব সময় ।
শুভকামনা রইলো ।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮
সুপারডুপার বলেছেন: ভাই আপনি কালীপূজা কবে থেকে শুরু করলেন ?
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
ইসিয়াক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্মীয় ক্যাচাল চাই না। তবে আপনি এটা না লিখলেও পারতেন। ব্যক্তিগত মতামত...
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
ইসিয়াক বলেছেন: বিচার মানি তালগাছ আমার ভাইয়া, আপনার প্রতি অনেক অনেক শুভকামনা রইলো ।
আসলে ভাইয়া ,আমি সব ধরনের কবিতা লিখতে চাই ।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু্
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ইসিয়াক ভাই,
ধর্মীয় ও রাজনৈতিক পোস্টে মন্তব্য করতে ভালো লাগে না। বিষয়টি এমনিতেই কমবুঝি।
তবে আমরা এই মুহূর্তে একটা অস্থিরতার মধ্যে আছি। ভারতে মোদিজী মুসলিমদের নাগরিকত্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন। বিজেপি এমনিতেই চাইছে মুসলিমরা শাহনেওয়াজ হুসেইন বা মুক্তাস আব্বাস নকভির পথে হেঁটে শুদ্ধি অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মে ফিরে যাক। ব্লগে টারজান ভাই আবার বললেন, এরকম মুসলিমদের অবশ্য আর এস এস মোহাম্মদীয় হিন্দু আখ্যা দিয়েছেন। কাজেই মোদিজীর স্বপ্নকে সার্থক করতে একদেশ, একভাষা ও একধর্মকে বাস্তবায়িত করতে এরকমই বন্দনা তথা শুদ্ধি অনুষ্ঠানের মধ্য দিয়ে অপার সম্ভাবনাময় বিশ্ব গড়ে তুলি।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৪
ইসিয়াক বলেছেন: প্রিয় দাদা এভাবে ভেঙে পড়বেন না । জানবেন সত্যের জয় চিরদিন ।
হয়তো সময় লাগবে ,কিন্তু সত্যের জয় হবেই হবে । আমি সব সময় আশাবাদি।
শুভকামনা রইলো প্রিয়দাদা ।
ভালো থাকুন। সুস্থ থাকুন ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৭
রূপম রিজওয়ান বলেছেন: কবিতা তো লা-জবাব। কিন্তু বিষয়বস্তু দেখে কিছুটা অবাক হলাম
অবশ্য কবি নজরুলও গজল-শ্যামাসংগীত দুই-ই লিখেছেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১১
ইসিয়াক বলেছেন: সামনে আরো অবাক করা বিষয়ের উপরে কবিতা পাবেন আশা করি প্রিয় ছোট ভাইয়া ।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা রইলো।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০১
ঠাকুরমাহমুদ বলেছেন: নোট রাখার মতো কবিতা। মহা পরাক্রমশালী একজন দেবীকে নিয়ে লিখেছেন।
আনন্দময়ী মাগো তুমি,
তুমি পথের দিশা।
তুমি ই পারো ঘুচাতে মনের
দুঃখ অমানিশা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৬
ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই ,
কবিতা পাঠে কৃতজ্ঞতা রইলো এবং মন্তব্যে অনুপ্রণিত হলাম।
শুভকামনা রইলো ।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২
শের শায়রী বলেছেন: লিখে যান, নিজেকে ভেঙ্গে চুরে নতুন করে প্রতিদিন নিজেকে জানুন। ধর্ম ধর্মের জায়গায় থাকুক কবিতা কবিতার জায়গায়। নজরুলের দারুন দারুন শ্যামা সঙ্গীত আছে। তাতে কি নজরুল হিন্দু হয়ে গেছে? এই নজরুলই আবার যে সব ইসলামিক গজল লিখছেন তার সমপর্যায় কি কেউ আছে?
শুধু খেয়াল রাখুন, কাউকে যেন অপমান না করা হয় (সর্যি, এটা উপদেশ না, এটা প্রিয় কবির কাছে ভক্তের দাবী বলতে পারেন)।।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৩৬
ইসিয়াক বলেছেন: প্রিয় শের শায়েরী ভাইয়া,
অল্পদিনের পরিচয়ে কেউ কেউ অনেক বেশি আপন হয়ে যায়।আমার ক্ষেত্রে আপনিও তেমনই একজন।
আমি কোন সময়ই গুছিয়ে কিছু বলতে পারি না । সব সময় কেবলি মনেহয় এই বুঝি ভুল হয়ে গেল ।আজ আপনি আমার মনের কথা গুলো কি সুন্দর গুছিয়ে বলে দিলেন । আমি আসলে সব ধরনের কবিতাই লিখতে চাই্ ।আর হ্যাঁ আপনার আজকের মন্তব্যটা আমার জন্য সেরা উপহার।
শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভসকাল।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: বন্ধু আপনি লিখতে থাকুন। আমি পাশে আছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১
ইসিয়াক বলেছেন: কি বলবো বন্ধু আজ ঠিক এই মুহুর্তে আপনার কথা ভাবতেই আপনার মন্তব্য পেলাম ।কি জানি কি হচ্ছে ?
ভালো লাগা ছূঁয়ে গেলে ।এখন কেমন আছেন? সাবধানে থাকবেন। শুভকামনা।
শুভ সকাল।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৪
Barshan Saha বলেছেন: অসাধারণ একটি রচনা
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
ইসিয়াক বলেছেন: Barshan Saha আপনাকে আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা ।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২১
নীল আকাশ বলেছেন: ব্যক্তিগত কারণে পোস্ট নিয়ে কিছু বলতে পারলাম না।
ভালো থাকুন আর বেশি বেশি লিখুন। ধন্যবাদ।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা রইলো ।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০
আকতার আর হোসাইন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
অনধিকার চর্চা ভাববেন না প্রিয়। আপনাকে আমি একটা অনুরোধ করব। বেথগ্রন্থ ভালো করে অর্থাসহ পড়ুন। আপনাকে জাস্ট একটা পরামর্শ দিলাম, অন্য কিছু নয়।
আবার আমাকে প্রশ্ন করিয়েন আমি নিজে কতটুকু পড়েছি। আমিও পড়িনি। তবে ইচ্ছা আছে, পবিত্র কুরআন, বাইবেল এবং বেথগ্রন্থ পড়ার।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২
ইসিয়াক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আজব তো এটা কী লিখলেন ইসিয়াক ভাই। শিরক করে ফেললেন তো ।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪
ইসিয়াক বলেছেন: আপু আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ ।
শুভকামনা রইলো্ ।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কী মন্তব্য করেছি যে আপনি আমাকে ধন্যবাদ দিবেন । আপনার ধন্যবাদ নিলাম না। আল্লাহ হাফেজ
পারলে নিজেকে শুধরান ক্ষমা চান আল্লাহর কাছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫
ইসিয়াক বলেছেন: আল্লাহ হাফেজ
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: আমি ভালো আছি।
ডাক্তার দেখিয়েছি।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন: সাবধানে থাকবেন । একবার বিপদ হলে দুঃখের শেষ নাই।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কী মন্তব্য করেছি যে আপনি আমাকে ধন্যবাদ দিবেন । আপনার ধন্যবাদ নিলাম না। আল্লাহ হাফেজ
!!!!!
একি? এইকি আমাদের কবি ছবি ???
এইকি আমাদের ফটোগ্রাফার ছবি!!!
এইকি আমাদের নিত্য প্রেম আর রোমান্সের কবিতায় ফেসবুকে ঝড় তোলা কবি ছবি????
অবাক হলাম!
@কা ফা ছ,
আপনার কথা মতো কবি নজরুল ইসলাম তো তবে মহা গুনাহগার!
কিন্তু যতটুকু জানি আপনি উনার ইসলামী গান খুব পছন্দ করেন। কবি নজরুলের সময়ে একটা গ্রুপ ছিল যারা উনাকে কাফের ফতোয়া দিয়েছিল এমনই কিছু কারণে।
পরে যখন তাদের জবাব দিতে লিখলেন- বক্ষে আমার কাবার ছবি চক্ষে মোহাম্মদ রাসুল তারা চমকে গেল নড়েচড়ে বসলো!
আপনি যে ইস্যুতে কথা বলছেন- আমি সবার প্রথমে উনাকে প্রশংসা করেছি।
তাই নিজ থেকেই বলছি-
একজন কবি সার্বজনীন। সাধারণ মানুষের উর্ধে উঠে তিনি সবার হয়ে যান। সবার সূখ, দু:খ ব্যাথা, আবগে অনুভূতি ছুঁয়ে যায়। একজন সনাতন বিশ্বাসী ্তএক ভক্তের তার দেবীর প্রতি ভক্তিটাকে কবি প্রকাশ করলে কি গুনাহ হয়ে যাবে?
তবে তো নজরুল মহাপাতক!
নজরুলের শ্যামা সংগীত তো জগতবিখ্যাত!
আমাদের জ্ঞানএবং চেতনাকে আরো উন্নত করতে হবে। অতি সাধারন একজন মানুষের কাতারে দাড়ানোর যোগ্য করতে হবে। ধর্মতো আরো অতি উন্নত বিষয়। নবীজির মনুষ্যত্বকে আমরা ভুলে অমানবিক কট্টরতাকে ধারন করাই ধর্ম ভাবি।
সেই ইহুদী যে মসজিদে নববীতে প্রস্রাব করার মতো অপরাধ করলো- সবাই মারতে উদ্যত হলেও নবীজিক সবাইকে থামালেন। তাকে শেষ করতে দাও। তার স্বাস্থ্যহানী হবে নয়তো। শেষ করার পর- তিনি বোঝালেন- এটাতো আমাদের প্রার্থনার ঘর। তুমি এটাকে নষ্ট করলে? তারপর নিজ হাতে পরিষ্কার করলেন। বিস্মিত ইহুদী অবাক হয়ে বললো- এটাইকি তোমাদের ধর্ম? তবে আম্ওি তা গ্রহণ করবো। নবীজি বললেন আগে তুমি স্নান সেরে পবিত্র হয়ে আসো।
অথচ এখনকার বক ধার্মিকদের দেখুন- একটা বাচ্চাও যদি মসজিদে পেশাব করে ফেলে ভুলে- তার চৌদ্ধগুষ্টিকে উদ্ধার করে দেয় ইমাম, কমিটি গং!
নয়কি?
জ্ঞান, শিল্প সাহিত্যে মুসলমান পিছিয়ে আছে ঠিক এই কারণেই। বিধর্মকে গালি দিয়ে ধর্ম পালনের তুষ্ঠি আর অস্পৃশ্যতা অনুভবে! অথচ সকলেই মানুষ।
আগে মানুষ হতে হবে। মানবিক, সুস্থ, স্বাভাবিক, সামাজিক চেতনা সম্পন্ন।
উন্নত আচরণ সমৃদ্ধ। যাকে আরবীতে বলে ইনসান! বাকী ধর্ম বিশ্বাসতো আরো দূরের বিষয়।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয়, আপনার মন্তব্যে আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেলো । আমি আসলে খুব গুছিয়ে কিছু বলতে পারি না , এটা আমার সীমাবদ্ধতা । আপনার কথা গুলোই যেন আমার মনের কথা্ । অসীম কৃতজ্ঞতা রইলো ।
ভালো থাকুন। সুস্থ থাকুন সব সময়।
শুভকামনা জানবেন।
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৯
আকতার আর হোসাইন বলেছেন: বিদ্রোহী ভৃগু সাহেবের মন্তব্যে অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম।
আমি প্রথমে ভেবেছিলাম ইসিয়াক ভাইয়া হিন্দু।। তাই অনুরোধ করেছিলাম বেথগ্রন্থ পড়ার জন্য।
এখম মন্তব্য পড়ে যা বুঝলাম, ইসিয়াক ভাই আপনি একজন মুসলিম।
কিছু কথা বলে নিই, অনধিকার চর্চা ভাববেন অনুগ্রহ করে। ভালবাসার দাবী নিয়েই বলছি।
১।আপনি যদি হিন্দুদের মনে কথা প্রকাশ করেন(আপনার নয়) আপনার লেখনী দ্বারা তবে তা করতেই পারেন। এতে মহা অপরাধ হবে, এমনটা আমি বিশ্বাস করি নে।
২। তবে যদি এমন হয় আপনি নিজেও হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে এসব কিছু লিখেন তাহলে কিন্তু সেটা অনেক বড় গুনাহ হবে। শিরক হবে। পবিত্র কুরানের এক আয়াতে আছে(সূরার নাম মনে নেই), "ইন্না শিরকা জুলমুন আজিম"
অর্থাৎ, "নিশ্চয় শিরক চরম জুলুম"
তো দেখুন ভাই, আপনি যদি মুসলিম হয়ে থাকেন কিন্তু বিধর্মীদের বিষয়াদি বিশ্বাস করে যা ইসলাম বিরোধী তবে কিন্তু আপনি আর মুসলিম থাকবে না সম্ভবত।
কাজেই সিদ্ধান্ত আপনার কি করবেন আর কি করবেন না। যদি আপনি মুসলিম না হতেন তাহলে বিশ্বাস করুন কিছুই বলতাম। শুধু বলতাম নিজেদের ধর্মগ্রন্থ একটু ভাল করে গবেষণা করার জন্য। উপরে কিন্তু তাই বলেছি যে, বেথগ্রন্থ পড়ুন বলে।
কিন্তু আপনি একজন মুসলিম বলেই এত কিছু বলতে হল।
ভালো থাকবেন, শুভকামনা।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৫
ইসিয়াক বলেছেন: প্রিয় আকতার আর হোসাইন ভাইয়া।
প্রথমে আন্তরিক মন্তব্যের জন্য শুভকামনা রইলো । আসলে আমি বিশ্বাস করি প্রতিটি মানুষে ই একমাত্র পরিচয় সে মানুষ । আর ধর্ম
বিশ্বাস সেই মানুষের যার যার নিজস্ব। সেই মানুষের জন্য আমি কবিতা লিখি এখানে আমার ধর্ম মুখ্য বিষয় নয় । সনাতন
ধর্মে বিশ্বাসী ভক্তের একজনের দৃষ্টিতে তার দেবীর প্রতি ভক্তিটাকে কবিতায় প্রকাশ করছি। এতে আমার ধর্ম নষ্ট হবে কেন?
ব্যক্তিগতভাবে আমি শিক্ষকতা পেশায় আছি । আমার ক্লাসে একই সাথে পাশাপাশি আমাকে একদিকে সুরা অন্যদিকে মন্ত্র মুখস্থ করাতে হয়। তখন আমি তো কোন সমস্য দেখি না তেমনি এখন ও কোন সমস্যা দেখছিনা ভাইয়া্ ।
অনেক ভালো লাগা রইলো ভাইয়া । এভাবেই পাশে থাকুন সবসময়।
শুভকামনা জানবেন । শুভসকাল।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫৮
সুপারডুপার বলেছেন: কবিরা যে কখন কোন দিকে ভাব ধরে !
তাদের যে কোন সময় কোন আবেগে ধরে !
কার মধ্যে যে কি খুঁজে পায় !
আজ কালী, কাল যীশু , পরশু মুহাম্মদ (সাঃ);
কখন যে কাকে ধরে ! কার পূজা করে !
কবিদের প্রথাগত ধর্ম-বর্ন পরিচয় না দিয়ে, 'কবি ধর্ম ' পরিচয় দিলেই ক্যাচাল ডিসমিস।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৮
ইসিয়াক বলেছেন: কবিদের প্রথাগত ধর্ম-বর্ন পরিচয় না দিয়ে, 'কবি ধর্ম ' পরিচয় দিলেই ক্যাচাল ডিসমিস।
প্রিয় সুপারডুপার ভাইয়া ,
আপনার মন্তব্যটির বোল্ড করা অংশটি আমার ভালো লেগেছে।
শুভকামনা জানবেন।
শুভসকাল ।
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪১
আকতার আর হোসাইন বলেছেন: হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, আমি সেটাই বুঝাতে চেয়েছি।
নিজের জাতপাতের ভেদাভেদ ভুলে বিশ্বাসের জায়গায়ে অটুটু থেকে, অবিচল থেকে লেখা যেতে পারে সব শ্রেণীর মানুষের মনের কথন। এতে করে কোন গুনাহ হবে, ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না। আল্লাহ ভালো জানে।
আগীম কাল মুখ দেখবে নতুন একটি বর্ষের।
দোয়া ও শুভেচ্ছা রইলো।
নতুন রুপে, নতুন বর্ষে
ভরে যাক মন, হর্ষে হর্ষে
৩১ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
ইসিয়াক বলেছেন: আপনার প্রতিও শুভ নববর্ষের শুভেচ্ছা রইল ভাইয়া ।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন তারা বন্দনা