নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একদা এসেছিলাম তোমাদের সান্নিধ্যে। ভালো মন্দ মিশিয়ে কেটেছে বেলা। \nবিদায় বেলায় শুধু এটাই জানিয়ে যাওয়া বড় ব্যথা জাগে মনে পেলে অবহেলা।

ইসিয়াক

অনেক হলো তো এবার তবে আমি যাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

অনুষ্ণ অভিপ্রায়

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩২



অনুষ্ণ অভিপ্রায়
==========

রাত নিশিথে নির্লিপ্ত বা্তাস
তোমার এলোচুলে যখন অবলম্বন খোঁজে আহ্লাদে।
সেই মুহূর্তে স্বয়ং স্বকীয় পরশ্রীকাতরতা চোখে
তোমায় কেবল-ই দেখি!
আর ভাবি,
আমি নিজে পবন হলে বেশ হতো।
তোমায় অনেক গুলো আদর দিতাম যখন তখন।

তোমার হাসির আভাসে যখন
চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,
ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংক্তিমালায়।
তখন আমার খুব চিত্তদাহ হয় ।

পুনঃ পুনঃ ক্রমাগত মনে হয়
আমি যদি হতাম প্রিয় কোন ছন্দবদ্ধ রচনা তোমার।
তুমি আমায় পড়তে অধিকন্তু প্রমোদে ।
আর আমি লুটিয়ে গড়িয়ে পড়তাম অকসর,
তোমার অন্ত:করণের অলি গলিতে।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: কাব্যপাঠে বেশ অনুপ্রাণিত কবি দা

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪

ইসিয়াক বলেছেন: শুভকামনা নিরন্তর ।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪

অক্পটে বলেছেন: চমৎকার কবিতা, মুগ্ধ হতে হয়। তবে 'পাপ্পা' শব্দটি আমি মানতে পারছিনা। এমন সুন্দর কবিতায় এই শন্দটাকে বহিরাগত মনে হচ্ছে।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

ইসিয়াক বলেছেন: অক্পটে আপনাকে আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
পাপ্পা বদলে আদর লিখে দিয়েছি।
শুভকামনা জানবেন।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯

আকতার আর হোসাইন বলেছেন: দারুণ,

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা জানবেন ভাইয়া ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার , কবি আপনাকে নিয়ে অনেক , আশা করা যায় :)

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা জানবেন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪

হাবিব বলেছেন: কবিতায় কবির প্রেমিকার সৌন্দর্য এবং কবির দুষ্টু দুষ্টু অভিপ্রায় লক্ষণীয়

০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬

ইসিয়াক বলেছেন: হা হা হা শুভকামনা রইলো হাবিব স্যার।
এভাবেই পাশে চাই সব সময় ।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫

বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভকামনা জানবেন।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৫

জুল ভার্ন বলেছেন: চমৎকার।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০

ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

সেজুতি_শিপু বলেছেন: সুন্দর লিখেছেন।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা আপু ।
শুভকামনা নিরন্তর ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

নীল আকাশ বলেছেন: কবিতা লেখা কিন্তু বন্ধ করবেন না!!! কোন ভাবেই না।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: প্রিয় নীল আকাশ ভাইয়া
আপনার কথা আমি সবসময় মনে রাখার চেষ্টা করবো ।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বেশ হয়েছে। ;)

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় ভাইয়া।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: এক কথায় চমৎকার। কয়েকটি টাইপো কাইন্ডলি একটু ঠিক করে নিন।

মুহূর্তে, এলোচুল (মাঝে স্পেস হবে না), জোর দিতে চাইলে কেবল-ই নয় কেন? অন্যথায় কেবলই,
পংক্তিমালা, পুনঃ পুনঃ, ছন্দবদ্ধ, আকসার।


শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।


০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৮

ইসিয়াক বলেছেন: আন্তরিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা। বানান ঠিক করে দিয়েছি।
শুভকামনা রইলো।

অকসর /adverb/ in most cases; often; always; /প্রতিশব্দ/ অধিকাংশ ক্ষেত্রে; প্রায়ই; সর্বদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.