নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
অনুষ্ণ অভিপ্রায়
==========
রাত নিশিথে নির্লিপ্ত বা্তাস
তোমার এলোচুলে যখন অবলম্বন খোঁজে আহ্লাদে।
সেই মুহূর্তে স্বয়ং স্বকীয় পরশ্রীকাতরতা চোখে
তোমায় কেবল-ই দেখি!
আর ভাবি,
আমি নিজে পবন হলে বেশ হতো।
তোমায় অনেক গুলো আদর দিতাম যখন তখন।
তোমার হাসির আভাসে যখন
চাঁদ ঝরে পড়ে জোছনা মাখা অনুষঙ্গে,
ফুল , পাতা আর যাবতীয় অকৃত্রিম পংক্তিমালায়।
তখন আমার খুব চিত্তদাহ হয় ।
পুনঃ পুনঃ ক্রমাগত মনে হয়
আমি যদি হতাম প্রিয় কোন ছন্দবদ্ধ রচনা তোমার।
তুমি আমায় পড়তে অধিকন্তু প্রমোদে ।
আর আমি লুটিয়ে গড়িয়ে পড়তাম অকসর,
তোমার অন্ত:করণের অলি গলিতে।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
ইসিয়াক বলেছেন: শুভকামনা নিরন্তর ।
২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪
অক্পটে বলেছেন: চমৎকার কবিতা, মুগ্ধ হতে হয়। তবে 'পাপ্পা' শব্দটি আমি মানতে পারছিনা। এমন সুন্দর কবিতায় এই শন্দটাকে বহিরাগত মনে হচ্ছে।
০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫০
ইসিয়াক বলেছেন: অক্পটে আপনাকে আমার ব্লগে স্বাগতম।
মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
পাপ্পা বদলে আদর লিখে দিয়েছি।
শুভকামনা জানবেন।
৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯
আকতার আর হোসাইন বলেছেন: দারুণ,
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা জানবেন ভাইয়া ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার , কবি আপনাকে নিয়ে অনেক , আশা করা যায় ।
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা জানবেন।
৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৪
হাবিব বলেছেন: কবিতায় কবির প্রেমিকার সৌন্দর্য এবং কবির দুষ্টু দুষ্টু অভিপ্রায় লক্ষণীয়
০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬
ইসিয়াক বলেছেন: হা হা হা শুভকামনা রইলো হাবিব স্যার।
এভাবেই পাশে চাই সব সময় ।
শুভকামনা ও শুভেচ্ছা জানবেন।
৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫
বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভকামনা জানবেন।
৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৫
জুল ভার্ন বলেছেন: চমৎকার।
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা সহ শুভকামনা রইলো।
৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১
সেজুতি_শিপু বলেছেন: সুন্দর লিখেছেন।
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা আপু ।
শুভকামনা নিরন্তর ।
১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭
নীল আকাশ বলেছেন: কবিতা লেখা কিন্তু বন্ধ করবেন না!!! কোন ভাবেই না।
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২২
ইসিয়াক বলেছেন: প্রিয় নীল আকাশ ভাইয়া
আপনার কথা আমি সবসময় মনে রাখার চেষ্টা করবো ।
১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: বেশ হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় ভাইয়া।
১২| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ বন্ধু।
১৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২০
পদাতিক চৌধুরি বলেছেন: এক কথায় চমৎকার। কয়েকটি টাইপো কাইন্ডলি একটু ঠিক করে নিন।
মুহূর্তে, এলোচুল (মাঝে স্পেস হবে না), জোর দিতে চাইলে কেবল-ই নয় কেন? অন্যথায় কেবলই,
পংক্তিমালা, পুনঃ পুনঃ, ছন্দবদ্ধ, আকসার।
শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।
০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৮
ইসিয়াক বলেছেন: আন্তরিক সহযোগীতার জন্য কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা। বানান ঠিক করে দিয়েছি।
শুভকামনা রইলো।
অকসর /adverb/ in most cases; often; always; /প্রতিশব্দ/ অধিকাংশ ক্ষেত্রে; প্রায়ই; সর্বদা
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: কাব্যপাঠে বেশ অনুপ্রাণিত কবি দা