|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তব সিংহদ্বার খুলে,
  তব সিংহদ্বার খুলে,
স্বয়ং অধিগমন মুহুর্তে
থমকে গেলাম অকস্মাৎ,অজানা শঙ্কায়।
কি গহীন বন রে বাবা!
একি সুন্দরবন নাকি আমাজন ।
স্বকীয় অধীরতায় কুকড়ে গেলাম নিমেষে!!
দ্বিধা ,ভয় ,লজ্জা!
বিচলিত চিত্ত হঠাৎ কিংকর্তব্যবিমূঢ় !
তব বিদ্রুপাত্মক ধ্বনিতে সংবিৎ ফিরে
জেগে উঠলো মদীয় পরাক্রম নিমেষে।
আমি চোখ কান বুজে ঝাপ দিলাম অতলে!
 ১৪ টি
    	১৪ টি    	 +৬/-০
    	+৬/-০  ১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৩
১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:০৩
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা রইলো বন্ধু্ ।
শুভসকাল।
২|  ১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৫
১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:১৫
নার্গিস জামান বলেছেন: খুব  সুন্দর 
  ১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:২০
১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:২০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু্।
শুভকামনা রইলো।
৩|  ১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৩
১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:৪৩
রূপম রিজওয়ান বলেছেন: হা হা! দারুণ কবিতা!   
  
কিংকর্তব্যবিমূঢ় টাইপো টা একটু ঠিক করে নিয়েন। 
শুভকামনা,কবি ভাই।
  ১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:৫২
১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১০:৫২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ছোট ভাইয়া ।টাইপো ঠিক করে দিয়েছি।
শুভসকাল।
৪|  ১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:১৭
১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ১১:১৭
নীল আকাশ বলেছেন: একি সুন্দরবন নাকি আমাজন। কি লিখলেন এটা? বাসর শয্যা সাথে যদি এর সর্ম্পক ধরতে যাই তাহলে...আর কিছু না বলি!
  ১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৬
১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৬
ইসিয়াক বলেছেন: হা হা হা ...প্রিয় নীল আকাশ ভাইয়া , 
যা ভেবেছেন ঠিক তাই লিখেছি ।কি রকম মিলে গেলো বলুন দেখি?
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।
৫|  ১৩ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:৪০
১৩ ই জানুয়ারি, ২০২০  দুপুর ২:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
  ১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৮
১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৩৮
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় ও সেলিম ভাইয়া ।
৬|  ১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৪৬
১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: 
আরে! পাঠ করার সঙ্গে সঙ্গে মনে হল যে আমি যেন 'কর্ণ কুন্তীর সংবাদ' পাঠ করছি। 
 ঠিক আছে, হে পরাক্রমশালী বীর, 
যথা আজ্ঞা হোক।দিকবিদিক ভেদ করিয়া আপনার আগমন যদি পাতালতলে হয়ে থাকে তাহলে অসুর নিধন করে আপনার  আগমনের অপেক্ষায় আমরা মর্তবাসী। হেহেহে....
  ১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫০
১৩ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৩:৫০
ইসিয়াক বলেছেন: হা  হা হা  অমন করে বলতে কি হয়!!!!!!!!!!!
আমি যে লজ্জায় মরি মরি!
৭|  ১৩ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:২৩
১৩ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:২৩
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,
বাসরশয্যার শেষ অংকেই থাকে অতল খাঁদে ঝাপ দেয়া রিরংসা। 
মেটাফোরিক।  
৮|  ১৩ ই জানুয়ারি, ২০২০  রাত ১১:০৮
১৩ ই জানুয়ারি, ২০২০  রাত ১১:০৮
হাবিব বলেছেন: ধূর মিয়া ....... বাসর ঘরে আমাজন, এইটা কিছু হইলো?
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:১২
১৩ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: চমৎকার।