|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
  
যদি কোনদিন তুমি আমায় ভুলে
অচেনা আলোর পথ ধরে
একলা হতে চাও,
দেখবে সেদিন তুমি,
সব পাতা ঝরে গেছে গাছে গাছে।
পাখি সব আর গাইছে না গান।
চাঁদ ভুলে গেছে জোছনা বিলাতে
সব ফুল শুকিয়ে গেছে নিষিক্ত হবার আগেই ।
যেতে চাইলে তুমি যেতে পারো
দুর বহু দূরে!
তবু আমি রয়ে যাবো তোমার অবসরে।
দেখো রয়ে যাবে সব স্মৃতি সব গান তোমার আমার।
দেখবে আমি রয়ে গেছি ঠিকঠাক
তোমার পাশে পাশে।
তুমি চা্ইলেও আর পারবেনা একলা হতে।
পারবেনা আমায় ভুলতে!
আমি আমারে দেব না তোমায় কিছুতেই ভুলিতে।
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৭:৫৩
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৭:৫৩
ইসিয়াক বলেছেন: প্রথমে দেরীতে  প্রতি মন্তব্য করার জন্য দুঃখিত। 
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ ।
শুভকামনা জানবেন।
২|  ১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:৪২
১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: বন্ধু আজ আমি একটা কবিতা লিখতে খুব চেষ্টা করেছি। কিন্তু না। পারি নাই। এক ঘন্টা সময় নষ্ট করেছি। এক লাইনও লিখতে পারি নাই।
  ১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৮:০১
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৮:০১
ইসিয়াক বলেছেন: বেশি বেশি কবিতা পড়ুন। আর প্রকৃতি দেখুন। ভাবুন । দেখার দৃষ্টিটাকে আরো গভীর করুন। ভালো লাগা কবিতাকে আরো বেশি বেশি পড়ুন। সেই কবিতা নিয়ে একটু ভিন্ন ভাবে চিন্তা করুন। কবিতা আসবে।অবশ্য এটা আমার উপলব্ধি।
৩|  ১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৭
১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ১০:৩৭
জাহিদ অনিক বলেছেন: নজরুলের গান মনে এসে গেলো,-----------
তবু আমারে দেব না ভুলিতে। 
শুভেচ্ছা মিঃ ইসিয়াক
  ১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৮:০২
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৮:০২
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি।
৪|  ১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:৪৯
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বেশি বেশি কবিতা পড়ুন। আর প্রকৃতি দেখুন। ভাবুন । দেখার দৃষ্টিটাকে আরো গভীর করুন। ভালো লাগা কবিতাকে আরো বেশি বেশি পড়ুন। সেই কবিতা নিয়ে একটু ভিন্ন ভাবে চিন্তা করুন। কবিতা আসবে।অবশ্য এটা আমার উপলব্ধি। 
ধন্যবাদ আপনাকে।
  ১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:৫৪
১৬ ই জানুয়ারি, ২০২০  সকাল ৯:৫৪
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু্ ।
৫|  ১৬ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫০
১৬ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ১৬ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১৩
১৬ ই জানুয়ারি, ২০২০  বিকাল ৫:১৩
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্।
ভালো থাকুন । সুস্থ থাকুন সবসময়। 
আল্লাহ হাফেজ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:৩৪
১৫ ই জানুয়ারি, ২০২০  রাত ৯:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একলা হতে চাও এর পরে (।) দাড়ি নয় (,)কমা হবে মনে হয়।
তা হলে বাক্যটি সর্ম্পূন অর্থ প্রকাশ করবে।
কবিতা্টি সুন্দর হয়েছে ।