|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
তিড়িং বিড়িং খোকন নাচে,
হরেক তার বায়না।
দিতে হবে কিনে তাকে,
জাদুকরী আয়না।
ভেবে ভেবে মা যে তার,
হলো কুপোকাৎ।
বাবা বলে দেবো দেবো,
পোহাক আগে রাত।
রাত নিশিথে খোকন সোনা,
ঘুমে স্বপ্ন দেখে।
তেপান্তরের মাঠে এক
বক রাক্ষসী থাকে।
সকাল হতেই বায়না জুড়ে,
মা কিনে দাও ঘোড়া।
রাজকুমারী বন্দী এখন,
নেইকো সাহারা।
মাতো পড়লো দারুণ ভাবনায়,
ভেবে হলো সারা।
খোকার আজব বায়না নিয়ে
বেজায় দিশাহারা।
 ২০ টি
    	২০ টি    	 +৩/-০
    	+৩/-০  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৩১
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:৩১
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাইয়া ।
ভালো থাকুন।
২|  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:০৪
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:০৪
নীল আকাশ বলেছেন: ছড়া সুন্দর লেগেছে।
  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:২৭
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:২৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া ।
শুভকামনা জানবেন।
৩|  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:১২
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:১২
এম ডি মুসা বলেছেন: ভালো লাগল ছড়া
  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:২৮
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:২৮
ইসিয়াক বলেছেন: এম ডি মুসা  ভাইয়া,
আপনাকে আমার ব্লগে  স্বাগতম ।
মন্তব্যে ভালো লাগা । 
শুভকামনা রইলো ।
৪|  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৩১
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: বন্ধু শুভ সকাল।
আপনার কবিতা পড়েই আজকের দিনটি শুরু করলাম।
  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:২৬
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:২৬
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু।
অনেক বেশি ব্যস্ততা, তাই আপনার সব পোষ্টে যেতে পারছিনা বলে দুঃখিত। আমি অবশ্যই সময় করে আপনার সব পোষ্টগুলো পড়বো ।শুভকামনা জানবেন।
৫|  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৩২
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৯:৩২
রুমী ইয়াসমীন বলেছেন: সুন্দর ছড়া ছোট্টমণিদের জন্যে।
  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:২৭
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:২৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো আপু্ ।
শুভসকাল।
৬|  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:০২
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:০২
ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: ইসিয়াক ভাই আপনার প্রতিটা লেখা ভালো মানের হয় 
অনেক সুন্দর হইছে
  ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৩
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ১০:৩৩
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা ভাইয়া ।
শুভকামনা রইলো।
আসলে আমি ব্লগে  লেখাগুলোকে সেভ করে রাখছি। যখন বই বের করবো তখন ভুল ক্রুটি সংশোধন করবো এবং বেশ কিছু মানহীন লেখা বাদ দিয়ে দেবো, সাথে প্রত্যেকটি লেখার প্রয়োজনীয় সংশোধন ও করব।
ব্লগে সুবিধা হচ্ছে এখানে সব লেখার খোলাখুলি মতামত পাওয়া যায়।নিজের ভুল ক্রুটি সংশোধন করে নেয়া যায়।
ধন্যবাদ
৭|  ২২ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:২৭
২২ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১২:২৭
ST COVER SONG বলেছেন: like
  ২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২৪
২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:২৪
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ছোট্ট ভাইয়া্।
৮|  ২২ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:০৬
২২ শে জানুয়ারি, ২০২০  দুপুর ১:০৬
সোনালী ডানার চিল বলেছেন: 
আপনার কিশোরকাব্য কিংবা শিশুতোষ ছড়া যাই বলি
চমৎকার হয়েছে-
শুভকামনা কবি
  ২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৭
২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৩৭
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো প্রিয় কবি।
৯|  ২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০৯
২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
  ২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪০
২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৪:৪০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন আপু্।
ভালো থাকুন।
১০|  ২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৫
২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:০৫
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধ।
  ২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২০
২২ শে জানুয়ারি, ২০২০  বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:২৯
২২ শে জানুয়ারি, ২০২০  সকাল ৮:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে।