![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত হয়েছে আমার প্রথম কাব্য গ্রন্থ “মেঘ ছুঁয়েছে মনের আকাশ” পাওয়া যাচ্ছে রকমারীতে। লিঙ্ক পেতে আমার ফেসবুক আই ডিতে আসতে পারেনhttps://www.facebook.com/profile.php?id=100027504906657
আরো বেশি গভীর ভালোবাসা দাও সোনা,
আমায় আরো নিবিড় স্পর্শে জড়িয়ে ধরো।
এতো কাছে এসো যেন দুই হৃদয়ে নিবিড়
নিরন্তর ভালোবাসাবাসি লেগে থাকে সারাক্ষণ।
বাহুডোরে এমন বাঁধনে বাঁধো প্রিয়তমা,
যেন তোমার উষ্ণতা আমার উষ্ণতায় মিশে
ভালোবাসার নতুন ইতিবৃত্ত প্রতিষ্ঠা পায় প্রতিক্ষণে।
ভালোবাসো প্রিয়তমা এমন নীরন্দ্ধ্র, যেন
মৃত্যু আমাদের আলিঙ্গন মুক্ত না করতে পারে!
ওপারেও যেতে চাই সহমরণে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
ইসিয়াক বলেছেন: ভুল ধারণা বন্ধু্। আপনার জীবনে কি প্রেম ভালোবাসা শেষ হয়ে গেছে?
যদি যায় তাহলে ধরে নিতে হবে আপনার মৃত্যু হয়েছে ।প্রেম চিরন্তন।প্রেম অমলিন ।প্রেম শাশ্বত।
যেদিন পৃথিবীতে প্রেম ভালোবাসা শেষ হয়ে যাবে সেদিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
ধারালো বা তেজী কবিতা লিখে আমি কালার হতে চাই না কারণ আমি জানি আমার বিপদের সময় কাউকে আমি পাবো না । কাজী নজরুলের সময়ের প্রেক্ষাপট আর বর্তমান সময়ের বাস্তবতা যোজন যোজন ফারাক।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬
নেওয়াজ আলি বলেছেন: দারুণ ছন্দোময়
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০
ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ রইলো ভাইয়া
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৯
এম ডি মুসা বলেছেন: চমত্কার কথামালা
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮
ইসিয়াক বলেছেন: কবিতা পাঠেও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশী ভালবাসলে শেষ হয়ে যায়
তাই ধিরে ধিরে ভাল বাসতে হবে--------
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য।
ফাগুনের শুভেচ্ছা নিন ইসিয়াক।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯
ইসিয়াক বলেছেন: আপনাকে ও ফাগুনের শুভেচ্ছা গিয়াস উদ্দিন লিটন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসার কবিতার দিন শেষ। পুতু পুতু টাইপ কবিতার দিন শেষ।
এখন সময় এসেছে তেজি, ধারালো কবিতার লেখার।