নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বরষার জল কেন তোমার দুচোখে?
সকরুণ কান্না এতো বলো কার শোকে?
যে চলে গেছে তাকে চলে যেতে দাও,
পেছনের স্মৃতি যত মুছে ফেলে দাও।
এসেছে আবার নতুন দিন নব পল্লবে,
চাইলে নতুন করে সবই ফিরবে।
বিষণ্ণতা ছাড়ো তুমি জীবন সুন্দর
নব প্রেম অনুরাগে ভরাও অন্তর।
ছবিঃ গুগল থেকে
২২ শে জুন, ২০২০ বিকাল ৫:২১
ইসিয়াক বলেছেন:
ইদানিং কি আপনার চিত্তকে বিষন্নতা গ্রাস করেছে?
২| ২২ শে জুন, ২০২০ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২২ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৬
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন সবসময়। আগামী কয়েকদিন ব্লগে আসতে পারবো না। আবার দেখা হবে হয়তো । শুভকামনা।
৩| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
বিষণ্নতা ছাড়ো তুমি জীবন সুন্দর
নব প্রেম অনুরাগে ভরা অন্তর
অতি মুল্যবান কথা সমৃদ্ধ ছন্দময় কবিতা
পাঠেমুগ্ধ ।
শুভেচ্ছা রইল
২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাইয়া।
শুভকামনা।
৪| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব সুন্দর লিখেছেন ইসিয়াক ভাই। প্রথম দুই চরণ দুর্দান্ত।
২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন:
প্রিয় ভাইয়া আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যে একরাশ ভালো লাগা।
শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা জানবেন।
৫| ২২ শে জুন, ২০২০ রাত ১০:০৫
নেওয়াজ আলি বলেছেন: অনন্য , লেখা পড়ে বিমোহিত হলাম।
২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:০৬
ইসিয়াক বলেছেন:
প্রিয় মহীভাই আপনাকে মোহিত করে আমি ধন্য হলাম। আপনার কষ্ট করে আমার পোস্ট পড়েন বলে আমি অনুপ্রাণিত হই।
শুভকামনা।
৬| ২৫ শে জুন, ২০২০ সকাল ১০:৪৬
এম ডি মুসা বলেছেন: কবিতা বিষয় বস্তু সুন্দর হয়েছে ।
২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:১৩
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
©somewhere in net ltd.
১| ২২ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতার মতোণ মানুষের জীবন হয় না।