নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
আকাশের নীলভ ছেড়ে
চলে এসো এই প্রকৃতির বুকে।
যেমন করে নীড়ে ফেরে সাদা বক
সারাদিনের কর্মক্লান্তির পরে একটু
শান্তির খোঁজে।
প্রতারিত হবে না , ভরসা রাখতে পারো।
সুখ স্বাদের সবটুকু চাওয়ার, পরিপূর্ণতার
ফুল ফসলে ভরাবো তোমার মন এবং মনন।
বাসন্তী আবেগে উড়াবো তোমার পছন্দের ফানুস।
উড়বে তোমার সেই আকাশনীলে।
যেখানে ছিলো তোমার বাস।
চলে এসো এই সোঁদা গন্ধ মাখা মাটির বুকে।
এই হিমভেজা শিশির সিক্ত ঘাসের বুকে।
এসো এই সবুজ বনানীর মায়ায়।
এসো এই লাল সাদা শাপলা শালুক ফোঁটা
শান্ত ঝিলের ধারে।
বটের শীতল ছায়ায়।
যেথায় ব্যস্ত পাখ পাখালী আপন খেয়ালে।
মেঘ উড়ে যায় নীলের দেয়ালে।
এসো এক ছুটে চলে এসো।
এসো সেই বাংলা মায়ের কোমলপ্রাণে।
এসো সুখ শান্তি অপার স্নেহছায়ায়।
০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:৩১
ইসিয়াক বলেছেন:
ঈদ মোবারক প্রিয় দাদা।
আশা করি কুশলে আছেন।নিরন্তর শুভকামনা রইলো।
২| ০২ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার কবিতা আমার ভালো লাগে। আপনি কবিতা সহজ ভাবে লিখেন। সহজ শব্দ ব্যবহার করেন।
ঈডের দিন কিভাবে কাটালেন? লিখে ফেলুন।
০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
ইসিয়াক বলেছেন:
দুঃখে ভরা জীবন আমার ,দুঃখে কাটে জীবন।
৩| ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈদ মোবারক।
০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
ইসিয়াক বলেছেন:
ঈদ মোবারক ভাইয়া।নিরন্তর শুভকামনা।
৪| ০২ রা আগস্ট, ২০২০ বিকাল ৫:১২
খায়রুল আহসান বলেছেন: সুন্দর আহবান। +
০২ রা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
ইসিয়াক বলেছেন:
ঈদ মোবারক প্রিয় ব্লগার।
পাঠে মন্তব্যে ও প্লাসে কৃতজ্ঞতা রইলো।
নিরন্তর শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২০ সকাল ১০:২৯
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ধন্যবাদ একটি কোমল কোমল কবিতা পড়ানোর জন্য।
শুভকামনা।