নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

তিক্তানুভূতি

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩৬


লিখে কি কিছু হবে?
হয়েছে কি কোন সমাধান?
প্রতিবাদ করেই বা কি হবে?
লোপ পেয়েছে কি
দুর্জনের মনের মধ্যে লুকিয়ে থাকা পশুত্ব?
এতো লেখা লেখিতে
এতো প্রতিবাদেও,
জাগেনি বিবেক ওই সব নরপশুদের।
এতো আলোচনা সমালোচনায়
নড়েনি টনক ওই প্রশাসনের বা রাজনৈতিক নেতা নেত্রীর।
বরং তারা নানা যুক্তি তর্ক ও কাঁদা ছোড়াছুড়িতে লিপ্ত বরাবরের মতো।
হায় বাঙালি জাতি!

আমি আর সইতে পারছি না এ যাতনা।
আমি আবারো বলছি
আর সহ্য করা যাচ্ছে না।
সীমা ছাড়িয়ে যাচ্ছে সব অন্যায়ের।
নিত্য চারিপাশে ধর্ষিতার, নির্যাতিতার
চিৎকার কান্না, হাহাকার।
লজ্জায় আমার মাথা মাটির সাথে মিশে যাচ্ছে।
আজ আমার আর অহংকার করার মতো কিছুই আর নেই।
সব হারিয়ে
আমি আজ হতাশার সাগরে নিমজ্জিত।
আমি পতিত।

আমি হতভম্ব,আমি বাকরুদ্ধ।
আমি দুঃখিত, আমি ব্যথিত।
আমি অতিশয় আতঙ্কিত।

এরপরে কে?
এরপরে কে হবে বিকৃত মনষ্ক পশুদের লালসার স্বীকার।
আমার মা, আমার বোন নাকি আমার অশীতিপর বৃদ্ধা দাদী।

সভ্যতার সুযোগ সুবিধাগুলি
আজ অসভ্য জানোয়ারদের দখলে।
কেউ আজ কোথায়ও নিরাপদ নয়।

দেশ আজ বিবস্ত্র!জাতী আজ উলঙ্গ!
বর্বর, অসভ্য, অর্বাচীন,অমানবিক অমানুষের করালগ্রাসে সমাজ।

একজন নারী,আমার মা-
একজন কিশোরী,আমার বোন-
একজন কন্যা,আমার মেয়ে।
কোথায় পাবে নিরাপত্তা?
কে দেবে ভরসা।

এই সমস্ত নরপশুদের কি রকম রুচিবোধ?
কেমন তাদের পারিবারিক বা সামাজিক শিক্ষা?
ধিক্কার জানাই।
আমি তীব্র নিন্দা জানাই।

আমি অবাক হয়ে ভাবি,
এরা কি জন্মায়নি কোন মায়ের জঠরে।
এরা কি স্নেহ ভালোবাসা পায়নি কোন বোনের।
এদের কি পারিবারিক জীবন বলে কিছু নেই?
নেই কোন সামাজিক দায়বদ্ধতা?

এই সকল নরপশুদের প্রতি রইলো সীমাহীন ঘৃণা।
এদের নাকে-মুখে থুঃ থুঃ থুঃ।
এদের পশ্চাতে মারি লাথি।
©রফিকুল ইসলাম ইসিয়াক
ফুট নোটঃ
তিক্ত-তিত রস যুক্ত বা স্বাদযুক্ত। অপ্রীতিকর।
অনুভূতি - উপলব্ধি।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯

অধীতি বলেছেন: বিকৃত হয়ে যাচ্ছি দিন দিন এগুলো দেখে

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৯

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন

২| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যাদের ভাল হবার জন্য লিখছেন তারা কি জীবনেও এই সব লেখা পড়ে যে ভাল হবে।পড়ে না,পড়ার প্রশ্নই আসে না।যদিও বা কেউ পড়ে,পড়ে হাসে।
সমাজের সকল শ্রেনীর মানুষের সাথে গভীর ভাবে মিশলে তাদের শ্রেনী চরিত্র ভাল ভাবে বুঝাযায়।সকলকে পরিবর্তন করার পথ এক না।বিস্তারিত লিখতে গেলে ধান বানতে শিবের গীত হয়ে যাবে।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৩

ইসিয়াক বলেছেন: সত্য বলেছেন ভাই।আসলে আমাদের দূর্ভাগ্য।
ভালো থাকুন।

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪১

ইফতি সৌরভ বলেছেন: কোন কিছুতেই কিছু হবে না! হায়েনাগুলো জীবন্ত হয়েছে এক বিশেষ ছায়াবৃক্ষে, দাঁত কেলিয়ে হাসছে আমাদের ছটফটানি দেখে।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮

ইসিয়াক বলেছেন: সব কিছু খারাপ মানুষদের দখলে চলে গেছে।

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৩

মা.হাসান বলেছেন: লিখে কি হবে? লাইক হবে, ভিউ হবে, কমেন্ট হবে।
লিখে কি সমাজ বদলানো যায়? মনে হয় না। ২ নম্বর কমেন্টকারির সঙ্গে আমার চিন্তার অনেক ফারাক, তবে এই ক্ষেত্রে অনেক খানিই সহমত।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৬

ইসিয়াক বলেছেন: আসলেই লিখে সমাজ বদলানো যায় না।তবুও মনের শান্তির জন্য লেখা।

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬

ঢুকিচেপা বলেছেন: “ লিখে কি কিছু হবে?”

লিখতেও হবে বলতেও হবে। প্রাচীর হয়ে দাঁড়াতে না পারলে পরিনাম হবে ভয়াবহ।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৮

ইসিয়াক বলেছেন: লিখতেও হবে বলতেও হবে। প্রাচীর হয়ে দাঁড়াতে না পারলে পরিনাম হবে ভয়াবহ।
সত্যি তাই।হোক প্রতিবাদ।

৬| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: কই আপনি লোকজনের মন্তব্যের উত্তর দেন না কেন?

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৯

ইসিয়াক বলেছেন: হে হে হে

৭| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১২

করুণাধারা বলেছেন: এই তিক্তানুভূতি আমারও মনে। শুধু মনে হয়, লিখে কি কিছু হবে?

অনুভূতির প্রকাশ সুন্দর হয়েছে ইসিয়াক।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২১

ইসিয়াক বলেছেন: তবুও হোক প্রতিবাদ।

৮| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪২

আল-ইকরাম বলেছেন: ইসিয়াক ভাই, বিশ্বের সকল সমস্যারই সমাধান আছে। যা কিছুই অতি রঞ্জিত তা’ই বেমানান ও ধ্বংস প্রাপ্ত। সমাজের এই পৈশ্বাচিক কর্মযজ্ঞও এর বাইরে নয়। তবে তা সময় সাপেক্ষ। কিন্তু সেই অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করাটাই দুঃসহ। মহান আল্লাহ্ পাক্ আমাদেরকে এই ভয়াবহতা থেকে পরিত্রাণ দিন।

৯| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: তবুও লিখবেন। লিখেই যাবেন। মনে রাখবেন,কলম থেমে গেলে সভ্যতার গতিও থমকে যাবে। বিবেকবার্তা একদিন না একদিন ঠিকই পৌঁছে যাবে। তাই লেখা বন্ধ করলে চলবে না।

দ্রোহের আগুন আজ চারিদিকে। কবিতা ভালো লেগেছে।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.