নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

লজ্জাবতী লতা

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৫



ছুঁয়ে দিলেই নুয়ে পড়ো
এ কেমন কথা!
এসেছিলো কেউ একজন
কেমনে পাও এ বারতা?
দৃষ্টি শক্তি নেই তো তোমার
নেই কর্ণকুহর।
স্পর্শেই মিষ্টি অনুভূতি
জাগাও বুকের ভিতর?
ফুলেতে তোমার লাজ নেই,
লজ্জা সব পাতায়।
কি যে কান্ড ভেবে ভেবে
কিছুই আসে না মাথায়।
আবার যদি লজ্জা পাও
আবারো দেবো ছুঁয়ে।
দেখি তে কত লজ্জা পাও?
কতবার পড়ো নুয়ে?
©রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৩

নেওয়াজ আলি বলেছেন: ছোটকালে রেললাইনে ছুয়ে দিতাম লজ্জায়। খোমটা দিয়ে মুঘ ডাকতো তা। :D

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৯

ইসিয়াক বলেছেন: এখন লজ্জাবতী গাছ খুব একটা দেখা যায় না। তবে আমি বাড়িতে লজ্জাবতী গাছ লাগিয়েছি।ফুল ফুটিয়ে বীজ দিয়েছে। তবে বীজ এখনো পাকেনি।

২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: লজ্জা থাকা ভালো।

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫১

ইসিয়াক বলেছেন: তবে আপনার মতো এতো লাজুক লোক আমি দেখিনি।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: ছোটবেলার অভ্যেস ছিল লজ্জাবতীকে স্পর্শ করে বুঁজে দেয়ার। কবিতা পড়ে এবং ছবি দেখে সে স্মৃতির কথা মনে পড়লো।
কবিতা ভাল লেগেছে। + +

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৫

ইসিয়াক বলেছেন: প্রথমে চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন।
ছোটবেলাতে আমাদের স্কুলের মাঠেও লজ্জাবতী গাছ দেখেছি। তার পাতা ছুঁয়ে দিয়ে আনন্দ করতাম।
কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
শুভকামনা।

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫৪

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় স্বপন ভাই। শুভকামনা।

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: লজ্জাবতী ফুলের একবিন্দু লজ্জা নাই।

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯

ইসিয়াক বলেছেন: ঠিক তাই ভাইয়া।অবাক করার মতো ব্যাপার ।
শুভকামনা।

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ২:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এ এক বিচিত্র অনুভুতির গাছ।তাই এর নাম লজ্জাবতী।

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০০

ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা । শুভকামনা।

৭| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০১

এম ডি মুসা বলেছেন: লজ্জাবতী গাছ/লতা/ মানে পৃথিবীতে লজ্জা বলতে একটা শব্দ অবশ্যই আছে গাছ থেকে মানুষ এটা বুঝতে পারে ।
আজকাল তো মানুষের লজ্জা শরম বলে কিছুই নাই মহিলা-পুরুষ কি অবস্থা।
লজ্জা অবশ্যই ভূষণ। আজকাল লজ্জা-শরম কমে যাওয়ার কারণে মানুষের এত বিভ্রান্তি মেয়েদের এত বিভ্রান্তি তারা এখন বিভিন্ন দিক আছে

২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.