নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
শুভ জন্মদিন প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই। অনেক অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইলো। আপনার আগামী দিনগুলি সুন্দর কাটুক এই কামনা করছি।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫০
ইসিয়াক বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় মা.হাসান ভাই্।
২| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: শুভ জন্মদিন ভৃগুভাই।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫২
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রহর ভালো থাকুন।
৩| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন: আমার পক্ষ থেকে ও জন্মদিনের শুভেচ্ছা ভৃগু ভাই কে !
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু্
৪| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
উনার জন্য জন্মদিনের অভিনন্দন।
আপনি উনার জন্মদিনে ৩ লাইনের বেশী লিখতে পারলেন না? উনার ব্লগিং, চিন্তাভাবনা, ইত্যাদি নিয়ে লিখে উনাকে পরিচয় করায়ে দিলে ভালো হতো!
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১১
ইসিয়াক বলেছেন: আপনি ঠিকই বলেছেন । আমি সত্যিই দুঃখিত। আসলে প্রস্তুতি ছাড়া তো হুট করে লেখা যায়না। ভবিষ্যতে প্রিয় ভাইকে নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা রইলো।
আর এই পোস্টের পুরো ক্রেডিট প্রাপ্য আমাদের প্রিয় ব্লগার পদাতিক চৌধুরির। তিনি যদিও অসুস্থ তবু আমাকে অনুরোধ করেছেন প্রিয় বিদ্রোহী ভৃগু ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটা পোস্ট দিতে। অনেক বড় মনের মানুষ দাদার জন্য শুভকামনা রইলো।
ভালো থাকুন।
৫| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: শুভেচ্ছা, শুভেচ্ছা।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৩
ইসিয়াক বলেছেন: আপনাকে ধন্যবাদ প্রিয় কবি।
৬| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই সবার জন্মদিনের খোঁজ রাখে
আমি বুড়ো বলে কেউ একটুও খোঁজ
রাখেনা । শুভ জন্মদিন ভৃগু দাদা!
খানা পিনা হবে না !!
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭
ইসিয়াক বলেছেন: প্রিয় নুরু ভাই এবার জন্মদিনে নিশ্চয় একটা কবিতা সহ পোস্ট দেবো আপনাকে নিয়ে। সত্যি বলছি।
নিজেকে একটুও বয়স্ক ভাববেন না।আমরা সবাই যুবক। পঁচিশ বছরের জোয়ান তাগড়া যুবক ।
৭| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক ,
জন্মলগ্নেই তো ওঁয়া ওঁয়া করে চেঁচিয়ে বিদ্রোহের সূচনা করেছিলেন তিনি।
সেই দিনটির স্মরণে কামনা - সেই বিদ্রোহ অটুট থাকুক প্রয়োজনে, আরো শতাব্দীকাল।
শুভেচ্ছা, বিদ্রোহী ভৃগুর জন্মদিনে।
আপনাকেও একই সাথে ধন্যবাদ, প্রিয় এক ব্লগারের জন্মদিনটিকে স্মরণ করিয়ে দেয়ার জন্যে।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৯
ইসিয়াক বলেছেন: মন্তব্যে ভালো লাগা জানবেন প্রিয় ব্লগার।
বিদ্রোহ অটুট থাকুক, আরো শতাব্দীকাল।
ধন্যবাদ।
৮| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৯
সোহানী বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ভৃগু। জীবন কাটুক অনেক আনন্দে..............
ইসিয়াক, ধন্যবাদ আপনাকে স্মরণ করানোর জন্য।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৩
ইসিয়াক বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু্ ।
ভালো থাকুন।
৯| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪১
করুণাধারা বলেছেন: জন্মদিনে অনেক শুভেচ্ছা ভৃগু, জীবন শান্তিময় হোক।
ধন্যবাদ ইসিয়াক, ভৃগুর জন্মদিন মনে করিয়ে দেবার জন্য।
১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন সবসময়।
১০| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫০
আল-ইকরাম বলেছেন: শুভ জন্মদিন ভৃগু ভাই। ভাল থাকুন সুস্থ থাকুন। নিরন্তর শুভেচ্ছা আপনাকে ও আপনার বন্ধু বর ইসিয়াক ভাই কে।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯
ইসিয়াক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই্। শুভকামনা।
১১| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫১
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। ইসিয়াক আপনাকে ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯
১২| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৩
নতুন নকিব বলেছেন:
ভৃগু ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। আপনাকেও শুভকামনা অনেক।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়।
১৩| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা প্রিয় বিদ্রোহী ভৃগু ভাই
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ রইলো ভাইয়া।
১৪| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: প্রিয় নুরু ভাই এবার জন্মদিনে নিশ্চয় একটা কবিতা সহ পোস্ট দেবো আপনাকে নিয়ে। সত্যি বলছি।
জানিনা সে আশা আপনার পূরণ হবে কিনা!
কারণ এক মিনিটের নাই ভরশা,
বন্ধ হবে রং তামাশা
চক্ষু মুদিলে, হায়রে চক্ষু মুদিলে !!
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৮
ইসিয়াক বলেছেন: না নুরু ভাই, এমন করে বলতে নাই। আল্লাহভরসা। দেখা হবে নিশ্চয় আপনার জন্মদিনে। শুভকামনা।
১৫| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৫
মা.হাসান বলেছেন: পদাতিক ভাইকেও অনেক ধন্যবাদ।
নূরু ভাইয়ের জন্মদিন+বিবাহ বার্ষিকী
রাজীব নুর ভাইয়ের জন্মদিন+বিবাহ বার্ষিকী- মোট আট টি পোস্ট দেবেন।
আট কেমন করে হয় আমাকে জিজ্ঞাসা করবেন না।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৯
ইসিয়াক বলেছেন: হা হা হা ......আপনি কিন্তু খুব মজার লোক সত্যি বলছি।
১৬| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৭
নেওয়াজ আলি বলেছেন:
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৭| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৪২
স্থিতধী বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভৃগু ভাই।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৮| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আরে আরে দেখো দিকি কি কান্ড!
সারাদিন অফিসে ব্যাস্ততার ফাঁকে ফাঁকে ফেসবুকে যাও টাচে ছিলাম, সামুতে ঢুকতেই পারিনি।
এর মাঝে রাতে ফিরে দেখি ইসিয়াক ভাইয়ের এই পোষ্ট!
অনেক অনেক ধন্যবাদ ইসিয়াক ভায়া
স্মরনের অবসরে
রাখলে ঋণি করে
কৃতজ্ঞতা আর শুভকামনা
রইল অফুরান ভায়া তোমার তরে
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০২
ইসিয়াক বলেছেন: কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভকামনা।
#দেরিতে প্রতি মন্তব্যের জন্য সত্যি দুঃখিত।
১৯| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ মা. হাসান ভাই, কবিতা পড়ার প্রহর,
মনিরাপু, চাঁদগাজি, সম্রাট ইজ বেস্ট ভায়া- সব্বাইকে অন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
@ নুরু ভাই- হাহাহা কে বলেছে আপনি বুড়ো?
গান শোনেন নি- চুল পাকিলে লোকে হয়না বুড়ো ইসিয়াক ভায়ার প্রতিমন্তব্যে উজ্জিবীত থাকুন
"নিজেকে একটুও বয়স্ক ভাববেন না।আমরা সবাই যুবক। পঁচিশ বছরের জোয়ান তাগড়া যুবক "
@আহমেদ জী এস ভায়া, ওয়া ওয়া তো সকলের সুতীব্র প্রতিবাদ কিংবা ভয়ের ফল
নিশ্চিত আবাসন ছেড়ে অনিশ্চিত ভুবনাগমের শুন্যতানুভব !
বিদ্রোহের বীজ রয়ে গেল কেবলই হৃদয়ে-
আষ্টেপৃষ্টে বেঁধে রাখা জাগতিকতা তারে বিকশিত হতে দিলো আর কই?
জীবন দর্শনের সেই মন্ত্র আর জাগালো কই- যা পৌঁছয়া ফাসির মঞ্চে জীবনের জয়গান গাইতে গাইতে!
মরেও অমর সেই দ্রোহেই না পূর্নতা।
শুভদিনে দোয়া করবেন- যেন ছিটেফোটা হলেও নামের আছড় বাস্তবায়ন করতে পারি।
@ সোহানী- শুভকামনায় কৃতজ্ঞতা।
@ করুনাধার - শুভকামনা ফূর্ন হোক
@ আল-ইকরাম ভায়া- অনেক ধন্যবাদ ।শুভকামনায় শুভেচ্ছা
@ রাজিবনূর, @ নতুন নকিব, @পাগলা জগাই দাদা
সক্কলের প্রতি অভিবাদন। অনেক অনেক ধন্যবাদ।
@ নেওয়াজ আলী ভাইর সাদা ফুলের শুভকামনায় অনেক অনেক সাদা সাদা শুভেচ্ছা
@স্থিতধী ভায়া - অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইল
@ পদাতিক ভায়া-
আপনি করোনার এই কঠিন আক্রান্ত অবস্থায়ও এই অধমকে মনে রেখে ইসিয়াক ভাইকে দিয়ে যে ভালবাসার প্রকাশ ঘটালেন তা সত্যি অনন্য। আমাকে চিরদিনের মতো ঋনি করে রাখলেন। ইচ্ছে রইলো- যদি বেঁচে থাকি এমনি ভালবাসায় যেন বাঁধতে পারি আপনাকে এবং সবাইকে।
আপনার জন্যে অনেক অনেক দোয়া, প্রার্থনা, শুভকামনা
করোনার কঠিন আঘাত থেকে দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভাবী, বৌদি এবং আমাদের জুনিয়র কবি সকলেই যেন সুস্থ থাকেন।
পরম দয়ালের পরম দয়া ঘিরে রাখুক আপনাদের সর্বদাই। সুস্থ হয়ে ফিরে আসুন আবার আমাদের মাঝে।
২০| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন: সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা সহ শুভকামনা।
ভালো থাকুন সবাই।
২১| ১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৪
ভুয়া মফিজ বলেছেন: আগামী ১০০ বছর এই দিন ঘুরে ঘুরে আসুক........আপাততঃ এর চেয়ে বেশী দুরে ভাবতে পারছি না!!
বিদ্রোহী যেন এর মধ্যে রণক্লান্ত না হয়......জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
২২| ১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
সুপ্রিয় কবি বিদ্রোহী ভৃগু'র শুভ জন্মদিনে রইল
প্রাণডালা শুভেচ্ছা । তাঁর সুস্বাস্থ , দীর্ঘাযু এবং
উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বাংলা সাহিত্যের
কাব্যের ভুবনে তাঁর শক্তিশালী পদচারনা আরো
বেগবান হোক এ্ প্রত্যাশাই রইল ।
আপনার প্রতিও রইল শুভেচ্ছা।
২৩| ১৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩
নূর আলম হিরণ বলেছেন: শুভ জন্মদিন। ধন্যবাদ আপনাকেও।
২৪| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধেয় কবি বিদ্রোহী ভৃগু ভাইকে। ধন্যবাদ আরেক কবি ইসিয়াক ভাইকে।
শুভেচ্ছা সকলকে।
২৫| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪২
মিরোরডডল বলেছেন:
বিলেটেড হ্যাপি বার্থডে ভৃগু !
অভিজ্ঞতার ঝুলিতে অনেক কিছু ভরেছে সেতো বোঝাই যাচ্ছে ।
জীবন থেকে কতো মাইনাস হলো ?
অবশ্য তাতে কিছুই যায় আসেনা ।
সদা এরকম চিরসবুজ থাকবে এই প্রত্যাশা ।
ভাবছি একটা গান দিবো কিনা । দিয়েই যাই ।
অল টাইম ফেবারিট একটা গানের বাংলা করেছে দু একজন, প্রিয় একটা ।
নাও আরও কাছে নাও
টেনে নাও অন্তরে
দাও আরও প্রেম দাও
আরও নিবিড় করে
২৬| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৩
কলিমুদ্দি দফাদার বলেছেন: শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা।
বিদ্রোহী ভৃগু কত বছরে পদার্পণ করলেন ঐই প্রসঙ্গে যাব না,
শুধু ওনার নামের সারাংশ যদি একটু ব্যখ্যা করতেন?
২৭| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: আপনি আমার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন। আপনি ভালো মানুষ।
২৮| ১৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪২
ঢুকিচেপা বলেছেন: ভৃগু দাদার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।
দেরিতে শুভেচ্ছা জানালাম কিন্তু কেক এর ভাগ পুরোটাই চাই।
ইসিয়াক ভাই আপনার কবিতার পাঠক (ঠাকুর মাহমুদ) অনেকদিন হলো অনুপস্থিত. খোঁজ নিয়েছেন ?
২৯| ১৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪২
জুন বলেছেন: .
বিদ্রোহী ভৃগুর জীবন আনন্দময় হোক
৩০| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: @ ভূয়া মফিজ ভাই -শতবর্ষের শুভকামনা শতকোটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
@ ডঃ এম এ আলী - আপনার আ্ন্তরিক শুভকামনায় কৃতজ্ঞতা অফুরান। আপনার মতো বিরাট মানুষের কাছ থেকে এ আমার অনন্য পাওয়া। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
@ নূর আলম হিরণ - অনেক অনেক ধন্যবাদ ভায়া
@ পদাতিক চৌধুরি - এই যে নাটের গুরু ভায়া আগে বলুন আছেন কেমন? সুস্থ হয়েছেন তো? আপনিতো আমায় কৃতজ্ঞতার বাঁধনে বেঁধে নিলেন, ঋণি করে নিলেন অনন্তের তরে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা। এই অসুস্থতার মাঝেও স্মরণ করেছেন তাতে অন্তরিক ধণ্যবাদ। অনন্তকাল ভাল থাকুন। সূখে থাকুন।
@ মিরোরডডল - ওয়াও... দারুন গানে দারুন কথায়, শুভকামনায় শুভেচ্ছা অন্তহীন কৃতজ্ঞতা জানবেন।
প্লাস মাইনাস এইতো খেলা- এসেছি কেউ চলে গিয়েছিল, নতুন কেউ আসবে আমি চলে যাবো... অনন্ত চক্র...
ভাল থাকুন ..
@ কলিমুদ্দি দফাদার ... হা হা হা ..শুনেছি মেয়েদের বয়স আর পুরুষের বেতন জানতে চাওয়া শোভন নয় এখন অবশ্য সমানাধিকারের যুগে সবাই সমান চান্স নিচ্ছে
আপনার জিজ্ঞাসার জবাব খুঁজতে পুরানো পোষ্টটা সাহায্য করবে বোধকরি। ভৃগুমুনির সাতকাহন
@ঢুকিচেপা - অনেক ।নেক ধন্যবাদ ভাই। কেকের নিমন্ত্রন রইল
@ জুনাপু - শুভকামনা কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ
৩১| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: একজন সহব্লগারের জন্মদিনে ছোট হলেও একটি পোস্ট লিখে সবাইকে শুভেচ্ছা জানাবার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এ ছাড়াও, আরো ধন্যবাদের সাথে উল্লেখ করতে চাই, এর আগেও আপনি রাজীব নুরের জন্মদিনে একটি পোস্ট দিয়েছিলেন।
বিদ্রোহী ভৃগু এর জন্মদিনে তাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা! তিনি শতায়ু হউন, অন্যায় অনাচারের বিরুদ্ধে বিদ্রোহী কলমে ও কন্ঠে সোচ্চার থাকুন!
তার জন্য দোয়া রইলো, আল্লাহ সহায়!
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
মা.হাসান বলেছেন: ভৃগু ভাইকে অনেক শুভেচ্ছা। এমন দিন বারে বারে আসুক।
পোস্টের জন্য আপনাকেও ধন্যবাদ।