নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

শরৎ ঋতু

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৭



শ্বেত শুভ্র কাশ ফুল
উতলা হাওয়ায় দোলে।
নীলাম্বরে মেঘের ভেলা
লুকোচুরি খেলে?

শিউলি ঝরা প্রভাতকালে
মন কেমনের ক্ষণ।
সিগ্ধ রোদের নরম ছোঁয়ায়
ব্যাকুল উদাসী মন।

বকের সারি মনোহারী
কোন সুদূরে ধায়?
দিক হারানোর ভয় তাদের
একটুও কি নাই?

শান্ত নিথর ঝিলের জলে
রক্ত কমল ফোটে।
মধু লোভী অলি সেথায়
দল বেঁধে জোটে।

হিম জড়ানো ঘাসের ডগায়
রোদ ঝলমল হাসে।
নতুন আশা স্বপ্ন নিয়ে
শরৎ ঋতু আসে ।
© রফিকুল ইসলাম ইসিয়াক

ছবি গুগল থেকে


মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৪

শরতের ছবি বলেছেন: ভালো লেগেছে শরতের কথা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৪

ইসিয়াক বলেছেন:






শরতের ছবি আপনাকে আমার পাতায় স্বাগতম।

কবিতাটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। লাইকে অনুপ্রাণিত হলাম। আশা করি এভাবে আপনাকে সবসময় পাশে পাবো আমার কবিতায় বা গল্পে। শুভকামনা রইলো । ভালো থাকুন সবসময়।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: এইতো খুব ভালো কবিতা হয়েছে।‌ ++ পরপর দুটি ভালো কবিতা উপহার দিয়েছেন।

শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সহ শুভকামনা রইল আপনার জন্যও প্রিয় দাদা।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: শরৎ মানেই কাশবন আর সাদা মেঘের ভেলা। কবিতা উপভোগ করলাম।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৫

ইসিয়াক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভকামনা সতত।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩২

হাবিব বলেছেন: সুন্দর কবিতা

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

শুভকামনা রইল।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: হ্যালো ইসিয়াক---
কি খবর আপনার?

শরত ঋতু আমার সবচেয়ে প্রিয় ঋতু।

১২ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

ইসিয়াক বলেছেন: হ্যালো রাজীব নূর ------
আমি ভালো আছি।

বসন্ত আমার সবচেয়ে প্রিয় ঋতু।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৩

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: শরত ঋতু নিয়ে কবিতা। নীল আকাশে কে ভাসাল সাদা মেঘের ভেলা।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন:




*আলবার্ট আইনস্টাইন* আপনাকে আমার ব্লগে স্বাগতম।

কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৩

কালো যাদুকর বলেছেন: দারুন। এখন শরৎকাল তাই না?

এখনোও মনে হয় গরম ভালই আছে, তবে গ্রামে একটু একটু ঠান্ডা পাওয়া যায় বিকেল বেলায়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০১

ইসিয়াক বলেছেন: জ্বী এখন শরৎকাল । শহরে গরম ভালোই আছে তবে হ্যাঁ বিকালের দিকে গ্রামে একটু ঠান্ডা হাওয়া বয়।

শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.