নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
এক ঝাঁক সাদা বক উড়ে যায়
অবাক কিশোর মন ছুঁয়ে যায়
কোথা যায় ওরা সব কোথা যায়?
একলা সকাল আনমনে চেয়ে রয়
কেমন যেন অদ্ভুতুড়ে উতলা সময়
মন যমুনায় অচেনা বোধের নবোদয়।
এক কিশোরী আলুথালু এলো চুলে
পথ চলছে দাদরা তালে হেলে দুলে
মলখানি অসাবধানে গেল খুলে।
খেয়ালী মন ব্যকুল হল ব্যতিক্রমে
অবাক চোখে তাকিয়ে রই অনুপমে
পিছু নেই স্বীয় অজান্তে ক্রমে ক্রমে।
হঠাৎ কিশোরীটি পিছন পানে রেগে তাকালো
বলল,কি মতলবে করছো এমন ছ্যাবলামো?
আমি বললেম মল যে তোমার ওইখানে খুলে গেল।...
এক হ্যাঁচকা টানে কিশোরী মলটি নিল কেড়ে
বেহাত সে মল খুঁজি আমি সম্বিৎ ফিরে
ইত্যবসরে চলে গেছে সে অনেকটা দূরে।
আমি চেয়ে রই অবাক হই বিহ্বল দৃষ্টিতে চেয়েই রই
মন পোড়ে,কিসের ঘোরে কে জানে বেশ অবাক হই
আমি কি তার কেউ হই? তার তো আমি কেউ নই।
তবু কেন এমন হয় ....
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবিটি গুগোল থেকে নেওয়া।দুঃখিত ছবির লিঙ্ক যুক্ত করা যাচ্ছে না ।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৮
ইসিয়াক বলেছেন:
নারীর মন বলে কথা ,কি ভেবেছে কে জানে? হা হা হা .......।
ভালো থাকুন সবসময়।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫২
শায়মা বলেছেন: ইশ ভাইয়া মলটা দিয়ে দিলে কেনো???
এত্ত সুন্দর মলটা।
কসম এটা দেখতেই পোস্টে ঢুকেছিলাম।
হায় হায় এত সুন্দর মল কই পাওয়া যায়।
তারপর কবিতটা পড়ে বুঝলাম মল কাহিনী।
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪০
ইসিয়াক বলেছেন:
মলটা কি আর এমনি দিয়েছি নাকি! কেড়ে নিলো যে ।
মলটা সত্যিই সুন্দর।
ঠিক আছে আপুনি আমি আজই খোঁজ লাগাবো । এমন মল পেলেই তোমার ঠিকানায় কুরিয়ার করে দেবো। কসম।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩১
চাঁদগাজী বলেছেন:
লেখাটা কি আপনার?
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৭
ইসিয়াক বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
লেখাটা কি আপনার?
জ্বী লেখাটা আমার । আপনি এর আগেও একটা কবিতায় লেখাটা আমার কি না জানতে চেয়েছিলেন। জানি না কেন?
ধন্যবাদ
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬
চাঁদগাজী বলেছেন:
পড়লে মনে প্রশ্ন আসে, সেজন্যই জিজ্ঞাসা করা!
১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৯
ইসিয়াক বলেছেন:
ও, আচ্ছা ! ঠিক আছে। ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০০
জুন বলেছেন: কবিতায় বরাবরের মতোই মুগ্ধতা। পায়ের মল হাতের কাকন নিয়ে অনেক কবিতা রচিত হয়েছে তারপরও এ নিয়ে যখন নতুন কবিতা পড়ি তখন মনে হয় বাহ এটাও তো দেখি মন ছুয়ে যাওয়া কিছু পংতি।
ভালোলাগলো অনেক ইসিয়াক।
+
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
ইসিয়াক বলেছেন:
প্রিয় ব্লগার কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভীষণ ভালো লাগলো। অনুপ্রাণিত হলাম।
শুভ কামনা রইলো।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: আজকাল আপনি আমার পোষ্টে আসেন না!!!!
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন:
আসলে হাতে সময় খুব কম। স্কুল খুলে গেছে। তার উপর কয়েকটি উপন্যাস নিয়ে ভীষন ব্যস্ত আছি। এখন না লিখলে প্লটগুলো এলোমেলো হয়ে যাবে। পাশে আছি পাশে থাকুন । শুভকামনা রইলো।
৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২৩
নেওয়াজ আলি বলেছেন: বাহ্ চমৎকার
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০
ইসিয়াক বলেছেন: অনেকদিন পরে মহী ভাই। ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।
৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৪
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই মুগ্ধতা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০২
ইসিয়াক বলেছেন:
প্রিয় ব্লগার আপনার মন্তব্য আমাকে সবসময় অনুপ্রেরণা দেয়। অশেষ কৃতজ্ঞতা রইলো ।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: থ্যাঙ্কু না দিয়ে কটু কথা। বেইনসাফি হয়ে গেলো। কারো পিছু নেয়া মানেই কি খারাপ কিছু!