নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
মেঘ গলে শুধু জল হওয়াটাই বাকি
এমন প্রহরে আছি যেমনটা থাকি।
কল্পনার রঙে বৃষ্টিতে আমি ভিজি
স্মৃতির পাতা উল্টে কিছু সুখ খুঁজি।
বিদায় বেলায় বলে গেলে কি এমন হতো
হাজার প্রহর কাটলো তবু হলে না বিগত।
যা কিছু স্মৃতি রয়েছে এখনও সতেজ এবং সজীব
বেদনার নীল ক্যানভাসে আঁকা আমি কেবলই নির্জীব।
© রফিকুল ইসলাম ইসিয়াক।
২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৪
ইসিয়াক বলেছেন: নতুন তিনটা থ্রিলার লিখছি। একটা সম্পূর্ণ শেষ। দুইটা কিছুটা বাকি ।যেহেতু আকারে বেশ বড় তাই পোস্ট দিচ্ছি না। ব্লগে বড় গল্পের পাঠক কম তাই ভাবছি পোস্ট দেবো কি না? আপনাকে গল্পের লিঙ্ক দিয়ে দিবো আগামীকাল।
ভালো থাকুন।
শুভকামনা রইল।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩
অর্ক বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫০
ইসিয়াক বলেছেন:
অনেক ভালো লাগলো প্রিয় ব্লগার আপনার মন্তব্য পেয়ে।
কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকুন সবসময়।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: চারটি দ্বিপদীতে মনের কথাগুলো খুব সুন্দরভাবে ব্যক্ত হয়েছে।
স্মৃতি 'সতেজ ও সজীব' হলেও, স্মৃতিধারী 'নির্জীব' - ভাবনাটা ভালো লেগেছে।
পোস্টে প্লাস। + +
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫১
ইসিয়াক বলেছেন:
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম প্রিয় ব্লগার।
অশেষ কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: নতুন কোনো থ্রিলার লিখছেন না কেন?
আপনার কিছু প্রিয় বই একদিন পোষ্ট দিবেন।