নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
শোন মেয়ে,
তোমার চোখের কাজলে আমায় যত্নে এঁকো
ইচ্ছে খুশির আলো ছায়ায় সুখ দুঃখ রেখো।
মায়ায় মুড়ে গভীর হতে খুব গভীরে
হৃদয় আমার ছুঁয়ে যেও আলতো করে।
শোন মেয়ে,
তোমার পাশে আমার ছবি যখনই দেখি
নিজেকে লাগে পৃথিবীতে সবচেয়ে সুখী।
ছবির মত এমন করেই পাশে থেকো
মনের অতল স্পর্শ ছুঁয়ে যত্নে রেখো।
শোন মেয়ে,
ভোরের বেলা ফুল কুড়ানো শুভ ক্ষণে
সেই যে প্রথম চোখাচোখি কুসুম বনে
কেমনে জানি মন হারালো তোমার পথে
সেই থেকে ঘুরছি আমি একই আবর্তে।
শোন মেয়ে,
বাঁশির সুরে তোমায় আমি ডাকবো যখন
দম বন্ধ করা প্রতীক্ষাতে যেনো থাকবো তখন
একটু ব্যস্ততায় একছুটে আসবে আশা করি
বিরহ কাতর এই প্রেমিকের যে সয় না দেরি।
© রফিকুল ইসলাম ইসিয়াক
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক কবি দা
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৯
ইসিয়াক বলেছেন:
কবি যখন বলছে রোমান্টিক তখন তা নির্দ্বিধায় মানতেই হবে, কি বলেন প্রিয় লিটন ভাই?
শুভেচ্ছা রইলো।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন:
শেফালী ঝরার মত ঝরে পড়ে ভালবাসা
মনের সবুজ আঙ্গিনায়। অপলক দেখে
অবাক বালিকা বিমোহিত হয় আনমনে।
সব পুরুষ কি এমন হয়? হয়ত হয় না।
অভিনয়ে যে নায়ক নায়িকার জন্য
ক্ষত-বিক্ষত হয় অবলিলায়। বাস্তবে
সে নায়িকাকে বিয়ে করে তার সাথে
নায়ক বেশী দিন একত্রে থাকে না।
অপু-শাকিব দেখাল অভিনয় এবং
বাস্তবতা ভিন্ন স্রোতে ভেসে চলে
অনবরত। ছেলেটার জন্যও তারা
একত্রে থাকতে পরেনি দু’জন।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫১
ইসিয়াক বলেছেন:
বাহ! সুন্দর
প্রিয় কবি আশা করি আপনি দ্রুত সেফ হবেন।
শুভকামনা রইলো।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৬
ওমেরা বলেছেন: কবিতাটা খুব সুন্দর হয়েছে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০৯
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো আপু।
শুভকামনা জানবেন।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: মন হারানো প্রেমিকের আহ্বানের কবিতা ভালো লেগেছে প্রিয় ইসিয়াক ভাই।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:৪২
ইসিয়াক বলেছেন:
প্রিয় তমাল ভাইয়া,
আপনাদের ভালো লাগা আমার প্রেরণা। সব সময় এভাবেই পাশে চাই আপনাকে। কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা সতত।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন, শুভ কামনা।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৪
ইসিয়াক বলেছেন:
শুভ্র বিকেল,
আপনাকে আমার পাতায় স্বাগতম।
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
এভাবেই পাশে থাকুন আমার কবিতা ও গল্পে।
শুভকামনা।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতায় হুকুম করেছেন নাকি আব্দার অনুরোধ করেছেন তা কবিতায় পরিস্কার করেননি।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:৫১
ইসিয়াক বলেছেন:
প্রিয় মাহমুদ ভাই,
আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে। কৃতজ্ঞতা জানবেন।
কবিতায় প্রেমিকাকে কখনও ভালোবেসে আব্দার আবার কখনও অনুরোধ করা হয়েছে। প্রেম পাঠে তো কত মান অভিমান হাসি খেলা চলে। তখন কি আর অতসত ভাববার অবকাশ পাওয়া যায়। দুজনের জন্য দুজনকে কেবলি উৎসর্গ করা আর অপার্থিব মুগ্ধতার রস আস্বাদন করায় ব্যস্তা ছুঁয়ে যায় প্রতিক্ষণে।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৫
আরাফআহনাফ বলেছেন: বিরহ কাতর প্রেমিকের অপেক্ষার অবসান হোক -
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:৫৩
ইসিয়াক বলেছেন:
আরাফআহনাফ,
মন্তব্যে ভালো লাগা জানবেন। এভাবেই থাকুন আমার গল্পে ও কবিতায় আশা করি নিরাশ হবেন না।
শুভকামনা রইলো।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৮
মনিরা সুলতানা বলেছেন: তোমার চোখের কাজলে আমায় যত্নে এঁকো
ইচ্ছে খুশির আলো ছায়ায় সুখ দুঃখ রেখো।
মায়ায় মুড়ে গভীর হতে খুব গভীরে
হৃদয় আমার ছুঁয়ে যেও আলতো করে।
ভালোলেগেছে খুব
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৮:৫৮
ইসিয়াক বলেছেন:
প্রিয় ব্লগার, আ
আপনার মন্তব্য মানে আমার কাছে অন্য রকম পাওয়া। অশেষ কৃতজ্ঞতা জানবেন।
ভালো লেগেছে খুব সত্যি জেনে মনটা ভরে গেল।অনেক অনেক অনুপ্রাণিক হলাম।
ভালো থাকুন সবসময়। শুভকামনা রইলো।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো লেগেছে। কিন্তু শিরোনামটা ভালো লাগেনি।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:০৮
ইসিয়াক বলেছেন:
পদাতিক চৌধুরি(প্রিয় দাদা),
কবিতা ভালো লেগেছে। কিন্তু শিরোনামটা ভালো লাগেনি।
এজন্য ই আপনাকে আমি বিশেষ পছন্দ করি। সোজাসুজিভাবে নিজের ভালো লাগা মন্দ লাগা জানিয়ে দেন আপনি (এখানে লাভ রিয়্যাক্ট হবে)। কবিতার শিরোনামটি তাড়াহুড়ো করে দেওয়া। আর গল্প বা কবিতার শিরোনাম বাছাইয়ে আমার বড্ড আলসেমী পরবর্তীতে আরো সর্তক হবো নিশ্চয়।
পোস্টে লাইক করাতে অনুপ্রাণিত হলাম। মন্তব্যে ভালো লাগা জানবেন। শুভকামনা রইলো।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: আমার কাছে তথ্য আছে- আপনার নারী পাঠকের সংখ্যা বেশি। এমন কি আপনার কবিতার পাঠক ঢাকার চেয়ে কলকাতায় বেশি।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:১০
ইসিয়াক বলেছেন:
প্রিয় রাজীব নূর,
এই তথ্যগুলো আপনি কোথেকে পেলেন জানি না তবে প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০০
নেওয়াজ আলি বলেছেন: অনেক ভালো লাগলো লেখাটি পড়ে ।
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:১৬
ইসিয়াক বলেছেন:
প্রিয় মহী ভাই্,
অনেক অনেক ভালো লাগা জানবেন। শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা
০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৩১
ইসিয়াক বলেছেন:
প্রিয় ব্লগার,
আপনার মন্তব্য ও লাইক আমাকে সবসময় অনুপ্রাণিত করে। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৪
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।