নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কান্নাজল

০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:২৪




চলে যাবার আগে মন থেকে ডেকো শুধু একবার
তাহলে হারানোর ইচ্ছে টুকু আর রবে না আমার।

খসে পড়ার আগে তুমি একটু ছুঁয়ে দিও
চির সবুজ হয়ে রয়ে যাবো এটুকু জেনে নিও।

ঝিরিঝিরি ঝরবার আগে আমি বরষার মেঘ
কোমল স্পর্শে ছুঁয়ে দিয়ো কিছু গোপন আবেগ।

আমি জানি তুমি ভুলবে না ছাড়বেও না আমাকে
আমিও রয়ে যাবো কান্নাজল হয়ে তোমার দু-চোখে।

© রফিকুল ইসলাম ইসিয়াক

ছবিঃ গুগল থেকে

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: ছোট কবিতা ভালো হয়েছে।

০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৯

ইসিয়াক বলেছেন:



প্রিয় ব্লগার,
প্রথমেই আপনার মন্তব্য ও লাইকে ভীষণ রকম অনুপ্রাণিত হলাম। রোদ ঝলমলে আভায় দীপ্ত হলো যেন আমার পৃথিবী।আপনার আগামী দিনগুলো আরো আলোকিত হোক সেই কামনা করি। এভাবেই পাশে যেন পাই আপনাকে সবসময়, যেমনটি এখন আছেন আগেও ছিলেন। আপনাদের ভালো লাগা ভালোবাসা আমার চলার পথের পাথেয়। কৃতজ্ঞতা জানবেন।
ভালো্ থাকুন সবসময়।
শুভকামনা রইলো।

২| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৪

জুন বলেছেন: ছবিটির চোখের জল আর আপনার কবিতা মিলেমিশে একাকার ইসিয়াক।
ভালো লাগা রইলো অনেক।
+

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০২

ইসিয়াক বলেছেন:


কবিতা ভালো লেগেছে জেনে দারুণ অনুপ্রাণিত হলাম।

শুভ কামনা রইলো।

৩| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:১৬

আহমেদ জী এস বলেছেন: ইসিয়াক,




আবেগী ভালোবাসার কবিতা। বরষার ঝরঝর শব্দের নিনাদে পাগল পারা...............

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৩

ইসিয়াক বলেছেন:


চমৎকার কাব্যিক মন্তব্যে ভালো লাগা জানবেন শ্রদ্ধেয় ব্লগার।

শুভকামনা সতত।

৪| ০৩ রা অক্টোবর, ২০২১ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন? কোনো খোজ খবর নাই?

০৪ ঠা অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৫

ইসিয়াক বলেছেন:


এই তো আছি কোন রকম।

৫| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতা, ছবি ও শিরোনাম, তিনটাই সুন্দর হয়েছে। + +
শেষের দু'লাইন অনবদ্য।

০৯ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩০

ইসিয়াক বলেছেন:



প্রিয় ব্লগার ,
কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। বরাবরের মত অনুপ্রাণিত হলাম।

দোয়া রইলো।
ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.