|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
   
 
যে মোহের টানে সরে গেছো দুরে 
জেনেছি
সে বরাবরই রয়ে গেছে অধরা।
অপরদিকে,
অকথ্য জ্বালা বুকে বয়ে চলেছি 
আমি একাকী নিঃসঙ্গ  ধ্রুবতারা।  
মোহমায়া জালে তুমি ফেঁসে গেলে
কেন যে নিজের ভালো টুকু বুঝলে না।
কি করে প্রবোধ দেব এ মনকে
কোন সে বাক্যে জানাবো স্বান্তনা?
 
বিরহী এ বেলায়,তব অবহেলায়
বয়ে বেড়াচ্ছি যত জ্বালা  একা একা। 
মসৃণ ছিল যে পথ একদা জানি না 
কোন সে ভুলে হলো আঁকা বাঁকা?
সেই ভালো সেই ভালো থাকি নিজের মত
হয়ে নিঃসঙ্গ  ধ্রুবতারা।  
যা কিছু শুধু দেখে যাবো পাথর চোখে  
রবো নিথর   নীরব  বাকহারা।  
© রফিকুল ইসলাম ইসিয়াক।   
 ১২ টি
    	১২ টি    	 +৪/-০
    	+৪/-০  ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:৩৩
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:৩৩
ইসিয়াক বলেছেন: 
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।  
শুভকামনা সতত।
২|  ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১২:৩৭
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লাগলো ভাইয়া কবিতা
অট: ব্লগে মন্তব্যের খরা লেগেছে 
  ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:৪১
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১:৪১
ইসিয়াক বলেছেন: 
 হা হা হা আপনার পোস্টে মন্তব্য করেছি আপু। চোখের সমস্যার জন্য একটু ঝামেলায় আছি। সেজন্য গতকাল মন্তব্য করিনি। ভালো থাকুন সবসময়। শুভ কামনা রইলো। 
#গল্পের শেষ পর্ব দিয়েছিলাম গত পোস্টে , আশা করি কেমন হল পড়ে জানাবেন। 
৩|  ১২ ই অক্টোবর, ২০২১  বিকাল ৩:৪৪
১২ ই অক্টোবর, ২০২১  বিকাল ৩:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ কবে পোস্ট দিলেন । পড়ি নাই তো আচ্ছা দেখতেছি
  ১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:২৪
১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন: 
ধন্যবাদ আপু । মন্তব্য পেয়েছি।
৪|  ১৩ ই অক্টোবর, ২০২১  রাত ১:১৭
১৩ ই অক্টোবর, ২০২১  রাত ১:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
  ১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:২৪
১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:২৪
ইসিয়াক বলেছেন: 
ফুলেল শুভেচ্ছা রইলো।
৫|  ১৩ ই অক্টোবর, ২০২১  রাত ১:২৪
১৩ ই অক্টোবর, ২০২১  রাত ১:২৪
নেওয়াজ আলি বলেছেন: খুবই সুন্দর প্রকাশ
  ১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:২৫
১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ৯:২৫
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ মহী ভাই । ভালো থাকুন সবসময়।
৬|  ১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:০৮
১৩ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:০৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। শেষের দু'চরণ অনবদ্য। + +
  ১৪ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৪৩
১৪ ই অক্টোবর, ২০২১  সকাল ১১:৪৩
ইসিয়াক বলেছেন: 
প্রিয় ব্লগার ,
আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে। আপনার মন্তব্য পেলে ভীষণ ভাল ভালো লাগে। 
ভালো থাকবেন। 
দোয়া রইলো। 
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১২:১৩
১২ ই অক্টোবর, ২০২১  দুপুর ১২:১৩
জুল ভার্ন বলেছেন: বাহ! চমতকার কবিতা!!!