নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

রম্য অনুগল্পঃ ইজ্জতের ফালুদা

২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:০৯



মধ্য বয়সী মলি আর তার স্বামী চয়ন স্টেশনে বসে আছে ট্রেনের আশায় । ঈদের মরশুম বলেই হয়তো প্লাটফর্মে তিল ধারণের জায়গা নেই।তার উপরে ট্রেন লেট আধা ঘণ্টা। প্রতি মিনিটে ভীড় বাড়ছে। এত ভীড় সচারাচর দেখা যায় না। লোক সমাগমে গরম আর ঘামের কটু গন্ধে ত্রাহি মধুসূদন অবস্থা।
হাত পাখা দিয়ে মলি জোরে জোরে বাতাস খাচ্ছে কিন্তু গায়ে বাতাস লাগছে কি-না সে বুঝতে পারছে না। আর সেই কারণে হয়তো রাগে গজ গজ করে কাকে যেন শাপ শাপান্তর করছে। সম্ভবত ওপরওয়ালাকে। পান থেকে চুন খসলে ওপর ওয়ালার সাথে ঝগড়া করা তার একটা স্বভাব। এর মধ্যে হঠাৎ কি মনে হতে মলি গর্জে উঠলো।

- এই শোন!
চয়ন জানে বউ এখন টপে আছে বেশি ঘাটালে ইজ্জতের ফালুদা হয়ে যেতে পারে । সে মিন মিন করে বলল,
- কি গো,কিছু চাই ? ডেকেছো কেন?
-চেইন খোল।
-মানে?
-চে-ই-ন খোলো।
-এত লোকের মধ্যে?
-সমস্যা কি?
-সবাই দেখবে যে? আমি তো সাথে অন্য কিছু পরিনি।

- সাথে অন্য কিছু দিলে তো পরবে!আর শোন, দেখলে দেখুক। এখন দেখা দেখির যুগ।
- তাই বলে ইয়েও দেখিয়ে নিয়ে বেড়াতে হবে।
- হ্যাঁ আমার গর্ব হবে সবাইকে গলা চড়িয়ে বলতে পারবো এই যে সবাই এসে দেখে যাও। আমার স্বামীরটা ক --ত বড়!
-টিটকারি মারছো? না হয় আমার সাইজটা একটু ছোট তাই বলে তুমি লোকের মধ্যে অপমান করবে? এই আমায় ভালোবাসো?
-কি ভুল ভাল বকছো?
-তোমাকে কোন দিন অতৃপ্ত রেখেছি বল?তুমি যেমন চেয়েছো তেমনই চালিয়েছি গাড়ি। কষ্ট হয়েছে তবু ঠিকই চালিয়ে গেছি। ..
-আরে মাথা মোটা গোবর গনেশ আমি বলি কি আর হাদা গঙ্গারাম শোনে কি?
-আমি সব বুঝি। ছোট নই। সাইজে ছোট হতে পারি বয়সে নই।

- আ মলো যা মিনসে আমার কি বলবো? তোমার গলার চেইনটা খোল ।পার্সে রেখে দেই ।নইলে যে ভীড়, ট্রেনে উঠতে উঠতে খুইয়ে বসবে আবার।
-আরে আগে বলবা না আমি তো মনে করছি...তুমি হয়তো !! সব সিক্রেট তো লোকে শুনে ফেলল ! হায়! হায়!! হায়!!! হায়!!!!
-আরে গুষ্টি মারি তোমার সিক্রেটের বোকার হদ্দ কোথাকার।তাড়াতাড়ি খোল। ট্রেন আসবার টাইম হয়ে গেছে।
ঠিক তখনই পাশ দিয়ে এক জোড়া নব দম্পতি হেটে যাচ্ছিলো ।ওরা হয়তো খেয়াল করেছে মলি আর চয়নের কথোপকথন। ছেলেটি মুচকি মুচকি হাসছে। মেয়েটি তাই দেখে চোখ পাকিয়ে বলল ,
- আর এদিক ওদিক তাকাতে হবে না।এ ক'দিনে ই তোমার ক্ষমতা জানা হয়ে গেছে ।নামে তাল পুকুর ঘটি ডোবে না। যতসব .....
মলি এবার মুচকি হাসি দিয়ে কনুই দিয়ে গুতো মারল তার স্বামীকে!
চয়ন মুখ দিয়ে বিচিত্র শব্দ করে জানতে চাইলো
- আবার কি হলো....
কিছু না ট্রেন এসে গেছে।উঠতে হবে চল।
© রফিকুল ইসলাম ইসিয়াক
কপি বা শেয়ার করা সম্পূর্ণ নিষেধ

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১২

জ্যাকেল বলেছেন: রম্য তবে এইটা ১৮+ হৈয়া গেল।

২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৪

ইসিয়াক বলেছেন: জ্যাকেল আপনাকে আমার ব্লগে স্বাগতম।
রম্য তো একটু ১৮+ না হলে ঠিক জমে না, ঠিক কি-না কন?

২| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার গল্প লেখার হাত দারুণ। আমার মনে হয় এদিকেই বেশি মনোযোগ দেওয়া দরকার।

২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৬

ইসিয়াক বলেছেন: প্রিয় কবি,
অনেকদিন পরে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। প্রশংসায় অনুপ্রাণিত হলাম।

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা রইল।

৩| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩

জুল ভার্ন বলেছেন: গল্পে চমক আছে। ভালো লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৭

ইসিয়াক বলেছেন: প্রিয় ব্লগার গল্প ভালো লাগলো জেনে ভালো লাগলো।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা সতত।

৪| ২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৮

শেরজা তপন বলেছেন: বাঃ বেশ বেশ :``>>

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৭

ইসিয়াক বলেছেন:

হা হা হা পড়ার জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।

শুভকামনা রইলো।

৫| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: চয়নের উচিত ছিল বলা মাত্র চেইন খোলা। বউ বলার পরও চেইন খুলতে দেরি করা একটি অমার্জনীয় অপরাধ।

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৮

ইসিয়াক বলেছেন:




এমন সরস মন্তব্য পেলে কি প্রতি মন্তব্য করবো বুঝতে পারছি না। হা হা হা .

পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।

শুভকামনা সতত

৬| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই প্রসঙ্গে একটা অনুগল্পের কথা মনে পড়ল। তবে বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। মেয়েরা মাইন্ড করতে পারে।

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২১

ইসিয়াক বলেছেন:




সাড়ে চুয়াত্তর বলেছেন: এই প্রসঙ্গে একটা অনুগল্পের কথা মনে পড়ল। তবে বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। মেয়েরা মাইন্ড করতে পারে।

না থাক, পাবলিকলি না বললেও চলবে। একদিন নিশ্চয় দেখা হবে। তখন না হয় জমিয়ে আড্ডা দেওয়া যাবে। শোনা হবে গল্প। হা হা হা
আবার মন্তব্যে ফিরে আসায় কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।

৭| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: চেষ্টা চালিয়ে যান। একদিন আরও ভালো রম্য হবে..
শুভেচ্ছা প্রিয় ইসিয়াক ভাইকে।

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন:






একটু চেষ্টা আরকি B-) আপনি এত বে-রসিক হলেন কবে থেকে :-B হা হা হা

৮| ২৩ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চালিয়ে যান,আমরা আছি আপনার সাথে।উটের পিঠে থাকলেও দেরি করা চলবে না।

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:২৩

ইসিয়াক বলেছেন:


ধন্যবাদ কামাল ভাই।

শুভকামনা রইলো।

৯| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: রম্য গল্পেও আমার হাসি না পায়। এ আমার কেমন অসুখ হলো ইসিয়াক?

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন:



আমি তো আর ডাক্তার নই কি করে বলবো।

১০| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ৩:২৩

সোহানী বলেছেন: পড়লাম!

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৭

ইসিয়াক বলেছেন:



ধন্যবাদ আপু শুভকামনা রইলো।

১১| ২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ

২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৫

ইসিয়াক বলেছেন:




ধন্যবাদ সনেট কবি।
ভালো থাকুন সবসময়।

১২| ২৪ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:০৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: রম্য অনুগল্প লেখা না থাকলে বোঝা মুশকিল হতো, এটি রম্য ও গল্প।

২৪ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৬

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

১৩| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মন্তব্য করলো নুরুল আর আপনি ধন্যবাদ দিলেন কামালকে।যশোরেরা বুঝি এমনি হয়।

২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫১

ইসিয়াক বলেছেন:





হা হা হা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.