নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একান্ত ব্যক্তিগত কারণে ব্লগে আর পোস্ট দেওয়া হবে না। আপাতত শুধু ব্লগ পড়বো। বিশেষ করে পুরানো পোস্টগুলো। কোন পোস্টে মন্তব্য করবো না বলে ঠিক করেছি। আমি সামহোয়্যারইন ব্লগে আছি এবং থাকবো। ভালো আছি। ভালো থাকুন সকলে।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বেখেয়ালি প্রেমিক

২৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৬


তোমাকে পাঠাবো বলে
অনেকগুলো ছবি তুলিয়েছিলাম।
বাছাই করতে করতে
শেষে দেখি সবগুলো ডিলিট।


তোমার জন্য
অনেকগুলো প্রেমপত্র লিখেছিলাম।
একটা পড়ি
আর ছিড়ি।
আবার একটা পড়ি
ছিড়ে ফেলি।
পুরোপুরি মন মতো হয়নি একটাও!
শেষে দেখি রাত জেগে
লেখা প্রেমপত্র সব
একে একে ছেড়া হয়ে গেছে।

আরেকদিন
তোমায় দেবো বলে
অনেকগুলো গোলাপ আনিয়েছিলাম।
রেখেছিলাম জানালায়
রোদ ঘুরতে শুকিয়ে শেষ।
কি করবো বলো?
এমন ভুলো মন আমার!

তুমিই বলো,
মুখে যদি বলি"ভালোবাসি "
গ্রহন করবে আমায়?
গ্রহণ করবে কি
এই বেখেয়ালি প্রেমিকের প্রেম।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১২

জুল ভার্ন বলেছেন: এই বয়সে টিনএজ ছেলেমেয়ের কবিতা!ভালো হয়েছে।

২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

ইসিয়াক বলেছেন: ভাবছিলাম আর কবিতা লিখবো না। যদি কিছু লিখতেই হয় তাহলে গল্প লিখবো। আজ সারাদিন ব্লগে পোস্টের আকাল দেখে মনে হলো একটা কবিতা লিখে পোস্ট দেই।
শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।

ভালো থাকুন সবসময়।

২| ২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩১

শোভন শামস বলেছেন: লিখা চলুক নিজ গতিতে কখনও প্রেম কখনও প্রকৃতি।

২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।

৩| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৯

উদারত১২৪ বলেছেন: ভালো হয়েছে

ফাঁসির আগ মূহুর্তে সায়্যিদ কুতুব রহঃ

২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১১

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: এমনই হয়।

২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৩

ইসিয়াক বলেছেন: হা হা হা। ঠিক ই।
কবিতা পড়ে লাইক ও মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা রইল।
শুভ রাত্রি।

৫| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: এই বেখেয়ালি প্রেমিক কি আপনি?

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪০

ইসিয়াক বলেছেন: এই বুড়ো বয়সে কে করবে আমার সাথে প্রেম?

৬| ৩০ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: টাটকা গোলাপ দেওয়াই ভালো। শাহবাগে ১০ টাকায় পাওয়া যায়।

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪২

ইসিয়াক বলেছেন: হা হা হা...... সেই বয়স আর নেই ভাইয়া। কবিতাগুলো যদি সময় মত লিখতাম তাহলে হয়তো জীবনটা অন্য রকম হতো :>

৭| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বয়স যাই হোক মনটাই আসল।কবিতায় চরম মনের উথালপাথাল ধরা পড়েছে।আই মিয়া সত্যি বলুন দেখি এটা কি শুধুই কবিতা নাকি কবিমনের ভু- আন্দোলনের বহিঃপ্রকাশ??????? জাতির মনে বড় জিজ্ঞাসা...

৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২২

ইসিয়াক বলেছেন:





আপনার কমেন্ট যদি আরেকজন পড়ে তাহলে আমার খবর আছে ,এমনিতে এই কবিতার জন্য অশান্তি বেঁধে গেছে। আর আগুনে ঘি ঢেলেন না ;)

মন্তব্যে প্রীত হলাম। তবে একটা কথা বলবো “বেশি কিছু আশা করা ভুল ...।”

শুভকামনা সতত।

৮| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: বেখেয়ালি প্রেমিকদের প্রেমিক থেকে যাওয়ারই সম্ভাবনা বেশি, পতিতে উন্নীত হবার সম্ভাবনার চেয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.