নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
ধান কাটা হলো সারা
অবসর অনিঃশেষ।
অভাব সকল গেছে ঘুচে
সুখের নেইকো শেষ।
নবান্নের কাল এসেছে যে
শিউলি ঝরা ভোর।
দূর্বা ঘাসে জমেছে শিশির
নরম মিষ্টি আদর।
ফুল কলি সব ফুটেছে ওই
শিশির মেখে গায়।
কে কার চেয়ে দেখতে ভালো
বুঝেই ওঠা দায়।
দুর প্রান্তর ছায়া ছায়া
রোদ্র দেয় উঁকি।
জানালায় বসে অবাক চোখে
তাকিয়ে দেখে খুকি।
গৃহস্থের লাল মোরগ
ডাকছে কু কু রুক কুক।
রোদ পিঠ করে কিসের লোভে
হুলো বাড়ায় মুখ?
খেজুর রসের দারুণ সুবাস
বইছে সমীরণে।
পিঠা পুলির নকশা ফোটে
নানান আয়োজনে।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবি আমার নিজের তোলা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি গ্রাম (কমলাপুর) থেকে গতবছর তোলা।
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ব্লগার।
২| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৭
ইসিয়াক বলেছেন:
পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা সতত।
৩| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৩
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন!
৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৮
ইসিয়াক বলেছেন:
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
৪| ৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি মনে হয় আজই ফেবুতে দেখেছি
৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০২
ইসিয়াক বলেছেন: এই কবিতাটির সাথে আমার ফেসবুক ওয়ালে এই ছবিটি পোস্ট করা আছে।
৩১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৪
ইসিয়াক বলেছেন: লিঙ্ক দিলাম।
https://m.facebook.com/story.php?story_fbid=903003050626517&id=100027504906657
৫| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে মনে হলো গুরুজ্বী লিখেছেন।
৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৪
ইসিয়াক বলেছেন: গুরুজী কে?
৬| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর অন্ত্যমিলে সুন্দর কাব্য।
০১ লা নভেম্বর, ২০২১ সকাল ৭:৫১
ইসিয়াক বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।
শুভ সকাল।
৭| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: যশোরের ঐ এলাকায় প্রচুর তরতরকারী হয়।
০১ লা নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৪
ইসিয়াক বলেছেন: এখনও প্রচুর তরকারি হয়। ওখানে আমার আব্বার কিছু জমি আছে। গিয়েছিলাম আত্নীয় বাড়িতে। দাওয়াত খেতে। ভালো থাকুন। শুভ কামনা রইলো।
৮| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫২
কবিতা পড়ার প্রহর বলেছেন: সুন্দর কবিতা এবং ছবিতা।
০১ লা নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৬
ইসিয়াক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু। ভালো থাকুন সবসময়।
# ভীষণ ব্যস্ততা যাচ্ছে। আপনার পোস্টে সময় নিয়ে আসছি।
শুভ সকাল।
৯| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গুরুজী কে?
কেন? রবীন্দ্রনাথ।
০১ লা নভেম্বর, ২০২১ সকাল ৭:৫৯
ইসিয়াক বলেছেন: কি যে বলেন। এই কবিতা প্রথম স্তবকটি মন মতো হয় নি। কিন্তু পোস্ট দিয়ে দিয়েছি যথারীতি। সেই ভয়টা সব সময় কাজ করে যদি কবিতাটা হারিয়ে যায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরাই আর কি! হা হা হা.... তা কেমন আছেন?
১০| ০২ রা নভেম্বর, ২০২১ রাত ৯:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: আয় মিয়া মোরগ কেমনে ডাকে? আগামীকাল ভোরে নুতন করে মন দিয়ে শুনবেন মোরগের ডাক। যশোরের খেজুর রসের সুগন্ধ আমরা এখানে বসেই পাই....হেহেহে
০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৯
ইসিয়াক বলেছেন: আমি খেজুরের রস খাই( পান করি না) না। একটা বিশ্রী অভিজ্ঞতার পর থেকে। আর মোরগের মাংস আর ছিটা রুটির নিমন্ত্রণ রইলো। চলে আসুন আগামীকাল। দুজন মিলে শোনা যাবে মোরগের কুক কু রুক কুক হো হো হো।
১১| ০৩ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১
খায়রুল আহসান বলেছেন: আমাদের গ্রামগুলোতে ইতোমধ্যে নবান্নের আমেজ ছড়িয়ে পড়েছে। কবিতা পড়ে এবং ছবিটা দেখে আমার নিজ গ্রামের কথা মনে পড়ে গেল। এ সময় গেরস্তের ঘরে নতুন ধান আসে, তাই তার মুখে থাকে হাসি। সবার মাঝেই একটা খুশি খুশি ভাব। এ জন্যেই হেমন্ত আমার প্রিয় ঋতু, যদিও এ ঋতুর স্থায়ীত্ব খুবই কম বলে মনে হয়। ভালো ভাবে এ ঋতুকে দেখার আগেই শীত নেমে পড়ে, শীতকাল এসে যায়।
০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২০
ইসিয়াক বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভ কামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:১১
রূপক বিধৌত সাধু বলেছেন: Good.