নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ফালতু ক্যাঁচাল

২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:১২


সামনে অর্নবের এইচ এস সি পরীক্ষা। যেহেতু পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই তাই শেষ মুহুর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ভীষণ ব্যস্ত সে।সন্ধ্যা হয়েছে বেশ কিছুক্ষণ আগে, সময় গড়িয়ে দুরে কোথাও এশার আযান দিচ্ছে এখন, এমন সময় মোবাইলটা বেজে উঠলো।কিছুটা বিরক্তি নিয়ে ফোনের দিকে এক ঝলক তাকিয়েই বুঝলো আননোন নাম্বার!
অসময়ে কে আবার ফোন দিলো? সোহাগ অবশ্য প্রায়ই এরকম করে, হয়তো কোন পাঠ নিয়ে সমস্যায় পড়েছে বা অন্য কিছু , তখন হাতের কাছে যার সেল ফোন পায় তার ফোন দিয়েই কল দেয়। মহা কিপটার কিপটা! ফোন রিসিভ করলো অর্নব,
-হ্যালো! কে বলছেন প্লিজ?
- তোর হ্যালোর গুষ্টি কিলাই হারামজাদা।তোর মা'য়ে আছেনি আশেপাশে? তোর মায়ের কাছে ফোনটা দে তাড়াতাড়ি?
- ক্যান মায়ের কাছে ফোন দিব কেন? আপনি কে? কি চাই?
- কথা কম কইবি, মেজাজ খারাপ করাইস না,যা কইতাছি হেইডা শোন, তোর মায়ের লগে আমার বিশেষ আলাপ আছে বুঝছস? আর শোন, আমি জানি তুই অখন বাড়িত আছোস। খবরদার চালাকি করবি না আর যদি চালাকি কইরা লাইন কাটোস তাইলে কইলাম গুষ্টি শুদ্ধ সোজা তোর বাসায় আইয়া উঠুম।তার বাদে দেখামু খেল।বুঝছোস!
মোবাইলের অপর প্রান্তের লোকটি যে কে, অর্নব এখন সেটা আন্দাজ করতে পারছে। কি ভয়ংকর অবস্থা! এই ব্যাটা তার ফোন নাম্বার পেল কিভাবে? কোন রকমে ঢোক গিলে চিঁউ চিঁউ আওয়াজে মাকে ডাকলো অর্নব।
- আম্মু, আম্মু তোমার ফোন।
-তোর ফোনে আমারে আবার কে কল দিছে ? আজিব তো! কেডা রে? কি কয়?
অর্নবের মা ফোন রিসিভ করার আগে লাউড স্পিকার অপশন অন করে দিলো। এটা তার বরাবরের অভ্যাস। সে একটু কানে খাটোও বটে ।
- হ্যালো , কেডা আপনে?
- কেমন আছো চয়নিকা ?
আহ কি মিষ্টি ডাক? মনটা ভরে গেল চয়নিকা মজুমদারের। সুজন না-কি? যাহ! তা কি করে হয়? সুজন! সে তো এখন সুদূর জাপানে। কতদিন হয়ে গেল, কত মাস,কতবছর! কথা হয় না ,দেখা হয় না। সুজন এমন মিষ্টি করেই তাকে ডাকতো একসময়। আহ! কি দিন ছিল সেসব! তবে সুজনের গলার স্বর তো এমন ছিল না, ছিল কি?
- ভালো,বেশ ভালো আছি । আপনি কে বলছেন প্লিজ? আহ্লাদে গদ গদ হয়ে বলল চয়নিকা মজুমদার ।
অপর পাশ থেকে আরও মিষ্টি রোমান্টিক কন্ঠে প্রতি উত্তর এলো
- আমাকে ছাড়া তুমি ভালো আছো? ভালো থাকতে পারছো? এতটা স্বার্থপর কি করে হলে তুমি? কি করে পারলে এত নিষ্ঠুর হতে?তুমি কি জানো আমি একটুও ভালো নেই ।আমার মন ভালো নেই। রাতে ঘুম হয় না আমার,খাবার খেতে গেলে কিছু খেতে পারি না। দু দন্ড শান্তিতে কোথাও বসতে পারি না।সামনে পরীক্ষা ঠিক মত পড়তেও পারি না।কি হবে আমার বল তো? তোমার চিন্তায় ক্লান্ত হয়ে যদিও বা একটু ঘুমাই ঘুমালেও স্বপ্নে তোমাকেই দেখি।শুধু তোমাকে ই দেখি। তিন সত্যি বলছি। কেন এমন হয়?কাল তোমার ভাবনা ভাবতে ভাবতে কখন যেন চোখ মুদে এসেছিল।ঠিক তখনই একটা স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম জানো প্রিয়তম? দেখলাম, তুমি বাথরুমে শাওয়ার নিচ্ছ আর আমি পেছনে থেকে তোমাকে দু'হাতে জ....
- এই হারামজাদা কে রে তুই চাবকে তোর পেছনের ছাল তুলে নেব। এত বড় সাহস! ইয়ারকি মারিস আমার সাথে ?ফাজিল কোথাকার! ঘরে তোর মা বোন নেই? সাহস থাকলে সামনে আয়, দেখি কত মুরোদ! সামনে তোকে পেলে তোর খবর আছে কিন্তু এই কয়ে দিলাম। আর একটা কথা কান খুলে শুনে রাখ যদি আর কোনদিন ফোন দিস বা আর একটা বাজে কথা উচ্চারণ করিস আমি প্রমিস করছি, তোকে আমি চৌদ্দ শিকের ভাত খাইয়ে ছাড়বোই ছাড়বো । এই কেরে তুই? কথা বলিস না কেন? কে তুই? বাপের ব্যাটা হলে নাম বল। নাম বল তাড়াতাড়ি।
- তোর ছেলের প্রেমিকার বাপ!!
- মানে?
- কুল ডাউন বেবি, কুল ডাউন! এত উত্তেজিত হলে চলে। আভি তো পিকচার বাকি হ্যায় ইয়ার! আর মানে জানতে চাইছিস না?মানেটা শোন তোর গুনধর ছেলের কাছে,পাশেই তো আছে, ও সব জানে।
- না,তোর মুখ থেকে আগে শুনি। তারপর না হয় ছেলের কাছ থেকে শুনবো।
- আমার ছোট মাইয়ার নাম চয়নিকা। তোর নামেই নাম,বুঝছস। তোর পোলা আমার মাইয়ারে পথে ঘাটে জ্বালাতন করে।প্রেম নিবেদন করে। বাসার সামনে আইয়া খাড়াইয়া থাকে,লগে বকাটে পোলাপান লইয়া আড্ডা মারে। গতকাল একখান চিঠি দিছে তোর পোলা আমার মাইয়ারে আর ঠিক এই কথা গুলাই লিখছে চিঠিতে ।বাকিটুকু পইড়া শুনাইমু না- কি?...
সময় থাকতে পোলারে শাসন কর না হলে কিন্তু খবর আছে। তোর লগে তোর পোলারও....
পাশেই দাড়িয়ে ছিলো অর্নব, ঠাস করে একটা রাম চড় খেয়ে মাথাটা ঘুরে উঠলো তার।
না হয় একটু প্রেমই করেছে তাই বলে এমন করে কেউ মারে! ...
চয়নিকা নামের মেয়েগুলো এত নির্দয় হয় কেন কে জানে?
© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৪

জুল ভার্ন বলেছেন: ফালতু প্যাচাল ভালো লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪০

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার । পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন সবসময়। কৃতজ্ঞতা রইলো।

২| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সচরাচর জেনে আসছি মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ভদ্র হয় অথচ গত দেড় বছর গ্রামে থেকে দেখেছি এরাও এখন বিপথগামী। গল্পের অর্ণব কেমন পরিবারের বোঝা যাচ্ছে না, তবুও মধ্যবিত্ত ধরে নিচ্ছি। এদের কাজকর্মে মা-বাপের মাথা হেট হয়।
গল্প দুর্দান্ত হয়েছে। বুঝতে পারছি না আমি সংলাপধর্মী লেখা ঠিকমতো লিখতে পারছি না কেন?

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২০

ইসিয়াক বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
# আশা করি ইতিমধ্যে আপনি আপনার উত্তর পেয়ে গেছেন।
শুভকামনা রইলো।

৩| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:০৭

জটিল ভাই বলেছেন:
শাসনের নিঞ্জা টেকনিকটা ভাল লাগছে। কিন্তু এই অবক্ষয়ের কোন প্রতিবিধান হবে বলে মনে হচ্ছে না। বরং রাত পোহাতেই বাড়ছে।

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৪

ইসিয়াক বলেছেন:


শাসনের নিঞ্জা টেকনিকটা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সমস্যা এখন প্রায় প্রতি ঘরে সামনে আশু সমাধান হবে না বলেই মনে হয়। তবু আশা নিয়ে বাঁচে মানুষ।

ফিরে আসুক আমাদের অতীত ঐতিহ্য আর মূল্যবোধ। সমাজ হোক স্থিতিশীল। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো প্রিয় ব্লগার।

৪| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: এ যেন উলট পুরাণ। ভালো লাগলো।
পোস্টে তৃতীয় লাইক।

শুভকামনা প্রিয় ইসিয়াক ভাইকে।

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন:



প্রতি দিন প্রতি মুহুর্তে আমাকে আপনি কৃতজ্ঞতার জালে বন্দী করে ফেলছেন একটু একটু করে। জানি এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না।

অশেষ ভালোবাসা রইলো প্রিয় ব্লগার। ভালো থাকুন সবসময়।
শুভ কামনা সতত।

৫| ২৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কাহিনী কৈ থেকে ঘুরে কৈ গিয়ে ঠেকছে!!!

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫১

ইসিয়াক বলেছেন:

প্রথমে গল্পটা লেখার সময় ভেবেছিলাম রম্য টাইপের কিছু লিখবো। পরে এভাবে লিখেছি হা হা হা ...
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা রইলো।

৬| ২৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: আপনার লেখার ক্ষমতা যখন আছে, তাই অনেক কিছুই ঘটাতে পারেন।

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫২

ইসিয়াক বলেছেন:




ক্ষমতা কথাটা আমার কেন জানি ভালো লাগে না। আসলে আমি সামান্য মানুষ অহংকারী হতে চাই না।

৭| ৩০ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:০৬

কাছের-মানুষ বলেছেন: ভাল, ক্যাচাল থেকে যদি ভাল কিছু হয় তাহলে ক্যাচালই ভাল!

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৩

ইসিয়াক বলেছেন:



হা হা হা .. মন্তব্যে ভালো লাগা জানবেন।
শুভকামনা সতত।

৮| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা আহারে প্রেম

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন:




হা হা হা ..।
কৃতজ্ঞতা রইলো।

৯| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৯

তারেক ফাহিম বলেছেন: ক্যাচালের পরিসমাপ্তি চড় খেয়ে :D


চড় থাপ্পর, ধ্যাত কি কই, ক্যাচাল অব্যাহত থাকুক।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

ইসিয়াক বলেছেন:




হা হা হা ..ধন্যবাদ ভাইয়া।
শুভকামনা রইলো।

১০| ৩০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?

০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০০

ইসিয়াক বলেছেন:




ঢাকায় এসেছি গতকাল।

১১| ০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২০

নীল আকাশ বলেছেন: হুম, ভালোই লাগলো পড়তে।

০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০১

ইসিয়াক বলেছেন:

ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.