![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক হলো তো এবার তবে আমি যাই।
পিরিতী বিষম জ্বালা
মন নাই আর বশে।
পিরিতী কি হয় কখনও
যোগ বিয়োগ অঙ্ক কষে ?
পিরিতের ফান্দে পড়িয়া
কান্দি দিবানিশি।
প্রাণবন্ধু বুঝেও ঝুঝে না
কিসে দুঃখ খুশি।
তুমি বন্ধু মায়া লাগাও
তুমি যাতনার কারণ।
তুমি বন্ধু নিঠুর ছলনায়
মন করেছো হরণ।
বুকের আগুন নেভাওগো বন্ধু
আর দিও না জ্বালা।
আসো বন্ধু ধরো হাত দু’খানা
পরাও সোহাগের মালা।
© রফিকুল ইসলাম ইসিয়াক
ছবি সূত্রঃ https://www.shutterstock.com/
১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৫
ইসিয়াক বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
২| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
পীরিতির গান ভালো লাগলো
১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩
ইসিয়াক বলেছেন: আস সালামু আলাইকুম আপু ,
গত কয়েকদিন কোথায় ছিলেন? আশা করি ভালো আ্ছেন? অনেকগুলো গল্প দিয়েছি ব্লগে পড়বার আমন্ত্রণ রইলো।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা্
৩| ১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৫
জগতারন বলেছেন:
সুন্দর !
লাইক দিলাম।
১৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২০
ইসিয়াক বলেছেন: ধন্যবাদ প্রিয় স্বপন ভাই।
শুভ কামনা রইলো।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে পিরিতির গীতিকবিতা
১৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
শুভ রাত্রি।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
নাহল তরকারি বলেছেন: সুপার হিট।
২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১১
ইসিয়াক বলেছেন:
ধন্যবাদ ইমরোজ ভাই।
শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২
জুল ভার্ন বলেছেন: গীতি/ছন্দ কবিতা ভালো লেগেছে।