নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই রকম পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সবাইকে সমান দৃষ্টিতে দেখা হবে। যেখানে থাকবে না কোন পাপ পঙ্কিলতা।

ইসিয়াক

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দুঃখবিলাসী

২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৫





ক্রমান্বয়ে ঝরে যায় একে একে শত প্রহর
বেদনার বালুচরে একাকী বাঁধি খেলাঘর।

বারংবার শুধু আশার ছলনে ভুলি
হৃদয়ের ক্যানভাসে বেদনা আঁকে রংতুলি।

আমার বাঁধনে জানি মায়ার বাঁধন নাই
গাঁথা মালা তাই সময়ান্তে শুকায়ে যায়।

চাওয়া পাওয়াতে বিশ্বাসের ভিত হোঁচট খায়
নিরুপায় আমি হাসির আড়ালে দুঃখ লুকাই

অবশেষে আমি দুঃখবিলাসী তমসা রাতে নক্ষত্র দেখি
বিধাতার ইচ্ছা যদি এমন হয়,হোক তাতেই আমি সুখী।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০০

মনিরা সুলতানা বলেছেন: নিয়তি মেনে নেয়া অনেকটাই মানসিক প্রশান্তি
প্রছন্ন সুখ।
ভালোলাগা।

২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৪

ইসিয়াক বলেছেন:
নিরন্তর হা হুতাশ না করে নিয়তি মেনে নিয়ে নিজের মত ভালো থাকাই বুদ্ধিমানের কাজ।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।
কবিতা পাঠে ও লাইকে কৃতজ্ঞতা রইলো।

শুভ কামনা সতত।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৭

শেরজা তপন বলেছেন: 'জানি আমার বাঁধনে মায়ারও বাঁধন নাই
আপন জনেরে আপন করিয়া বাঁধিতে পারিনা তাই।' হা আপনার কবিতা পড়ে মান্নাদের সেই সেই বিষাদমাখা ভীষন জনপ্রিয় গানের কথা মনে পড়ে গেল।

২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় মান্না দে " আমি সাগরের ঢেউ তুমি দূরন্ত বেলা " গানটি আমারও অন্যতম পছন্দের গান।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
শুভ কামনা সতত প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৮

শেরজা তপন বলেছেন: স্যরি- আমার প্রেমেতে মায়ার ও বাঁধন নাই, হবে

২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৭

ইসিয়াক বলেছেন: বুঝতে পেরেছি প্রিয় ব্লগার।
আবারও শুভকামনা রইল।
ভালো থাকুন।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৪

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

ইসিয়াক বলেছেন:







ধন্যবাদ প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২২

কাছের-মানুষ বলেছেন: চমতকার। আপনি গল্প এবং কবিতা দুই জায়গায়তেই সাবলীল।

২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪২

ইসিয়াক বলেছেন:




আমি আসলে মনের খেয়ালে লিখি। সেভাবে হয়তো তেমন কিছু হয় না। তবু আপনাদের অনুপ্রেরণায় আমার এই পথচলা।

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
শুভ কামনা সতত।
ভালো থাকুন সবসময়।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০৩

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
শুভ কামনা রইলো l

২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৩

ইসিয়াক বলেছেন:






ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন সবসময়।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লিখেছেন। কিন্তু আমি দুঃখ নেবো না সুখ নেবো।আই মিয়া এত দুঃখের অনলে থাকেন ক্যামনে?

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫০

ইসিয়াক বলেছেন: আমি দুঃখবিলাসী তাই হয়তো দুঃখের অনলে থাকি। আপনি সুখ নেন আপনাদের সুখে আমার ভালো লাগা, দুঃখ যা কিছু সব আমারই থাক প্রিয় দাদা। ভালোবাসা জানবেন।
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইল।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।পাঠে মন্তব্যে ও লাইকে কৃতজ্ঞতা জানবেন।
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.