নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।
বাতাসে ওড়ে
ওটা কি তোমার রেশমী আঁচল?
গন্ধে সুবাস
নিশ্চয় তোমার কাজল কেশের।
রিনঝিনঝিন
হাসি কি তোমার মুক্ত দানার?
ঘন অন্ধকার
বুঝছি এটা ঠিক তোমার চোখের কাজল।
আলোক স্ফুলিঙ্গ
জানি জানি সে-তো তোমার রূপের ঝলক।
হাতটা বাড়াও
সম্মুখে দাড়াও
চোখে রাখো চোখ
এবার তাহলে
কিছু আবেগ বিনিময় হোক।।
© রফিকুল ইসলাম ইসিয়াক
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৩
ইসিয়াক বলেছেন: হা হা হা .... সেজন্য অশেষ কৃতজ্ঞতা। আমিও সময়ে প্রতি মন্তব্যে এলাম। যদিও বকেয়া রয়ে গেছে কিছু, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় দাদা।
অঃ টঃ আপনার পোস্ট খুব মিস করছি।
ভালো থাকুন। শুভকামনা জানবেন।
অগ্রীম নববর্ষের শুভেচ্ছা রইলো।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: "কিছু আবেগ বিনিময় হোক" - তাই হোক, তবে তাই হোক!
৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৬
ইসিয়াক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
নববর্ষের অগ্রীম শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন: প্রেমে হাবুডুবু
৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৭
ইসিয়াক বলেছেন: শুধু হাবুডুবু বললে ভুল হবে, তারও বেশি তারও বেশি তারও বেশি হা হা হা....
শুভ কামনা রইলো প্রিয় ব্লগার।
৪| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৭
জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই, সোনা ভাই একটু সুর দিলেতো ইহা একটি অসাধারণ গান হইবে বলিয়া আশা বাঁধি
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৬
ইসিয়াক বলেছেন: ওয়াও তাই নাকি! তাহলে কিন্তু কবিতায় সুর দেয়ার দায়িত্বটা আপনাকেই নিতে হবে। হা হা হা.....
ভালো থাকুন সবসময়।
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: আজ কিন্তু সময়ে এলাম। বিনিময় হৃদয় না চোখের?