নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হতাশাগ্রস্ত মানুষের কদর্যতাই একমাত্র অস্ত্র।

ইসিয়াক

যা মানবতা বিরোধী তাই পরিত্যাজ্য মানবের সাধনা হোক মনুষ্যত্ব লাভ।

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

জীবন ডায়েরির পাতা থেকেঃ এক

৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৩


পাখি শিকারী মোহাইমিনুল
_________________________
মোহাইমিনুল একজন পাখি শিকারী এবং পাখি খাদক। ছোটবেলা থেকে সে ধানের ক্ষেতে ও বিলে ফাঁদ পেতে পাখি শিকার করে। পাখি শিকার তার নেশা। সেই পাখি বাসায় এনে রান্না করে,তারপর মজা করে খায় এবং ইয়ার বন্ধুদের দাওয়াত দিয়েও খাওয়ায়। সবাই তাকে বাহবা দেয়। মানুষের নকল ভালোবাসায় সে আরও দ্বিগুণ উৎসাহে পাখি শিকার করে। পাখিদের দুঃখ কষ্ট অসহায়ত্ব তার লোভী চোখে ধরা পড়ে না।
এলাকায় তার নাম দ্রুত ছড়িয়ে পড়ে।অনেক লোকজন তার পাখি শিকার নিয়ে গালগল্প করতে থাকে,তাকে নানাভাবে উৎসাহিত করে তবে কেউ কেউ তার পাখি শিকারকে অপছন্দও করে। তারা প্রতিবাদ করে । মোহাইমিনুল এসব ব্যপার একটুও পাত্তা দেয় না। সে অহংকারী ব্যক্তি অন্যের সৎ উপদেশ তার সহ্য হয় না। এদিকে যারা মোহাইমিনুলের পাখি শিকারের বিপক্ষে তারা মোহাইমিনুলের বন্ধুদের দ্বারা নানাভাবে হয়রানির শিকার হয়।
একসময় ইয়ার বন্ধুদের পরামর্শে মোহাইমিনুল অতি উৎসাহী হয়ে শহর থেকে ইয়ারগান কিনে আনে এবং একের পর এক পাখি শিকার করতে লাগে আর গান বাজনা সহ ভোজ সভা বসায়। শীত মৌসুমটা তাদের দারুণ আনন্দে কাটে। এলাকায় পানিশূন্য অবস্থা তৈরি হয়।
এদিকে একদিন হঠাৎ গুটিকয়েক পাখি সংঘবদ্ধ হয়ে তাকে উড়ে এসে মাথা বরাবর আক্রমণ চালায়। এলাকার লোকজন হঠাৎ খেয়াল করে দেখে এই ঘটনার পর থেকে মোহাইমিনুল বাইরে বের হলেই কোন না কোন পাখি তাকে আক্রমণ করে।
একসময় সে পাখিদের ভয়ে আর ঘর থেকে বের হয় না। তাকে বেশ দুশ্চিন্তাগ্রস্থ লাগে। এদিকে মোহাইমিনুল বিয়ে করেছে প্রায় সাত বছর হয়েছে তাদের সন্তান নেই।সন্তান হয় নি আর কি। ডাক্তার কবিরাজ সহ নানা তৎবির সত্ত্বেও সন্তানের মুখ সে দেখতে পায় না। তার বউ কান্দে আর বিলাপ করে বলে,
- পাখিখোরের পাখির অভিশাপ লাগছে।
যদিও কথাটা ঠিক না,এটা কুসংস্কার। তবু কেউ কেউ বলে কারও ঘর ভাঙলে তারও ঘর একদিন উজাড় হয় প্রকৃতির নিয়মে।
মোহাইমিনুলের জীবনে এখন চির অশান্তি বিরাজ করছে। বন্ধু বান্ধব ও তার পাশে নেই। নিঃসঙ্গতা তার সঙ্গী এখন।

© রফিকুল ইসলাম ইসিয়াক

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৩

তারেক_মাহমুদ বলেছেন: বনের পাখি এভাবে মারা উচিত নয়, সুন্দর শিক্ষনীয় গল্প

৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

ইসিয়াক বলেছেন: তারেক ভাই ইহা একটি সত্য ঘটনা। আমি পাখি প্রেমি বলতে পারেন তাই পাখি শিকার করতে দেখলে আমার খুব খারাপ লাগে।

ভোরে পাখির কলকাকলি। তাদের চলাফেরা জীবন যাপন।খাদ্য সংগ্রহ ও মাছ পোকামাকড় শিকার পদ্ধতি আমাকে দারুণ আনন্দ দেয়। আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার পিছনে একটা বড় পুকুর আছে। নানা রকমের পাখি সেখানে আসে। বিচিত্র তাদের জীবন যাপন। আমি সময় পেলে গভীরভাবে লক্ষ করি।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৬

জুল ভার্ন বলেছেন: গল্পটা খুব সুন্দর। তবে পাখির মাংস আমার প্রিয়

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১২

ইসিয়াক বলেছেন: হাঁস বা মুরগির মাংস আমার প্রিয় তবে অন্যান্য পাখির মাংস আমি খাই না। কেমন যেন মায়া লাগে।
নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
শুভ কামনা সতত।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮

শেরজা তপন বলেছেন: আগেই পড়েছি- এত ছাড়া ছাড়া লেখা কেন কবি?

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:২১

ইসিয়াক বলেছেন: হা হা হা.... কোন অযুহাত নয় তবুও বলি এই লেখাটা আজ এভাবেই লিখেছি। মনটা বিক্ষিপ্ত ছিল। ড্রাফটা করেই পোস্ট দিয়েছি।
একজন পাখি শিকারী আজ আমাদের এলাকায় অনেকগুলো পাখি শিকার করেছে লোকটি প্রভাবশালী।মনে হচ্ছিল গিয়ে ঝামেলা করি পরে ভাবলাম সমস্যা বাড়বে বই কমবে না।
আর উপরের গল্পটা সত্য ঘটনা অবলম্বনে। সে আমার গ্রামের জ্ঞাতি ভাই। নামটা শুধু বদলে দিয়েছি তার, বাকি সব বাস্তব ।
নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩১

শেরজা তপন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!
সমালোচনায় মনে কষ্ট নিবেন না

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:১০

ইসিয়াক বলেছেন:

হ্যাপি নিউ ইয়ার প্রিয় তপন ভাই।
আপনার আগামী দিনগুলো সুখী সমৃদ্ধ হোক।
শুভ কামনা রইলো।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৫

কাছের-মানুষ বলেছেন:
জীবনের ডায়েরি থেকে এমন গল্প আরো বেরিয়ে আসুক। চমৎকার শিক্ষনিয় গল্প, পাখি যারা শিকার করে তারা ভাল মানুষ হতে পারে না, এরা পরিবেশের জন্য ক্ষতিকর।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:১২

ইসিয়াক বলেছেন:





পাঠে ও মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।

নতুন বছরের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবিক গল্প নাকি?

০১ লা জানুয়ারি, ২০২২ ভোর ৬:২৭

ইসিয়াক বলেছেন:





জ্বি ভাইয়া বাস্তবিক গল্প।
নববর্ষের শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন সবসময়।
সুপ্রভাত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.